স্বপ্ন ছোঁয়া থেকে কেনাকাটা করার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।
স্বপ্ন ছোঁয়া থেকে কেনাকাটা করার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কেনাকাটা পোস্ট নিয়ে। সত্যি বলতে কেনাকাটা করতে অনেক ভালো লাগে তবে টাকা থাকলে একটু বেশি ভালো লাগে। আমাদের প্রতিনিয়ত সব কিছুর প্রয়োজন হয়। গতকাল গিয়েছিলা আমি আর আমার জা কেনাকাটা করতে। আসলে কেনাকাটা তো কেনাকাটাই একটা কিনতে গেলে আরেকটা পছন্দ হলে আনতে হয়।তবে আমাদেরর জরুরি প্রয়োজনীয় জিনিস গুলো কিনতে গিয়েছিলাম। আসলে সব কিছু তো আর জরুরি হয় না, কেনাকাটা তো আবার সৌখিন ও আছে। যাইহোক যদিও আমরা বাইরে থেকে কিনতে চেয়েছিলাম কিন্তু অতিরিক্ত গরমের জন্য দুজনে মিলে চলে গেলাম স্বপ্ন ছোঁয়ায়।এখানে সকল জিনিস নিরাপদে কেনা যায় আবার দামটা ও বেশি রাখে না।তবে আমাদের একটু ঘুরে যেতে হয় তাই কম যাওয়া হয়। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আসলে আমরা দুজা মিলে যখন চলে গেলাম স্বপ্ন ছোঁয়াতে।আমরা গিয়েছিলাম দুপুরের দিকে তখন তেমন মানুষ ছিল না বলেই চলে। তারপর দোকানের ভিতরে চলে গেলাম । একটা শপিংমলে মামুষ তো সব সময় থাকে কম আর বেশি।আর এখানে সকল কিছু পাওয়া যায় আবার আরামে বসে কেনাকাটা করা যায়। যাইহোক আমার জা অনেক কিছু কিনবে তবে আমার বেশি কিছু কেনার ছিল না। আমি বেশি কিনেছি খাবারের জিনিস।আসলে বাচ্চাদের কিছু কিছু জিনিস সব জায়গায় পাওয়া যায় না।তাই স্বপ্ন ছোঁয়া থেকে সব সময় কিনি।
তারপর আমরা দুজনে যার যার মত জিনিস দেখতে লাগলাম। সত্যি বলতে কিছু জিনিস আছে দেখলেই কিনতে ইচ্ছে করে। যদিও সেগুলো কেনার জন্য যাওয়া হয়নি। তারপর বেশ কিছু টুকিটাকি জিনিস কিনলাম।টুকিটাকি জিনিস বলতে যেমন ভীম সাবান, হারপিক, হ্যান্ড ওয়াশ, হুইল সাবান ইত্যাদি। তারপর আমি বেশ কিছু সময় পুরো দোকান ঘুরে দেখতে লাগলাম। আসলে অনেক দিন যাওয়া হয়নি তাই সব কিছু নতুনের মত মনে হচ্ছে। তাই যেগুলো কিনিনি সেগুলো ও ঘুরে দেখলাম। সত্যি এখানে কেনাকাটা করে অনেক আরাম দামাদামির কোন প্রশ্ন থাকে না। তারপর রিলাক্সে কেনাকাটা করা যায়। যেহেতু আমি খাবার জিনিস কিনতে গিয়েছি তাই অন্য দিকে আর না এগিয়ে খাবারের জিনিস দেখতে লাগলাম।
তারপর দেখতে পেলাম বিভিন্ন ধরনের বক্স। আসলে পছন্দের জিনিস দেখলে না আনতে পারলে অনেক খারাপ লাগে। কি আর করা বক্স গুলো দেখে এতোটাই ভালো লেগেছে তাই দুটি কিনলাম। যদিও বক্স কেনার কোন ইচ্ছে ছিল না।তারপর বাচ্চাদের জন্য কয়েকটি জুস কিনলাম। আসলে বাচ্চাদের খাবার কেন সব জিনিস প্রতিনিয়ত কিনতে হয়।
যেহেতু আমি নুডুলস আনবো বড় প্যাকেট গুলো। তারপর ১৬ টির একটা নুডুলস এর প্যাকেট কিনলাম। কয়েক ধরনের বিস্কুট কিনলাম। আসলে একটা প্যাকেট ধরে কিনলে আর একটা ফ্রি। আর এই অফার লজ করে কে। সেগুলো কিনে নিয়েছি।সত্যি অনেক ভালো ভাবে কিছু কেনাকাটা করেছি। আপনারা চাইলে স্বপ্ন ছোঁয়াতে কেনাকাটা করতে পারবে। অবশেষে ১২৫০ টাকা বিল করেছে।তারপর টাকা দিয়ে চলে আসলাম। আসলে দুজনে মিলে বেশ ভালোই কিনেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1830544953342374360?t=it8iRQvlmaZwbSfBV7ISaA&s=19
স্বপ্ন থেকে কেনাকাটা করার দারুন মুহূর্ত শেয়ার করেছেন আপু।আসলেই অফার লস করা ঠিক না কখনোই।স্বপ্ন তে এই অফারগুলো আমার বেশ ভালই লাগে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য
সিএসডি বা ক্যান্টিনের মতই সুন্দরভাবে সাজানো গোছানো আপনাদের এই স্বপ্ন ছোঁয়া শপিং মল। যেখানে আপনারা দুই জা মিলে কেনাকাটা করতে গিয়েছেন। আর সেই কেনাকাটার রিলাক্স অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছে। বেশ অনেক ভালো লাগলো আপনার এই অসাধারণ পোস্ট পড়ে।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
মানুষের প্রয়োজনের যেনো শেষ নেই।আপনি আর আপনার জা দুজন মিলে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলেন।আর আমাদের মাঝে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করেছেন। এটা সত্যি বলেছেন স্বপ্নে কেনাকাটা করতে বেশ ভালোই লাগে।কোন দরদামের ঝামেলা ছাড়া ই কেনাকাটা করতে দারুন লাগে।ধন্যবাদ আপু সুন্দর কিছু অনুভূতি আজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু দামাদামি ছাড়া কিনতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি কথা বলতে সুপার শপ এ বাজার করতে আমার খুবই ভালো লাগে কারণ এক ছাদের নিচে অনেক কিছু পাওয়া যায়। এটা ঠিক বলেছেন আপু কেনাকাটা যদিও প্রয়োজনে করতে যাই আমরা তারপরও শখে অনেক কিছুই কিনে ফেলি। আপনার এবং আপনার জা এর কেনাকাটার মুহূর্ত পরে বেশ ভালো লাগলো।
জি আপু বর্তমান প্রয়োজন থেকে শখে বেশি কেনাকাটা করা হয়, ধন্যবাদ আপু পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করার জন্য।