হঠাৎ বিয়ের অনুষ্ঠানে কিছু সময়
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।
হঠাৎ বিয়ের অনুষ্ঠানে কিছু সময়
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে। গতকাল আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। তবে ঈদের পরের দিন আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। আসলে ঈদের পর দিন আমরা বাবার বাড়িতে গিয়েছিলাম। তাই আমার গতকাল দাওয়াতের কথা মনে ছিল না। সবাই যখন রেডি হচ্ছে তখন ও আমি রান্না করি। তারপর আপনাদের ভাইয়া বললো চলো দাওয়াতে যাবে না, তখন আমি বললাম কোথায় দাওয়াত? তখন সে বললো মুনের বিয়ে, আসলে মুন হলো আমার এক ভাতিজার নাম।তারপর আমি ও তারাতারি করে রেডি হয়ে গেলাম।
আমাদের বাড়ি থেকে মুনদের বাড়িতে যেতে সময় লাগে বিশ মিনিটের মতো। আসলে আমাদের বাড়ি থেকে এক স্ট্যান্ড পরে মুনদের বাসা।যাইহোক আমরা যেতে যেতে তিনটা পার হয়ে গেল। আমরা যখন ওদের বাসায় পৌছালাম তখন অনেক লোকের খাওয়া দাওয়া শেষ। তেমন কোন ভির ছিল না। তাই আমরা সোজা গেটের ভিতর দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম।
আমরা সোজা ঘরের ভিতরে বউয়ের কাছে চলে গেলাম। আসলে অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়া শেষ হলে বউ না দেখে চলে আসা হয়। তাই আগে বউ দেখে নিলাম।আসলে বউ যেখানে থাকে সেখানে একটু ভীর বেশি থাকে সব সময়। তবে অতিরিক্ত গরম তাই বউয়ের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম । এদিকে খাবার জন্য সবাই ঢাকছে সবাই বলছে আগে আপনারা খাওয়া দাওয়া শেষ করুন।
আসলে কোন অনুষ্ঠানে গেলে আগে খাওয়া দাওয়া শেষ করে গল্প করা ভালো। তারপর আমরা সবাই খাবার টেবিলে চলে গেলাম। আমরা সবাই মিলে এক টেবিলে খেতে বসলাম। আসলে সব খাবারের তো আর ফটোগ্রাফি করা সম্ভব নয়। যাইহোক অনেক খাবার ছিল যেমন পোলাও, রোস্ট, ঘন ডাইল, দুই ধরনের মাংস, সালাদ ও দই। তবে বাচ্চাদের রোস্ট হলে আর তেমন কিছুই লাগে না। তারপর সবাই ভালো মতো খাওয়া দাওয়া শেষ করলাম।
খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম বউ এর বাসর ঘর দেখার জন্য। তারপর বাচ্চাদের নিয়ে বেশ কিছু সময় বাসর ঘরে বসে রইলাম।
আশপাশ দিয়ে বেশ কিছু সময় ঘোরাঘুরি করলাম। তবে বিয়ে বাড়িতে সুন্দর ফুল বাগান রয়েছে। আমরা সবাই মিলে ফুল বাগানে ঘুরতে গিয়েছিলাম। ফুল বাগান নিয়ে অন্য একদিন পোস্ট লিখবো। তবে মুনদের বাড়ির পাশেই রাস্তা। বাচ্চারা রাস্তা দিয়ে কিছু ক্ষণ ঘোরাঘুরি করতে লাগলো।কারণ আমাদের অটো আসতে দেরি হয়েছিল।এখানে সবাই মিলে দাঁড়িয়ে ছিলাম।
তারপর আবার বউকে দেখে সবাইকে বলে চলে আসলাম। আসলে বেশ ভালোই সময় কাটিয়েছি। তবে গরমটা একটু কম হলে হয়তো আরো কিছু সময় থাকা যেত।যাইহোক তারপরেও অনেক সময় পার করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
ঠিক বলেছেন আপু খাওয়ার দাওয়ার আগে বউ না দেখলে অনেক সময় বউ দেখার সুযোগ আর হয় না। আপু আপনি পরিবারের সবার সাথে বিয়ে খেতে গিয়েছেন দেখে ভালো লাগলো। নতুন বউকে দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে।
জি আপু নতুন বউকে সব সময় সুন্দর করে সাজানো হয় দেখে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।
আসলে কোথাও বিয়ের অনুষ্ঠানে গেলে কিছুটা ঝামেলায় পড়তে হয় তবে আবার আনন্দ উপভোগ করা হয়। আপনারা বিয়ের অনুষ্ঠানে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ছবি তুলেছেন খুবই ভালো লাগলো দেখে।বউ খুবই চমৎকার। খাওয়া দাওয়ার আয়োজন খুব ভালোই ছিল মনে হয়।
আসলে আপু বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া সব সময় ভালোই থাকে, ধন্যবাদ আপু।
বাহ্ নতুন বউকে দেখতে মিষ্টি লাগছে অনেক।পরিবারের সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে গিয়ে বেশ মজা করেছেন।খাওয়া দাওয়ার আগে বউ দেখে নেওয়া ভালো, পরে অনেক সময় সুযোগ থাকেনা।ঠিক বলেছেন একদম আপনি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য
আপু আপনি হঠাৎ বিয়ের অনুষ্ঠানে গিয়ে সময়টাকে অনেক সুন্দর ভাবে উপভোগ করেছেন। বিয়ের অনুষ্ঠান আমার কাছে ভীষণ ভালো লাগে। বিয়েতে অনেক ইনজয় করা যায়। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপু।
ঈদ আসলেই যেন চারিদিকে বিয়ের ধুম পড়ে যায়। হঠাৎ করে বিয়ে অনুষ্ঠানে গিয়েছেন বিষয়টা শুনে অনেক মজা পেলাম। ঠিক বলেছেন গরমের কারণে কোন কাজে যেন ঠিকভাবে করা যাচ্ছে না।
বিয়ের অনুষ্ঠানে যেতে আমার কাছে খুবই ভালো লাগে। খাওয়া-দাওয়ার আগে বউ দেখে নিয়েছেন জেনে ভালো লাগলো ।অনেক সময় দেখা যায় খাওয়া-দাওয়ার পরে বউ দেখাই হয় না।আপনি সবাইকে নিয়ে খুব আনন্দের সময় কাটিয়েছে। আর বউওকে দেখতে খুব সুন্দর লাগছে। বিয়ের অনুষ্ঠানে সুন্দর সময় অতিবাহিত মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ ।
বিয়ে মানে অনেক হাসি আনন্দ খাওয়া দাওয়া সবার সাথে সুন্দর মুহূর্ত অতিবাহিত করা। বিয়েতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বিয়ের অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত খুবই দুর্দান্ত হয়ে থাকে। এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।