শুটকি মাছ কেনার অভিজ্ঞতা ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ
শুটকি মাছ কেনার অভিজ্ঞতা
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো শুটকি মাছ কিনার অভিজ্ঞতা। আসলে আজ দুদিন ধরে অনেক খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি। এক দিকে নেটওয়ার্ক এর সমস্যা আর অন্য দিকে আমার মোবাইলে সমস্যা। দুটি মিলে মহা বিপদের মধ্যে আছি।আজ মনটা একটু ও ভালো ছিল না,তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর সবচেয়ে বড় কথা হলো, আমার বাংলা ব্লগ আমার কাছে একটা পরিবারের মতো। এখানে না আসলে আর ভালো লাগে না। যাইহোক আজ ও আবার নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। সত্যি জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে তবে শুটকি মাছ কিনার মতো এমন খারাপ অভিজ্ঞতা কখনোই হয় নি।
শুটকি আমরা হয়তো সবাই কমবেশি পছন্দ করি। তবে আমাদের পরিবারের সবাই তেমন একটা পছন্দ করে না।তবে কয়েক দিন আগে আমার ননদ এনেছিল ঢাকা থেকে। আসার সময় অনেক গুলো লইট্রা শুটকি এনেছিল। সেই শুটকি গুলো আপা ভর্তা করে দেখিয়েছিল। সত্যি বলতে এতো মজা হয়েছিল যে মনে হচ্ছিল যে আরো বেশি করে ভর্তা করলে অনেক ভালো হতো।কি আর করা আরো কিছু শুটকি ছিল তাই পরে আবার ভর্তা করে খেয়েছি। তারপর আবার খেতে মন চাইছিল।তাই গিয়েছিলাম কিছু শুটকি কিনার জন্য। আসলে জীবনে কখনো শুটকি কিনা হয় না।তাই আজ শুটকি কিনতে গিয়ে নতুন একটা অভিজ্ঞতা হলো।
প্রথমে আমি শুটকির দোকানে গিয়েছিলাম কিছু শুটকি কিনার জন্য। আসলে শুটকির দাম সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না। কখনো কিনিনি তাই হয়তো দাম সম্পর্কে জানা নেই।তবে তেমন কোন শুটকি ছিল না বলেই চলে। বেশি ছিল শুধু চিংড়ির শুটকি।তবে হরেক রকমের চিংড়ির শুটকি ছিল। যদিও চিংড়ির শুটকি কেমন হয় আমার জানা নেই। তবে ছোট চিংড়ির ভর্তা খেয়েছিলাম অনেক মজা।তাই কিছু ছোট চিংড়ির শুটকি এনেছি।
তারপর আমি চলে আসলাম অন্য দোকানে লইট্রা শুটকি কেনার জন্য । আসলে সব দোকানে প্রায় একই অবস্থা।দাম হলেও তো কেনার জন্য এসেছি কিছু কিনতে হবে। তবে তেমন ভালো শুটকি নেই বলেই চলে। যেহেতু লইট্রা শুটকি কেনার জন্য গিয়েছিলাম।লইট্রা শুটকি ও তেমন ভালো ছিল না । পড়ে গেলাম মহা বিপদে। যেহেতু শুধু শুটকি কিনার জন্য এসেছি তারপর যদি শুটকি কিনতে না পারি, তাহলে কেমন হয়। অবশেষে পছন্দ তেমন না হলে ও কিছু লইট্রা শুটকি, কিছু চিংড়ি শুটকি ও কিছু নাম না জানা ছোট মাছের শুটকি কিনে এনেছি। অনেক কিছু কেনাকাটা করেছি তবে শুটকি কিনার মতো তেমন হয়নি কখনো। আসলে যেমন দাম তারপর শুটকি পছন্দ হয় না।সবচেয়ে বড় কথা আমাদের ফরিদ পুর তেমন শুটকি পাওয়া যায় না । যাইহোক সব মিলে কিছু শুটকি কিনেছি এটাই অনেক। এখন দেখি খেতে কেমন লাগে। শুটকি কিনার মতো এমন খারাপ অবস্থা কখনো কোনদিন হয়নি। আমার আজকের পোস্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | লিংক |
আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন সময় অন্য পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য ।
আহারে কি কষ্ট! ভাল শুটকী না পাওয়ায় দেখি আপনি শুটকীই কিনতে পারলেন না। শুটকী আমার খুবই প্রিয়। আমি তো মাঝে মাঝে শুটকী ভর্তা খেতে চাই কিন্তু যেহেতু আমার পাটা নেই তাই মন চাইলেও খেতে পারিনা। তবে ঢাকায় কিন্তু বেশ ভাল শুটকী পাওয়া যায় আপু।
আপু শুটকি খাওয়ার জন্য একটা পাটা কিনবেন আশাকরি, তাহলে মজার মজার শুটকি খাওয়া যাবে। ধন্যবাদ আপু।
শুঁটকি খেতে অনেক পছন্দ করি আমি এবং আমার মেয়েরা তাই বাসায় সবসময়ই শুঁটকি থাকে। আপু আমাদের এখানেও তেমন ভালো শুটকি কিনতে পাওয়া যায় না গোটা বাজার জুরে মাত্র একটা দোকান তাই ভালো মন্দ বিচার করার কোন অপশন নেই যেমন থাকে তেমনটাই কিনতে হয়। মাঝে মাঝে পছন্দ না হলেও কিনতেই হয়।আপু আপনার ননদকেই বলবেন ঢাকা থেকে বেশি করে কিনে দিতে তাহলে দেখবেন বেশ ভালো শুঁটকি পাবেন।খারাপ অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
জি আপু মাঝে মাঝে পছন্দ না হলেও কিনতে হয়, তবে আমার ননদ আসে এক বছর পর পর। যাইহোক আপু আবার আসলে নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে।
শুঁটকি আমারও বেশ পছন্দের। লইট্টা শুটকি ভুনা অথবা ভর্তা করলে খেতে বেশ ভালো লাগে।আসলে শুঁটকি দাম মাছের তুলনায় অনেক বেশি।তবে ঢাকাতে ভালো ভালে শুঁটকি পাওয়া যায়,আমি আমার মা মিলে প্রায় কিনতে যাই।আপনি ভালো শুঁটকি পেলেন না বলে কিনতে পারেননি, জেনে খারাপ লাগলো।
জি আপু ঢাকাতে গেলে কিছু কিনে আনবো আর লইট্রা শুটকি ভর্তা অনেক প্রিয়। ধন্যবাদ আপু।
আমার বাসায় কেউ পছন্দ না করলেও আমি খুব শুটকি মাছ পছন্দ করি। আম্মু সব সময় নিয়ে আসে শেষ হওয়ার আগেই।আসলে ঢাকায় সবকিছুই পাওয়া যায়। আপনার শুটকি কেনার অভিজ্ঞতা খুব খারাপ লাগলো। আপনি ননদ কে বলবেন কিনে দিবে বেশি করে। ধন্যবাদ আপু শেয়ার করে জানানোর জন্য।
জি আপু ননদ আসে অনেক দিন পর, তাই কিছু কিনে এনেছি। ধন্যবাদ আপনাকে।