নতুন বছরে সবজি কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

নতুন বছরে সবজি কেনার অনুভূতি

1000021250.jpg

বরাবরের মত আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। অনেকদিন হলো সবজি কিনতে যাওয়া হয় না। আসলে সবজির যে হারে দাম তাতে সবজি খাওয়া মুশকিল। বেশি দাম দেখে আমি অনেকদিন হলো সবজি কিনতে যায়নি। তবে আরো দুই একদিন আগে গিয়েছিলাম সবজি কেনার জন্য। আর শীতে সবজি খেতে অনেক ভালো লাগে তবে আমার পরিবারে তেমন কেউ সবজি খেতে চায় না।আসলে আমরা দুজন আর বাচ্চারা দুজন, বাচ্চারা শুধু মাংস খাবে।আপনাদের ভাই ও তেমন সবজি খায় না, আসলে খায় না বলতে বেশি খেতে চায় না।কিন্তু আমার আবার সবজি ছাড়া একদিন ও চলে না।তাই দুদিন আগে বাজারে গিয়ে সবজি কিনে এনেছি। সত্যি সবজি গুলো অনেক ভালো ছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000021250.jpg

1000021249.jpg

1000021251.jpg

প্রথমে আমি বেগুন দেখে সেখানে গিয়েছিলাম। আসলে বেগুন অনেক ভাবে খাওয়া যায়। বিশেষ করে এই বেগুন গুলো ভেজে খেতে অনেক ভালো লাগে। যাইহোক এবার সবজি কিনতে গিয়ে অনেক ভালো লেগেছিল। আসলে সবজি গুলো আগের থেকে অনেক দাম কমেছে। আর সবজি গুলো অনেক তাজা। আর তাজা সবজি খেতে অনেক মজা।তারপর অনেক শাক আর শাক আমাদের প্রতি নিয়ত খাওয়া দরকার। আসলে আমাদের খাদ্য তালিকায় শাক অবশ্যই রাখা উচিত। শাকে রয়েছে অনেক পুষ্টি। তাই কিছু শাক কিনে এনেছিলাম।

1000021256.jpg

1000021262.jpg

তারপর গিয়েছিলাম ফুলকপি, বাঁধাকপি কেনার জন্য। আসলে এই ফুলকপি ও বাঁধাকপির দাম এতোটা কমেছে বলার মতো নয়।তবে শীতের সময় এই কপিগুলো খেতে অনেক ভালো লাগে। তারপর কিছু টমেটো শিম, শশা ইত্যাদি সবজি কিনলাম। আসলে এবার সবজি কিনতে অনেক ভালো লাগলো। এতোটা সবজির দাম কমেছে বলার মতো নয়। আসলে দীর্ঘ দিন সবজির অনেক দাম ছিল আর সেই তুলনায় এখন দাম অনেক কম।তারপর দাম যাইহোক ভালো সবজি হলে সত্যি অনেক ভালো লাগে।

1000021264.jpg

1000021246.jpg

1000021259.jpg

তারপর গিয়েছিলাম পিঁয়াজ কেনার জন্য তবে পিঁয়াজ কেনা হয়নি। আসলে আমার গতবারের পিঁয়াজ গুলো রয়েছে।তবে কিছু আদা ও রসুন কিনে এনেছি। আসলে রসুনের দাম না কমলেও আদার দাম অনেক কমেছে। তাই বেশি করে আদা কিনে এনেছি। তারপর আনুষঙ্গিক অনেক কিছুই কিনেছি। আসলে সবজি গুলো দেখে অনেক ভালো লেগেছিল যেমন দাম কম তেমনি তাজা খেতে নিশ্চয় অনেক মজা হবে।তারপর দেখলাম কিছু খেজুরের গুড় আসলে বর্তমান অরজিনাল খেজুরের গুড় পাওয়া যায় না পেলেও অনেক সময় লাগে। তারজন্য কিছু খেজুরের গুড় কিনে এনেছি। বেশ ভালো কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

1000021375.jpg

1000021374.jpg

1000021373.jpg

 3 days ago 

শাকসবজির দাম এতটাই কমেছে যে তা বলার মত নয়। আবার কিছুদিন আগেই এতটাই পরিমাণ দাম বেড়ে গিয়েছিল যে ধারণার বাইরে ছিল। যে ফুলকপি ৫০ টাকা কেজি কিনে খেয়েছি সেই ফুলকপি এখন মাত্র দশ টাকা পিস। যাই হোক আপনার বাজার করার অনুভূতি খুবই ভালো লেগেছে। সেই সাথে সবজির ফটোগ্রাফি গুলিও সুন্দর করে শেয়ার করেছেন। আপনার বাজার করার মুহূর্তটাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

জি ভাইয়া সবজির দাম অনেকটা কমেছে, ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আগের তুলনায় বর্তমান সবজির দাম কিছুটা কমিয়ে গিয়েছে।আমি আশা করছি সবজির দাম আরো অনেক বেশি কমে আসবে। তাহলে আমরা সকলেই সবজি কিনতে পারবো। আপনি আপনার পরিবারের জন্য বেশ কিছু সবজি কিনেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে শীতকালীন সবজি খেতে একটু বেশি ভালো লাগে।

 2 days ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

আমাদের বাসায় অবশ্য সবজি বেশি খাওয়া হয়। শীতকালীন বিভিন্ন রকমের সবজি ভালোই লাগে খেতে। তবে আপনাদের বাসার সবার দেখছি মাংস পছন্দ। যাই হোক আপনি নতুন বছরের সবজি কিনার অনুভূতি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অনেক কিছুই কেনাকাটা করেছেন দেখছি। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

জি আপু বেশির ভাগ সময় মাংস খায়,কিন্তু আমি সবজি ছাড়া চলতে পারিনা ধন্যবাদ আপু।

 2 days ago 

আপু এখন বাজারের সবজির দাম আগের থেকে কম। আপনি দেখতেছি বিভিন্ন ধরনের সবজি এবং রসুন ও আধা কিনেছেন। তবে বাজারে রসুনের দাম এখনো বেশি। আধার দামও অনেক কমেছে। আর বাজার করতে গেলে ভালই অভিজ্ঞতা হয়। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 yesterday 

ঠিক বলেছেন ভাই বাজার করতে গেলে অনেক ভালো অভিজ্ঞতা হয় ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92103.41
ETH 3213.49
USDT 1.00
SBD 8.75