গাভী পালন প্রশিক্ষণে কিছু সময়

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

গাভী পালন প্রশিক্ষণে কিছু সময়

20230406_124400_HDR.jpg

বরাবরের মতো আজ আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো গাভী পালন প্রশিক্ষণে কিছুসময়। আসলে আমি একটা সমিতিতে ভর্তি আছি কয়েক বছর ধরে ।সমিতিতে মাঝে মাঝে লোক জনকে ট্রেনিং করায়,তবে আমি কখনও যায়নি।তবে সমিতির অন্য সদস্যদের বলেছিলাম আবার ট্রেনিং হলে যাব।তাই গতকাল একজন ফোন দিয়ে বলেছে আজ ট্রেনি, তাই গিয়েছিলাম।আসলে এক জায়গায় গেলে সত্যি কিছু না কিছু শিক্ষা যায়।আর উনারা যেহেতু পশু সম্পর্কে অনেক কিছু শিক্ষিয়েছে। আমার আবার ট্রেনিং শেষে পুরো জায়গা ধরে একটু ঘুরছিলাম। জায়গাটা অনেক সুন্দর। যাইহোক ঘুরাঘুরি নিয়ে অন্য একদিন পোস্ট লিখবো। তাহলে শুরু করি আমার আজকের পোস্ট।

20230406_133915.jpg

20230406_112833.jpg

20230406_093959_HDR.jpg

আমাদের সমিতি থেকে লোক গিয়েছিলাম ছয়জন।আমরা সবাই একই জায়গার,তবে আর পাঁচজন আরো কয়েকবার গিয়েছিল কিন্তু আমি এই প্রথম। যাইহোক আমাদের যেতে বলেছিল আটায়, কারণ নয়টার সময় থেকে ট্রেনিং শুরু একটা পর্যন্ত। আর আমরা বাসা থেকে সাড়ে আটটার বের হলাম। আমাদের যেতে আধাঘন্টা সময় লেগেছে। আমরা সবাই ঠিক নয়টার মধ্যে পোঁছে গেলাম।আমরা যেয়েই দেখি দুজন স্যার অনরেডি উপস্থিত আছে।তারা সবাইকে বসতে দিল।

20230406_112911_HDR.jpg

20230406_093426_HDR.jpg

20230406_093329_HDR.jpg

আমরা যেয়ে দেখি অনেক লোক জন বসে আছে, তবে সামনের বেঞ্চ গুলো ফাঁকা রয়েছে আমরা ও গিয়ে পিঁছে বসলাম। কিছু সময় পরে আমি বললাম সামনে লোক নেই কোনো?অন্যরা বললো আসলে সামনে আমরা বসিনি, তারপর আমরা গিয়ে সামনে বসলাম। আসলে এখানে বেশির ভাগ মহিলারা অল্প শিক্ষিত, আবার অনেকের শিক্ষায় নেই। দুজন স্যারের মধ্যে একজন স্যার জরুরি কাজে অন্য জায়গায় চলে গেল।এখন প্রায় পঞ্চাশ জন লোকের আইডি নম্বর, ফোন নম্বর, গ্রাম, ওয়ার্ড,ইউনিয়ন, সমিতির নাম, নিজের নাম, স্বামীর নাম ইত্যাদি লিখতে হবে দুই জায়গায় । তবে স্যার এতো গুলো পূরণ করে ক্লাস নেবে কখন। তাই বারবার অন্য আরো স্যারদের খুঁজছে, তখন বললো আপনাদের মধ্যে কেউ কি আছেন পড়াশোনা করতে পারেন। তখন আমার জা বলল ওকে দিন সব পারবে, কি আর করা। তারপর স্যারের সাথে সাথে সাহায্য করে দিলাম। কিছুক্ষণ করার পরে স্যার ট্রেনিং শুরু করে দিল আর আমাকে ফরম পূরণ করতে বলল।আমি ও ট্রেনিং নাম মাত্র শোনলাম কিন্তু সবার ফরম পূরণ করলাম।

20230406_112809_HDR.jpg

20230406_095541.jpg

20230406_093601_HDR.jpg

ট্রেনিং শুরু করার পূর্বে আমাদের সবারই একটা করে খাতা, কলম ও গবাদিপশুর বই দিল।আর স্যার বললো আপনারা সবাই মনযোগ দিয়ে শোনবেন।আর যেটা না বুঝবেন আমাকে জিজ্ঞেস করে খাতায় লিখবেন। সত্যি বলতে মহিলা অনেকেই বোঝে না, তাই আবার আমাকে উনাদের লিখে দিতে হলো।যাইহোক আমার কিন্তু স্যারের সাথে লিখতে বেশ ভালোই লেগেছে। তারপর উনারা সবাইকে নাস্তার জন্য ৪০০ টাকা দিল। আসলে প্রতিবার নাস্তা করাই কিন্তু এবার রোজার জন্য টাকা দিয়েছে। যাইহোক ট্রেনিং বেশ ভালোই লেগেছে। আশাকরি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসন লিংক

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
Loading...
 2 years ago 

গাভী পালন এখনকার সময় খুব ভাল একটি ব্যবসা। অনেক মানুষই এই ব্যবসার সাথে জড়িত হচ্ছে এবং অনেকেই ভাল লাভবান হচ্ছে। আপনারা দেরিতে গেলেও নিশ্চয়ই খুব ভালোভাবে জেনে এসেছেন । ছবিগুলো দেখে মনে হচ্ছে সবাই খুব আগ্রহ নিয়ে শুনছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া গাভী পালন ঠিক মতো করতে পারেন আসলে অনেক ভালো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি এমন একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। কারণ আমি মনে করি এসমস্ত মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত স্বামীর পাশাপাশি নিজেদের পরিবার উন্নয়নের জন্য নিজেকেও বিশেষ ভূমিকা রাখা প্রয়োজন। আর এ সমস্ত প্রশিক্ষণ গুলো অবশ্যই প্রয়োজন যেখানে এ জাতীয় প্রশিক্ষণগুলো রয়েছে সেই এলাকার সত্যি দিন দিন উন্নতির দিকে যাত্রা শুরু করেছে। আশা করি প্রশিক্ষণ গ্রহণ করার পর থেকে খুব ভালো কিছু করতে পারবেন।

 2 years ago 

দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95840.97
ETH 2689.81
SBD 0.68