একটা ইউনিক ফলের ইউনিক রেসিপি। ধুন্দল ইউনিক কারণ এই একই রকম ধুন্দল আছে যা তেতো। আমি অনেক বাজারে ধুন্দল বিক্রি হতে দেখেছি। কদিন আগে শিয়ালদহ বাজারেও দেখলাম। তবে আমার বাড়িতে কখনো এটা রান্না করা হয়নি। তাই এর স্বাদও জানি না। আশা করি ভালোই হবে। ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
এ সব্জিটি খেতে বেশ মজা। চিংড়ি দিয়ে এবং চিংড়ি ছাড়াও এ সব্জিটি রান্না করলে খেতে বেশ মজা লাগে । আর ভাপা ধুন্দলও খেতে দারুন লাগে। একদিন ট্রাই করে দেখতে পারেন।