দারুণ লাগলো তোমার কলেজ জীবনের কথা পড়ে। তুমি সত্যিই দুষ্টু ছিলে। তবে ঐ বয়সে এমন দুষ্টুমি কম বেশি সবাই করে। আমিও কলেজ জীবনে এমন করেছি। আমার কলেজের পরীক্ষা দিতে গিয়েও এমন অভিজ্ঞতা হয়েছে। পরীক্ষা দিতে গিয়ে লেখার ফাঁকে সুযোগ বুঝে তাকিয়ে থাকতাম কলেজের এক সুন্দরী ম্যাডামের দিকে। উনি প্রায় দিনই পরীক্ষায় গার্ড দিতে আসতেন।
হিহিহি,, আসলে আমাদের সবার জীবনেই এমন কিছু না কিছু ঘটনা আছেই । অনেকেই লজ্জায় লিখি না বা বলি না। ভালো লাগলো দাদা আপনার মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন।