NFT (Non Fungible Token ) কি ? NFT কিভাবে কাজ করে ?(পর্ব-প্রথম)

আশাকরি Steemit এর “ আমার বাংলা ব্লগ” কমিউনিটিতে যারা আছেন ,সবাই ভাল আছেন। আমি ক্রিপ্টো-কারেন্সি নিয়ে লেখালেখি করতে চাই। আমাকে আপনাদের সাথে থাকার সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।

NFT বিষয়টি হয়ত অনেকেই বুঝেন, যারা না বুঝেন তাদের জন্য আজকের এই পোস্টটি। বর্তমান বিশ্বে ব্যাপক সারা জাগিয়েছে NFT.

NFT- (পর্ব-1)

Fungible

প্রথমেই Fungible বিষয়টি ভালভাবে বুঝতে হবে তাহলেই Non Fungible বিষয়টি বুঝা সহজ হবে। ইংরেজি ভাষায় Fungible শব্দের অর্থ হল একটি বস্তূ বা ধারনা, যাকে তার সমকক্ষ এক বা একাধিক বস্তূ বা ধারনা দিয়ে সম্পূর্ণ প্রতিস্থাপন বা বদলানো যায়। মনে করেন, আপনার কাছে এক বিটকয়েন আছে যার মূল্য ছত্রিশ হাজার ডলার এবং আপনার ভাইয়ের কাছে একটি বিটকয়েন আছে, তাহলে আপনার ভাইয়ের কাছে থাকা বিট কয়েনের মূল্য এবং আপনার কাছে থাকা বিট কয়েনের মূল্য কি আলাদা হবে ? নিশ্চয়ই আলাদা হবেনা। অর্থাৎ আপনারা দু’জনের কাছে থাকা বিট কয়েনের মূল্য একই হবে। আপনি চাইলেই আপনার ভাইয়ের সোথে আপনি আপনার বিটকয়েনটি একচেঞ্জ বা বদলাতে পারবেন,তাতে মূল্যের কোন তফাৎ থাকবেনা। ধরুন,আপনার কাছে 2010 সালের একটি পাঁচশত টাকার নোট এবং আপনার ভাইয়ের কাছে 2020 সালের একটি পাঁচশত টাকার নোট আছে । এখন, আপনার পাঁচশত টাকার নোট এবং আপনার ভাইয়ের পাঁচশত টাকার নোটের মূল্যের দিক দিয়ে কোন পার্থক্য আছে কি ? নিশ্চয়ই না। কারণ, আপনি আপনার নোট দিয়ে যেসব জিনিসপত্র কিনতে পারবেন, আপনার ভাইয়ের নোট দিয়েও একই জিনিসপত্র কেনা যাবে। এই বিষয়টিকেই Fungible বলা হয়।

Non Fungible

NFT Token এমন একটি টোকেন যা দিয়ে প্রতিটি টোকেনের ইউনিক তথ্য জমা রাখা যায় টোকেনের স্মার্ট

কন্ট্রাক্ট ব্যবহার করে। এজন্যই একটি NFT Token থেকে অন্য একটি NFT Token সম্পূর্ণ আলাদা। একেই বলে Non Fungible Token । মনে করেন, আপনার কাছে একটি NFT Token রয়েছে এবং আপনার ভাইয়ের কাছে একটি NFT Token রয়েছে, এখানে প্রশ্ন হলো যে, আপনার কাছে থাকা টোকেন এবং আপনার ভাইয়ের কাছে থাকা টোকেনের মূল্য কি একই ? উত্তর : একদম না। একটি NFT Token থেকে অন্য একটি NFT Token আলাদা। এই আলাদা হওয়াটাই হলো NFT Token এর মূল্য বৈশিষ্ঠ্য।কারণ, আপনার NFT Token এর মূল্য নির্ধারণ করবে আপনি সেই NFT Token এ কি স্টোর করেছনে তার উপর।মনে করেন, আপনি আপনার NFT স্টোরে একটি গেমেরে উইপন ফুল আপডেট করেছেন, অন্যদিকে আপনার ভাই তার NFT Token এ বিল্ডিং স্টোর করেছে। তাহলে বোঝা যায় যে , আপনার এবং আপনার ভাইয়ের NFT Token এর মূল্য কখনোই এক হতে পারেনা। NFT Token এর আর একটি বিশেষ বৈশিষ্ঠ্য হলো যে, এই টোকেনকে ভাঙ্গা যায় না। অর্থাৎ আপনার কাছে যদি একটি বিট কয়েন থাকে, তা থেকে আপনি আপনার প্রয়োজনমত ভেঙ্গে ভেঙ্গে যতটুকু প্রয়োজন খরচ করতে পারবেন কিন্ত NFT Token আপনি ভেঙ্গে ভেঙ্গে বিক্রি করতে পারবেন না।

NFT এর মাধ্যমে কোন ধরনের জালিয়তি সম্ভব নয় কারণ এতে ব্যহৃত ব্লক চেইন টেকনোলজি। যার মাধ্যমে বায়ার এবং সেলার এর মধ্যে সরাসরি লেনদেন হয়, যাতে থার্ড পার্টি কোন ধরনের হস্তক্ষেপ করতে পারেনা।

2017 সালে সর্বপ্রথম দু’জন কম্পিউটার ইঞ্জিনিয়ার তাদের তৈরি একটি ডাটাবেজ প্রোগ্রাম ব্লক চেইনের মাধ্যমে নিলামে তুলেন এবং তা অনেক দামে বিক্রি হয়েছিল। অনেক দামে বিক্রি হওয়ার পেছনে কারন হিসেবে ধরা হয়, তাদের তৈরি প্রোগ্রামটি পৃথিবী আর কারো কাছে ছিলনা। ব্লকচেইনের মাধ্যমে বিক্রি কারায় এর মালিকানা নিশ্চিতভাবে বলা সম্ভব, কারণ ব্লক চেইনের মাধ্যমে এর দ্বিতীয় কোন মালিকানা আর কেউ দাবী করতে পারবেনা। এই ধারনা থেকেই Non Fungible Token বেচা-কেনার ক্ষেত্রে চালু হয় NFT।

2021 সালে টুইটারের CEO জেক ডরসি তার টুইটারের একটি ক্লিপ NFT এর মাধ্যমে নিলামে তুলেন, যা 2.5 মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। জেক ডরসির প্রথম টুিইট যা ইন্টারনেটের জগতে শুধুমাত্র একটিই আছে। একানেরই এর দাম এত বেশি। অন্যদিকে, একজন আর্টিস্ট প্রায় চৌদ্দ বছর যাবৎ প্রতিদিন একটি করে আর্ট করতেন এবং তার জমানো চৌদ্ধ বছরের প্রায় 5110 টি আর্ট একসাথে করে একটি পোর্টফোলিও তৈরি করেন, যা NFT Token হিসেবে বিক্রি হয়েছিল 69 মিলিয়ন ডলারে।

সম্পূর্ণ লেখাটুকু পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Sort:  

আপনাকে আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে প্রথমে পরিচিত মূলক পোস্ট করতে হবে এবং সকল নিয়ম কানুন জেনে নিও পোস্ট করলে ভালো হবে ধন্যবাদ

ভাই, আমি নতুন,আমাকে মাফ করবেন । উপযুক্ত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.21
JST 0.036
BTC 97583.14
ETH 3481.73
USDT 1.00
SBD 3.45