🎨DIY- Project এসো নিজে করি:🦋" হাতের মধ্যে অধোরা প্রজাপ্রতি "🦋 পেন্সিল স্কেচ অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊

in আমার বাংলা ব্লগ3 years ago
বুধবার
১০(নভেম্বর)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। প্রজাপ্রতি আমাদের সবারই খুব পছন্দ! প্রজাপতিরা যখন ডানা মেলে উড়ে বেড়ায়,সেই মুহূর্তটা দেখতে খুবই সুন্দর লাগে। ঠিক তেমনি, উড়ে যাওয়া প্রজাপ্রতি যখন ধরার চেষ্টা করা হয়, সেই সময় খুব ভালো লাগে। এইরকম উড়ন্ত প্রজাপতি, হাতের মুঠোই ধরার চেষ্টা আমরা অনেকেই করে থাকি।তবে আমি আজো ধরতেই পারিনি।বার বার হাতের সংস্পর্শে এলেও ছুয়ে দেখা হয়নি আজো।সেজন্য আজকে আমি ছুতে না পারার আক্ষেপ নিয়ে মনের ভিতরে যে, অনুভূতি সেইটাই হাতের মুঠোই " অধোরা প্রজাপ্রতির পেন্সিল" স্কেচ করে প্রকাশ করবো ।তো চলুন শুরু করা যাক।

✏ অংকন এর বিষয়✏

🦋 হাতের মধ্যে অধোরা প্রজাপ্রতি 🦋

IMG_20211016_140111.jpg
20210917_091016-1.png


👌উপকরন👌


IMG_20211016_140427.jpg

  • সাদা কাগজ
  • পেন্সিল 2B, HB,10B
  • স্কেল
  • রাবার
  • পেন্সিল কাটার
    20210917_091016-1.png

👇 ধাপ ১👇

IMG_20211016_133250.jpg

প্রথমে, একটি সাদা কাগজের উপরে HB পেন্সিল দিয়ে, একটি বৃদ্ধাঙ্গুল এবং তার সাথে আরও একটি আঙ্গুল একে নিতে হবে।
20210917_091016-1.png

👇 ধাপ ২👇

IMG_20211016_133446.jpg

এরপরে ধীরে ধীরে HB পেন্সিল দিয়ে,খুবই হালকা ভাবে আরো তিনটি আঙ্গুল একে নিতে হবে।
20210917_091016-1.png

👇 ধাপ ৩👇

IMG_20211016_133659.jpg

এরপর এইচবি পেন্সিল দিয়ে, খুবই হালকা ভাবে হাতের বাহুর অংশ কিছুটা আকিয়ে নিতে হবে।
20210917_091016-1.png

👇 ধাপ ৪👇

IMG_20211016_134206.jpg
20210917_091016-1.png

এরপরে হাতের উপরে এইচবি পেন্সিল দিয়ে একটি প্রজাপতি একে নিতে হবে এবং সেই সাথে প্রজাপতির ডানা মেলে থাকা, উড়ন্ত মুহুর্ত টা আকাতে হবে।

👇 ধাপ ৫👇

IMG_20211016_135508.jpg
এরপরে হাতের আঙ্গুলের নখ গুলো টেনবি পেন্সিল দিয়ে গাঢ়ভাবে, কালো রং করে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৬👇

IMG_20211016_135632.jpg

প্রজাপ্রতির শরীরের অংশটা এবং সেইসাথে সামনের দিকের মুখের দুটি এন্টেনা ১০বি পেন্সিল দিয়ে গাঢ় রঙ করে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৭👇


IMG_20211016_140005.jpg

এরপরে প্রজাপতির ডানার কিনারায়, ১০বি পেন্সিল দিয়ে গোলকার আকৃতিতে ছোট ছোট ফোটা একে দিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৮👇

IMG_20211016_140111.jpg
এরপর ডানার কিনারার অংশটা পেন্সিল সেড করে নিতে হবে।20210917_091016-1.png

👇 ধাপ ৯👇

IMG_20211016_140408.jpg

সবশেষে, প্রজাপতির ডানার মধ্যে ছোট ভাজ ভাজ করে দাগ কেটে নিতে হবে। তাহলে ডানার অংশটি খুবই সুন্দর ভাবে ফুটে উঠবে এছাড়াও হাতের বিভিন্ন অংশে পেন্সিল সেড দিতে হবে, তাহলে ছবিটি ফুটে উঠবে।এইতো আকানো হয়ে যাবে হাতের,মুঠোই অধোরা প্রজাপ্রতি।20210917_091016-1.png

🧐এতোটা সময় নিয়ে আমার আকানো অধোরা প্রজাপ্রতির ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।😌ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! 🥴দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।🙄🤗

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png

20211103_015444-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Sort:  
 3 years ago 

হাতের মধ্যে প্রজাপতির চিত্র অংকনটি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে এটি অঙ্কন করেছেন। দেখে আমার খুবই ভালো লেগেছে। আমার খুবই পছন্দ হয়েছে। আপনাদের জন্য রইল।

 3 years ago 

ধন্যবাদ, ছবিটা আপনার এতো পছন্দ হয়েছে, সে বিষয়টা আমাকে জানানোর জন্য।

 3 years ago 

খুবই চমৎকার হয়েছে আপু আপনার আর্টটি।হাতটি এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে যে সত্যিকারে হাত। এটা কি আপনার হাত নাকি আপু ?দারুন লাগছে হাতটি আমার কাছে। এত সুন্দর এঁকেছেন আপনি বলার অপেক্ষা রাখে না। আমার কাছে অনেক ভাল লেগেছে। খুব সুন্দরভাবে আপনি প্রতিটি ধাপে ধাপে এঁকেছেন। আসলেই আপু আপনার আকার হাত অনেক ভালো। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু, আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে হাত টি আঁকাতে। জ্বী আপু, হাত টি আমার! 😇😌

 3 years ago 

আপনার হাতটি আপু অনেক সুন্দর।মাশাআল্লাহ।,🤗☺😋

 3 years ago 

হা হা হা! আপনার হাত আকালে আরো বেশি সুন্দর হতো! 😊😇

 3 years ago 

আপু অধোরা প্রজাপ্রতির পেন্সিল" স্কেচ জাস্ট অসাধারন হয়েছে । সত্যি কিছু বলার নাই এত সুন্দর আর শুক্ষ অংকন ছিল বাহ। বিশেষ করে হাত এর প্রতি টা স্টেপ সেই ছিল আর প্রজাপ্রতির বিষয়ে কিছু আর বলার নাই। এই ভাবেই এগিয়ে যান ভালো কিছু হবে এই আশাই করছি ।

 3 years ago 

অনেক ধন্যবাদ! আমি যেটায় করি, মনের অনুভূতি মিশিয়ে করার চেষ্টা করি।সেটা যখন কারো মন ছুয়ে যায়, তখন আমার কাজটি সার্থক মনে হয়।

এক কথায় যদি বলতে হয় অসাধারণ। সত‍্যি এ ধরনের আর্ট করতে অনেক সময় লাগে এবং অভিজ্ঞতার ও একটা বিষয় থাকে। আপনার আর্টটি দেখে বুঝাই যাচ্ছে আপনি অনেক অভিজ্ঞ। যাইহোক খুব সুন্দর হয়েছে আপু শুভকামনা রইল।

ওয়াও খুবই দারুণ হয়েছে। প্রজাপতিটাকে এঁকেছেন একেবারে নিখুঁতভাবে। উপস্থাপনা টিও করেছেন খুবই সুন্দর। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হাতের মধ্যে অধোরা প্রজাপ্রতি "🦋 পেন্সিল স্কেচ অংকন করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার অনেক পছন্দ হয়েছে আপু আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার এত প্রশংসা শুনে আমার কাজটি সফল হয়েছে মনে হচ্ছে।

 3 years ago 

আপু আপনার হাতের উপর প্রজাপতির ছবি আর্টটি অসাধারণ হয়েছে। হাত এবং প্রজাপতি দুটোকে মনে হচ্ছে সত্যিকার । ছবিটা হঠাৎ করে দেখলে বুঝতে একটু কষ্ট হবে এটি আর্ট না ছবি। আপনি খুব সুন্দর করে ছবি আঁকেন এর আগেও দেখেছি। শুভকামনা রইল আপনার জন্য। আপনার পরবর্তী ছবির অপেক্ষায় রইলাম।

 3 years ago 

জ্বি,আপু ব্যাপারটা ঠিক তেমন মতই, আমি অনেক নিখুঁতভাবে আকানোর চেষ্টা করেছি, সব শেষে আমার কাছেও খুব ভালো লেগেছে।

 3 years ago 

ওয়াও দিদি, অসাধারণ সুন্দর হয়েছে হাতের মধ্যে অধোরা প্রজাপতি ড্রয়িং টি।দেখে আমার খুবই ভালো লেগেছে।আপনার প্রজাপতি ধরার খুব ইচ্ছে। ইচ্ছে কখনো অপূর্ণ থাকে না ।ইচ্ছে একসময় না একসময় পূর্ণ হবে। যাইহোক দিদি, আপনার তৈরির ড্রয়িং টি অসাধারণ সুন্দর হয়েছে।আপনি দক্ষতার সাথে এই ড্রয়িং টি করেছেন দেখে বোঝা যাচ্ছে। ড্রয়িং এর প্রতিটি ধাপ আপনি বর্ণনাসহ করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি

 3 years ago 

জ্বী দিদি,আমার প্রজাপতি ধরার খুবই ইচ্ছা। এই জন্যে মনের অনুভূতি টাকে প্রকাশ করার জন্য, এরকম একটা পেন্সিল স্কেচ করেছি এবং সবার মধ্যে শেয়ার করেছি। অনেক ধন্যবাদ, এত প্রশংসা করার জন্য।

 3 years ago 

হাতের মধ্যে অধোরা প্রজাপ্রতি অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। খুব নিখুঁতভাবে অঙ্কন করেছেন প্রজাপতিটা। আমার অনেক ভালো লেগেছে

 3 years ago 

ছবিটা যেভাবে আকিয়েছি, ঠিক সে ভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি।☺

 3 years ago 

হাতের মধ্যে যে অধোরা প্রজাপতি অঙ্কন করেছেন তাতে বিশেষ করে প্রজাপতিটি অনেক সুন্দর লাগছে।এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জ্বি আপু, আমি অনেক সুন্দরভাবে ছবিটি আকানোর চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে, খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57531.86
ETH 3051.26
USDT 1.00
SBD 2.29