✂📏DIY- Project এসো নিজে করি:🐧 " কাগজের তৈরি পেঙ্গুইন " 🐧|| ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আজকে আমি ভিন্ন রকম কিছু তৈরি করে করতে চাই। আজকে আমি পেঙ্গুইন বানানোর চেষ্টা করব। পেঙ্গুইন এক ধরনের পাখি, তবে এই পাখি কখনো উড়তে পারে না। এরা আন্টার্টিকা মহাদেশের বরফের উপরে চলাফেরা করে আবার খাদ্য আহরনের জন্য সমুদ্রের ভেসে বেড়ায়। এদের দেহের উপরিভাগ কালো বর্নের এবং নিচেরটা ভাগ টি ফকফকে সাদা বর্ণের হয়ে থাকে। পেঙ্গুইন দেখতে এতোটাই দারুন যে কারোরই নজর কেড়ে নেয় এবং খুবই শান্ত শিষ্ট ধরনের পাখি। আজকে আমি কাগজ দিয়ে পেঙ্গুইন বানানোর চেষ্টা করবো।আশা করি, আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।
🔖প্রোজেক্ট এর বিষয়🔖
🐧কাগজের তৈরি পেঙ্গুইন🐧
- সাদা কাগজ
- কালো কাগজ
- কমলা কাগজ
- কাচি
- আঠা
👇 ধাপ ১👇
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে এরকম সাইজ করে, চারপাশের চারকোনা কাচি দিয়ে কেটে নিতে হবে। এটা মূলত পেঙ্গুইনের দাঁড়িয়ে থাকার স্তম্ভ। এটাকে পরে কাজে লাগানো হবে।
👇 ধাপ ২👇
এবার কালো রঙের কাগজ নিতে হবে এবং কাগজগুলো কে এভাবে সাইজ করে কেটে নিতে হবে। একটিকে কিছুটা বড় ভাবে কাটতে হবে এবং অন্যটিকে ছোট সাইজ করে কেটে নিতে হবে।
👇 ধাপ ৩👇
এবার কালো কাগজটির দুই প্রান্তে আঠা লাগিয়ে নিতে হবে।
👇 ধাপ ৪👇
আঠা লাগানো কাগজের প্রান্তগুলো একসাথে জোড়া লাগিয়ে নিতে হবে। গোলাকার সাইজ করে এভাবে বানিয়ে নিতে হবে। উপরের অংশটা মাথার অংশ, নিচের অংশ টা দেহের অংশ।
👇 ধাপ ৫👇
এবার একটা সাদা কাগজ নিতে হবে এবং কাগজ টির চার কোনা এভাবে কেটে নিতে হবে।
👇 ধাপ ৬👇
এবার সাদা কাগজ টিকে, দেহের গোলাকার কালো রঙের অংশের কাগজ এর সাথে (আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে)। এটাই মূলত দেহের অংশ যেটা ফকফকে সাদা বর্নের।
👇 ধাপ ৭👇
এবারে দুটি চোখ, দুটি পা এবং একটি নাক কাগজ দিয়ে এভাবে সাইজ করে কেটে নিতে হবে।
👇 ধাপ ৮👇
এবার মুখের উপরের অংশে, দুই পাশে দুটি চোখ এবং মাঝখান বরাবর একটি নাক আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।
👇 ধাপ ৯👇
এবার উপরের মুখমন্ডলের অংশ এবং নিচে দেহের ফকফকে সাদা অংশটা, আঠা দিয়ে একত্রে জোড়া লাগিয়ে নিতে হবে।
👇 ধাপ ১০👇
সবশেষে, পেঙ্গুইনের দুটি পা দেহের অংশের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং পেঙ্গুইন টিকে দাঁড়িয়ে থাকার জন্য আগে থেকে কেটে রাখা একটি সাদা স্তম্ভের উপরে পা দুটি কে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। তাহলেই, তৈরি হয়ে যাবে দারুন দেখতে সাদা ফকফকে পেঙ্গুইন।
এতোটা সময় নিয়ে আমার তৈরি করা সাদা ফকফকে পেঙ্গুইন পাখি টি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পেঙ্গুইন টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে।
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
কাগজের তৈরি পেঙ্গুইন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে কেনো সত্যি সত্যি পেঙ্গুইন তাকিয়ে আছে। এরকম করে তৈরি করে ছোটদেরকে দিলে ওরা খেলনা হিসেবে অনেক পছন্দ করবে। অনেক ভালো লাগলো আপনার কাগজের তৈরি পেঙ্গুইন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম'ই তাই এরকম পেঙ্গুইন যে কারোরই খুবই পছন্দ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো তৈরি করতে। আমার কাছে মনে হয়েছে এটা ছোটদের জন্য খুবই আনন্দের হবে।
অনেক সুন্দর হয়েছে আপু আপনার কাগজ দিয়ে বানানো পেঙ্গুইন টি। আমার কাছে দারুন লেগেছে। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে চলুন। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আমাকে এতটা প্রশংসা করার জন্য। আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি।
আপু আপনার রঙিন কাগজ দিয়ে পেঙ্গুইন তৈরিটি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে পেইন্টিং তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে খুব সহজেই এটি তৈরি করা যাবে। অনেক বেশি আকর্ষণীয় লাগছে আপনার পেঙ্গুইন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেঙ্গুইন তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু, আমি চেষ্টা করেছি পেঙ্গুইন টিকে
আকর্ষনীয় ভাবে ফুটিয়ে তুলতে, যেন যে কারোরই নজর কেড়ে নেয়।
কাগজের তৈরি পেঙ্গুইন দেখে মনেই। হচ্ছে না মনে হচ্ছে বাস্তব চিত্র ফুটে উঠেছে। আপনি দারুন ভাবে তৈরি করেছেন আপু। আপনার তৈরি করার মাধ্যম খুবই ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল।
তাই নাকি, আপনার কথা জেনে খুবই ভালো লাগলো। যে নিজের বানানো পেঙ্গুইন টাকে আপনার কাছে বাস্তবের মত লাগছে। খুবই ভালো লাগলো।
কাগজ দিয়ে খুব সুন্দর পেঙ্গুইন পাখি তৈরি করেছি। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ ভাইয়া, আমি চেষ্টা করেছি পেঙ্গুইন পাখিটিকে, আমার সাধ্যমত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে।
ওয়াও অসাধারন একটি পেঙ্গুইন তৈরি করেছেন ।রঙিন কাগজ দিয়ে পেঙ্গুইন তৈরি করা যায় তা জানা ছিল না ।ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপু।
হা হা হা, আপনারা জানেন না বলেই তো, আপনাদের মাঝে এরকম একটা পেঙ্গুইন তৈরি করে দেখালাম।
কাগজ দিয়ে পেঙ্গুইন তৈরি টা অসাধারণ হয়েছে। আমিতো প্রথমে দেখে ভেবেছিলাম যেন সত্যি কারের পেঙ্গুইন চলে এসেছেন। কিন্তু না এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন। খুব সুন্দর দেখাচ্ছে। আর দেখতেও বেশ দারুন লাগছে আমার। অনেক অনেক শুভকামনা রইল সুন্দর কিছু আমাদের উপহার দিতে পারেন
আরে আপু, তাই নাকি! আসলেই খুবই খুশি লাগছে যে নিজের তৈরি পেঙ্গুইন টিকে দেখে, আপনার কাছে সত্তিকারের মতো মনে হয়েছে।
আপু অসাধারণ হয়েছে আপনার কাগজের তৈরি পেঙ্গুইন টি। অনেক বেশি কিউট লাগছে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধাপগুলো। যা দেখে যে কেউ সহজেই জিনিসটি তৈরি করতে পারবে। অনেক ধন্যবাদ এমন একটি জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
জ্বি আপু, আমি এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন এটা দেখে সবাই চাইলেই তৈরি করতে পারবে।
আপনার প্রতিটা কাজের মাঝে এক মিষ্টতা লুকিয়ে আছে দিদি। খুব খুব ভালো লাগে এই ব্যাপারটা। ছোট ছোট এই কাজ গুলো ছোটদের মনে আনন্দের যোগান দেয় অনেক। আমার খুব পছন্দ হয়েছে পেঙ্গুইনটি । পা দুটো বেশি ভালো লেগেছে 🥰🥰🥰। এত এত আদর পাখিটার জন্য।
ধন্যবাদ দিদি আপনাকে, যে আমার কাজগুলোর মধ্যে আপনি এত মিষ্টতা খুঁজে পেয়েছেন। আমি চেষ্টা করি মনের ছোটছোট অনুভূতি মিশিয়ে এরকম নতুন কিছু ফুটিয়ে তুলতে। আপনার মতো আমার কাছেও পা দুটি ভীষন ভালো লেগেছে।
বাহ আপু অনেক সুন্দর বুদ্ধিমত্তা দিয়ে কাগজের তৈরি পেঙ্গুইন তৈরি করেছেন আপনি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলেই বুদ্ধিমত্তা না থাকলে এরকম কাজ করা অসম্ভব'। ধন্যবাদ আমাকে সুন্দর একটা ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ, যে এটা বুদ্ধিমত্তার কাজ এটা বুঝতে পারার জন্য।