অরিগ্যামি—//রঙিন কাগজের তৈরি একটি সিম্পল ওয়ালমেট//
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করব। রঙিন কাগজ দিয়ে এ ধরনের অরিগ্যামি তৈরি করতে খুব ভাল লাগে। কিন্তু এ ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সময় লাগলেও অরিগ্যামিগুলা তৈরি করার পর দেখতে খুব ভালো লাগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি রঙিন কাগজের সিম্পল ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজের এই ওয়ালমেট গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায়। তাহলে চলুন আজকের এই সিম্পল ওয়ালমেটটি আমি কিভাবে তৈরি করলাম সেটি আপনাদের সাথে ধাপে ধাপে উপস্থাপনা করি।
• রঙিন পেপার
• আঠা
• কাঁচি
• কালো পেন
প্রথমে কালো পেপার ছোট ছোট করে কেটে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েকটি স্টিক বানিয়ে নিয়েছি।
স্টিক গুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে একটি ফ্রেম তৈরি করে নিলাম।
টিয়া রঙের কাগজ দিয়ে কয়েকটি ফুল তৈরি করে নিলাম।
ছয়টি বড়, ছয়টি মাঝারি এবং ছয়টি ছোট সাইজের ফুল তৈরি করেছি। সব থেকে ছোট ছয়টি ফুলের মধ্যে কালো রঙ দিয়ে একটু ডিজাইন করে নিব।
এরপর বড়, মাঝারি এবং ছোট পর্যায়ক্রমে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব।
এভাবে মোট ছয়টি ফুল তৈরি করে নিলাম।
এখন আগে থেকে বানিয়ে রাখা স্টিকের ফ্রেমের উপর ফুলগুলো আটকে নিব।
খুব সহজেই তৈরি করে ফেললাম ফুলের ওয়ালমেট। আশাকরি ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে ফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
ওয়ালমেট টি আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ডাই প্রজেক্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। সিম্পল ওয়ালমেট হলে কি হবে আপু দেখতে তো সুন্দর লাগতেছে। ওয়ালমেট ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ভালো লাগলো আপনার পোস্ট দেখে ধন্যবাদ আপনাকে আপু।
আপনার মন্তব্যটি পেয়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে আপনি এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। আপনার তৈরি করা ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলগুলো অনেক সুন্দর ছিল। আপনি অনেক সময় ব্যবহার করে ফুলগুলোকে তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন বেশি হয়। তবুও আপনি সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছেন।
রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য সময় এবং ধৈর্য দুইটাই খুবই প্রয়োজন।
অরিগ্যামি রঙিন কাগজের তৈরি একটি সিম্পল ওয়ালমেট দেখতে অনেক বেশি কালারফুল।আসলেই আপু এইসব ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ।
অনেক ধন্যবাদ আপু।।
রঙ্কিম কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় এবং আজকের সিম্পল একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে ফুলগুলি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমার দেখে তো ভীষণ ভালো লাগলো। প্রতিটা ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজের তৈরি একটি সিম্পল ওয়ালমেট। আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি এই ধরনের ওয়ালমেট তৈরি করে যদি ঘরে টাঙিয়ে রাখা যায় তাহলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গুছিয়ে সাবলীল ভাষায় চমৎকার মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
Twitter share :
https://twitter.com/NilimaO65652/status/1756315932837003416?t=SGu4B--7PuXjEtSVHxRjig&s=19
ওয়ালমেটটি সিম্পল হলেও আপু দেখতে কিন্তু সুন্দর লাগছে। এ কাজগুলো অনেকটা ধৈর্য নিয়ে করতে হয়। আর রঙিন কাগজের তৈরি জিনিসগুলো ভালো লাগে দেখতে। দেয়ালে টাঙিয়ে রাখলে সুন্দর লাগবে ☘️
ধন্যবাদ ☘️☘️
আসলে আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে যতটা সহজ মনে হয় করতে ততটাই কঠিন। আপনার ওয়ালমেটটি অসাধারণ হয়েছে। আসলে আপু এই ওয়ালমেট গুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার জন্য অনেক বেশি সময় প্রয়োজন হয় জন্য সিম্পল জিনিস তৈরি করি বেশি। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।
রঙিন কাগজ দিয়ে সিম্পল ওয়ালমেটটি দেখতে দারুন লাগছে আপু।কাগজের কালারটা চমৎকার লাগলো।আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এ ধরনের ওয়ালমেট দেয়ালে রাখলে দেয়ালের সৌন্দর্য অনেক খানি বৃদ্ধি পায়।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
এ ধরনের রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে।মন্তব্য করার জন্য ধন্যবাদ ।