অন্ধকার থেকে আলোয় ফেরা (পঞ্চম পর্ব)
তবে এত বড় সিদ্ধান্ত নিলেও তারা উপর দিয়ে এমন ভাব করে যেনো তারা সাইফের সিদ্ধান্তে খুশি। সেদিন রাতে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলো। সাইফের পরিকল্পনা ছিল পরদিন সকালে উঠে সে চলে যাবে। তবে কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে সাইফের ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে তার আশেপাশে যারা শুয়েছিল তারা কেউ নেই। পাশের রুম থেকে ফিসফিস করে কিছু কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। সাইফ দরজার কাছে গিয়ে কান পেতে শোনে তার সঙ্গী সাথীরা তাকে হত্যা করার পরিকল্পনা করছে।
তাদের কথা শোনার সাথেই সাইফ অন্য রাস্তা দিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে চলে যায়। সাইফ জানে দীর্ঘদিন অপরাধ জগতের সাথে সম্পৃক্ত থাকার পরে এখন হঠাৎ করে ভালো হতে গেলে। তাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরেও সে চিন্তা করে যতো কষ্টই হোক সে তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবে সৎ পথে থাকার। আর কখনো সে খারাপ পথে পা বাড়াবে না। তাই সেখান থেকে পালিয়ে প্রথমে একটা জায়গায় গিয়ে গা ঢাকা দেয়।(চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।