অন্ধকার থেকে আলোয় ফেরা (পঞ্চম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


সাইফ কয়দিন তার দল থেকে আলাদা থেকে শেষ পর্যন্ত এক সময় সিদ্ধান্ত নেয়। সে আর এই সমস্ত খারাপ কাজ করবে না। সে এখন থেকে ভালো হয়ে যাবে। তাই সে তার দলের কাছে ফিরে সবকিছু তাদেরকে খুলে বলে। কিন্তু সাইফের সাথে যে লোকগুলো ছিলো। তারা সবাই পেশাদার অপরাধী। তারা চিন্তা করে সাইফ যদি তাদের কাছ থেকে দূরে সরে যায়। তাহলে সে পুলিশের কাছে অ্যারেস্ট হলে তাদের কথাও পুলিশ জেনে যাবে। যার ফলে তারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেয় সাইফকে তারা হত্যা করবে।

1000001527.png

তবে এত বড় সিদ্ধান্ত নিলেও তারা উপর দিয়ে এমন ভাব করে যেনো তারা সাইফের সিদ্ধান্তে খুশি। সেদিন রাতে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলো। সাইফের পরিকল্পনা ছিল পরদিন সকালে উঠে সে চলে যাবে। তবে কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে সাইফের ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে তার আশেপাশে যারা শুয়েছিল তারা কেউ নেই। পাশের রুম থেকে ফিসফিস করে কিছু কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। সাইফ দরজার কাছে গিয়ে কান পেতে শোনে তার সঙ্গী সাথীরা তাকে হত্যা করার পরিকল্পনা করছে।

তাদের কথা শোনার সাথেই সাইফ অন্য রাস্তা দিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে চলে যায়। সাইফ জানে দীর্ঘদিন অপরাধ জগতের সাথে সম্পৃক্ত থাকার পরে এখন হঠাৎ করে ভালো হতে গেলে। তাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরেও সে চিন্তা করে যতো কষ্টই হোক সে তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবে সৎ পথে থাকার। আর কখনো সে খারাপ পথে পা বাড়াবে না। তাই সেখান থেকে পালিয়ে প্রথমে একটা জায়গায় গিয়ে গা ঢাকা দেয়।(চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.039
BTC 95762.70
ETH 3609.61
SBD 3.84