ভালোবাসা এক মধুর অনূভুতি

sunset-7126126_1920.jpg

Source

আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভালবাসার অর্থ কি? আপনি হয়তো ভালোবাসার আপনার যেটা মনে হয় সেই হিসেবে আপনি সংজ্ঞা দেবেন। এই বিষয়গুলো একটি এক্সপেরিমেন্টে উঠে এসেছে যদি আমরা একেক জনের কাছে জিজ্ঞাসা করি ভালোবাসা বিষয়টা কি প্রত্যেকের কাছেই আলাদা আলাদা বিষয় পাওয়া গেছে। কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসার অর্থ কি জানেন ভালোবাসার অর্থই হচ্ছে নিজেকে ভালো রাখা।

মনে করুন আপনার ভালবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে। এতে করে আপনার অনেক কান্না পাচ্ছে, আপনার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু সেই মানুষটার জন্য আপনার কষ্ট কিংবা কান্না পাচ্ছে না। বরঞ্চ সেই মানুষটাকে ছাড়া আপনি ভালো থাকবেন না বিধায় আপনি বেশি কষ্ট পাচ্ছেন। এটাই হচ্ছে ভালোবাসার প্রকৃত সংজ্ঞা বলে আমি মনে করি। আমার কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন সেক্ষেত্রেও আমিও ভালোবাসার অন্যান্য আরো অনেক সংজ্ঞা দেব। তবে আমার নিজের অনুধাবন অনুযায়ী আমি এটাই বুঝতে পেরেছি ভালোবাসার অর্থই হচ্ছে নিজেকে ভালো রাখা।

এই ভালোবাসা এমন এক অনুভূতি যেটা পৃথিবীর কোন ভাষা দ্বারা লিখে প্রকাশ করা সম্ভব নয়। ভালোবাসা এমন এক অনুভূতি যেটা আসলে আমরা যদি সঠিকভাবে অনুভব করতে না পারি তাহলে আমরা অনেক কিছুই মিস করে যাই। আবার ভালোবাসা যখন প্রথম প্রথম আমাদের মনে জন্ম নেয় তখন নিজের হার্টবিট বেড়ে যায়, বুকের মধ্যে এক অদৃশ্য ভালোলাগা বা মন্দ লাগা সেই বিষয়গুলো অনেকটা ফিল হয়। যেটা আসলে খুবই চমৎকার একটি বিষয়। যারা আপনারা কাউকে ভালোবেসেছেন, প্রথম প্রথম কাছে এসেছেন তখনকার এই বিষয়গুলো আপনি খুবই ভালো ভাবে অনুধাবন করতে পারবেন।

ভালোবাসা এক মধুর অনুভূতি, যারা নিজের কাছের মানুষকে পেয়েছেন নিজের ভালবাসার মানুষকে আগলে রাখতে পেরেছেন তারাই পৃথিবীর প্রকৃত সুখী ব্যক্তি বলে আমি মনে। করি বেঁচে থাকার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে তবে আপনার মনে শান্তি না থাকলে আপনি কোন কিছুই করে ভালো ফিল করতে পারবেন না। যাই হোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 2 months ago 

ভালোবাসার সংজ্ঞা মানুষের কাছে চাইলে এক একজন একেক রকম ভাবে দিয়ে থাকে। তবে ভালোবাসা বলতে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে মা বাবার ভালোবাসা এবং নিজেকে ভালো রাখা এটাই মূল বিষয়। সঠিক বলেছেন ভালোবাসা প্রকাশ করার বিষয় নয় এটা হচ্ছে এক মধুর অনুভূতি। তাই নিজের মন থেকে অনুভব করতে হয়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93380.34
ETH 1760.79
USDT 1.00
SBD 0.86