অকুতোভয় সৈনিক (তৃতীয় পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


সে জানে তাকে পড়ালেখা করতে দেখলে তার মা আর কিছু বলবে না। তবে রিশাদের পড়ার আওয়াজ শুনে তার মা রিশাদের ঘরে চলে আসে। এসে বলে আর যদি কখনো আমার কাছে মিথ্যা কথা বলেছিস। তাহলে তোকে এমন মার দেবো যে আর কখনো ভুলেও মিথ্যা কথা বলবি না। এই কথা বলে রিশাদের মা সেখান থেকে চলে যায়। রিশাদরা দুই ভাই বোন। তার বোন দেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার বাবা একজন স্কুল টিচার। রিশাদের বাবার অনেক স্বপ্ন রিশাদ বড় হয়ে আর্মিতে চাকরি করবে।

Copy of What kinds of change steemit can bring in our society_20240814_234136_0000.png

এইজন্য সে রিশাদকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতেও আগ্রহ যোগায়। রিশাদ খেলাধুলা করলেও পড়ালেখায় ও বেশ মনোযোগী। যার ফলে তার বাবা তাকে পড়ালেখা নিয়ে খুব একটা বেশি কিছু বলে না। শুধু মাঝে মাঝে তার স্বপ্নের কথা তাকে মনে করিয়ে দেয়। রিশাদ একটা সময় বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাইতো। তবে তার বাবার স্বপ্নটা তার ভেতরেও সংক্রমিত হয়েছে। বিভিন্ন রকমের গল্পের বই পড়ে আর নাটক সিনেমা দেখে তারও আর্মি হওয়ার আগ্রহ জেগেছে। বাবা এখন মাঝে মাঝে তাকে ভালোমতো পড়ালেখা করার জন্য তাগাদা দেয়।

রিশাদ সাথে অবশ্য এটাও জানে এসএসসি এবং এইচএসসি এই দুটো পরীক্ষার রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে পরবর্তীতে জীবনে ভালো কিছু করা অনেক সহজ হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে রিশাদের জীবন এগিয়ে যাচ্ছিলো। রিশাদের বোন যখন ভার্সিটির ছুটিতে বাড়িতে আসে। তখন সেও রিশাদকে ভালোভাবে পড়তে বলে। দেখতে দেখতে রিশাদ এইচএসসি পাশ করে যায়। তারপর সে আর্মির অফিসার পদে পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62613.64
ETH 2438.01
USDT 1.00
SBD 2.67