ভূতের মুখে রাম নাম

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভূতের মুখে রাম নাম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


adolf-hitler-150448_1280.webp



লিংক


এই পৃথিবীতে এমন এমন কিছু মানুষ আমরা দেখতে পাই যাদের উপর দিক থেকে আপনার এক রকম দেখবেন এবং ভেতরের দিক থেকে আরেক রকম দেখতে পাবেন। আসলে এসব মানুষেরা কখনো ভালো মানুষ হতে পারে না। যারা উপরের দিক থেকে এবং ভেতরের দিক থেকে একই রকম হয় তারাই কিন্তু আসলে প্রকৃত মানুষ। আর ভালো মানুষগুলোর কাছে গেলে আপনাকে কখনো বুঝতে বাকি থাকবে না যে সেই লোকটি ভালো না খারাপ। অর্থাৎ আপনি ভাল মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবেন লোকটি ভালো মানুষ। কিন্তু এখন বাইরে গেলে কে ভালো মানুষ এবং কে খারাপ মানুষ আপনি সেটি কখনো বুঝতে পারবেন না। কেননা ভালো মানুষেরা তো সব সময় ভালো কথা বলে তার সাথে খারাপ মানুষেরাও এখন আপনার সাথে এমন ভাবে কথা বলবে যা আপনি প্রথম বুঝতে পারবেন না।


আসলে কিছু কিছু সময় এমন এমন কিছু মানুষ রয়েছে যারা কিন্তু আমাদের চোখে ধরা পড়ে যায় যে তারা খারাপ মানুষ। আসলে সেসব ভালো সেজে থাকা খারাপ মানুষ গুলো এত কিছু খারাপ করার পরেও তারা অনেক সময় ভালো সাজার চেষ্টা করে। অর্থাৎ তারা এমন এমন কথা এবং আচরণ করে যা শুনলে মনে হয় যে ভূতের মুখে রাম নাম হচ্ছে। আসলে এই প্রবাদটি কিন্তু বহু আগে থেকে প্রচলিত। ঠিক এই একই রকম বিষয়ে আমরা সব জায়গায় দেখতে পাই। আসলে আপনারা সমাজে কিছু কিছু শ্রেণির লোক দেখতে পাবেন যারা কিনা স্বভাবতই খুব খারাপ প্রকৃতির লোক। কিন্তু আপনি তাদেরকে কখনো মুখের উপর বলতে পারবেন না যে তারা খারাপ লোক। কেননা সেই লোক গুলো আজ সমাজের উচু স্থানে বসে থাকে এবং বিভিন্ন উঁচু স্তরের মানুষগুলো তাকে না চাইলেও সম্মান করে।


আসলে ক্ষমতা থাকার জন্য এসব খারাপ মানুষ গুলোকে আমাদের সম্মান করে চলতে হয় এবং তাদের কথা মত চলার চেষ্টা করতে হয়। আসলে এইসব মানুষেরা যে সমাজের জন্য কতটা ক্ষতিকারক তা কিন্তু সবাই বুঝতে পারে। কিন্তু বুঝেও কোন কিছু আর করার থাকে না। আসলে আমরা যদি সবাই মিলে প্রতিবাদ করতে পারি এসব খারাপ মানুষের বিরুদ্ধে তাহলে সমাজ থেকে এসব খারাপ মানুষগুলো দূর হয়ে যাবে এবং আমাদের সমাজটা সুশৃঙ্খলভাবে চলতে করতে পারবে। আর এই ভূতের মুখে রাম নাম গুলো সবাই শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। আসলে যারা সবসময় মুখে ভালো কথা বলবে এবং অন্তরে আরেকটা জিনিস থাকে তাহলে এইসব ব্যক্তিদের থেকে আমাদের সবসময় দূরে থাকাই উচিত। কেননা এসব ব্যক্তিরা যেকোনো সময় আমাদের ক্ষতি করতে পারে।


আর এজন্য আমরা সব সময় চেষ্টা করবো যে এই সব খারাপ লোকেদের থেকে দূরে থাকা এবং এসব লোকেদের সঙ্গে না পারলে কোন ধরনের সম্পর্ক রাখা উচিত নয়। কেননা এসব লোকেরা কখনো সম্পর্কের সঠিক মূল্যায়ন করতে পারে না। আর এইসব লোকেরা সব সময় স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে। আর তাদের কোন স্বার্থে যদি একবার আঘাত হানে তাহলে এসব লোকেরা তাদের আসল রূপ দেখাতে কখনো দুইবার চিন্তা করে না। আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের মুখে যা অন্তরে সেই একই জিনিস নিয়ে লোকের সঙ্গে মেলামেশা করা এবং মানুষের উপকার করা। আর আমরা যদি মানুষের উপকার করে মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে কিন্তু লোকজন আমাদের সম্মান করবে। আর আমাদের কথার অবশ্যই মূল্য থাকা দরকার।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 103729.61
ETH 3828.52
SBD 3.34