শীতকালের শীতল পরিবেশ

trees-6899050_1920.jpg

Source

গ্রীষ্মকালে গরম লাগবে এটাই কি স্বাভাবিক নয় এবং শীতকালে ঠান্ডা লাগবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই বিষয়গুলোকে আমরা একটু ভিন্নভাবে দেখি। কিন্তু এর আগের প্রজন্মের যারা ছিল যারা ৯০ দশকে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু ছয়টি ঋতু দেখেছে। বর্তমানে বাংলাদেশসহ এশিয়া মহাদেশে এই ঋতুগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এ ধরনের বিষয়গুলো আমরা অনেকটাই উপলব্ধি করতে পারি না। যে আমাদের এই এক বছরের ছয়টি ঋতু হয়। তবে বর্তমানে আমরা প্রধানত তিনটা ঋতু দেখতে পারি। গ্রীষ্মকাল, শীতকাল এবং বর্ষাকাল। এই তিনটা ঋতুর মধ্যেও গ্রীষ্মকালটা অনেক বেশি লম্বা সময় ধরে চলে কারণ কোন এক সময় আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের কিছু অংশ মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে সেই জলবায়ু পরিবর্তনের কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের দেশের ভৌগোলিক অবস্থাতেও।

বর্তমানে বাংলাদেশে ও এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশে আজ প্রচন্ড শীত পড়েছে এবং এই শীত যে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে এরা আভাস কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে যাচ্ছি। তবে এ সময় আমাদের ব্যক্তিগত কিছু নিরাপত্তার উপরেও গুরুত্ব দিতে হবে এবং সেই সাথে এর ঋতুকে উপভোগ করতে হবে। আপনারা যারা উত্তরবঙ্গে থাকেন কিংবা কুষ্টিয়ার এই দিকে গিয়েছেন সেখানে কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি শীত পড়ে এবং শীতল যে পরিবেশটা কতটা ভয়ানক হতে পারে সেটা সে এলাকায় গেলেই কিন্তু অনেকটা বেশি বুঝতে পারা যায়। এই তো কিছুদিন আগেই উত্তরবঙ্গে নীলফামারী থেকে ঘুরে আসলাম সেখানে ভোরবেলা এতটাই কুয়াশা পড়ে ১০ ফিট সামনে কি আছে সেটাও দেখা যায় না।

আমরা যারা নব্বই শতকে জন্মগ্রহণ করেছি তারা কিন্তু বেশ কিছু বিষয়গুলো উপভোগ করতে পারি। যেমন বর্তমানের প্রজন্মের সেই অনেক কিছু মিস করে যায়। তখন হয়তো প্রযুক্তির খুব একটা বেশি ছোঁয়া ছিল না। তবে প্রযুক্তি এবং এনালগ সবকিছু মিলেই যে প্রজন্ম তৈরি হয়েছে সেটাই হচ্ছে ৯০ দশকের ছেলেমেয়েরা। প্রত্যেকটি ঋতু কিভাবে উদযাপন করতে হয় ৯০ দশকের ছেলেমেয়েরা অনেক ভালোভাবেই জানে। কিন্তু বর্তমানে এই ঋতু পরিবর্তনকে বর্তমানে জেনারেশন অনেকটাই ভোগান্তি বলে মনে করে। যেটা আমার কাছে ব্যক্তিগতভাবেই অনেক ভালো লাগে না।

শীতকালে শীত লাগবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয় কিন্তু এই বিষয়গুলো আমরা মাঝে মাঝে অন্যভাবেই নিয়ে নেই। শীতকালে যাতে ঠান্ডা না লাগে সে বিষয়েও আমাদেরকে সচেতন থাকতে হবে সেই সাথে প্রত্যেকটি ঋতু আমাদেরকে উপভোগ করতে হবে। আপনারা কি মনে করেন সেই বিষয়টা অবশ্যই মন্তব্যে লিখতে পারেন আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 8 hours ago 

হ্যাঁ যখন প্রযুক্তির এতটা অগ্রগতি ছিল না তখন ছয়টি ঋতুর আলাদা ছয়টি সৌন্দর্য খুব কাছ থেকে লক্ষ্য করা যেত। তবে এখন প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ নিজেকে আরও ব্যস্ত করে তুলেছে যেটা প্রকৃতি থেকে নিজেদেরকে আরো সরিয়ে নিচ্ছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96243.49
ETH 2682.83
USDT 1.00
SBD 0.43