সততার পুরষ্কার ( তৃতীয় পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তবে আপনি আমাকে এখন যে নির্দেশ টা দিলেন এটা লিখিত আকারে আমাকে দিন। তাহলে আমি ফাইল চেক না করেই সিগনেচার করে দেবো। রাশেদের কথা শুনে তার বস হতভম্ব হয়ে যায়। এর ভেতরে বসের রুমে বসে থাকা লোকটা কথা বলে ওঠে। সে রাশেদকে বলে আরে ভাই আপনি সাধারণ বিষয়টা এত প্যাচাচ্ছেন কেন? আপনার বস বলেছে সিগনেচার করে দিতে। সেটা করে দিলেই তো ঝামেলা মিটে যায়। আপনি আপনার বসের বিরুদ্ধে গিয়ে কি এখানে চাকরি করতে পারবেন? রাশেদ লোকটার কথার কোনো উত্তর দেয় না। তখন তার বস বলে ঠিক আছে তুমি তোমার কাজে যাও।

1000001426.png

রাশেদ তার টেবিলে গিয়ে বসে চিন্তা করতে থাকে এর ফল কি হতে পারে? এর ভিতর সে সেই অপরিচিত লোকটাকে বসের রুম থেকে বের হয়ে যেতে দেখে। লোকটা তার বসের রুম থেকে বের হয়ে রাশেদের টেবিলের সামনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে রাশেদের দিকে কিছুটা ঝুঁকে বলে সিগনেচার করে দিলে আপনার ভালো লাভ হবে। আর সিগনেচার না করলে আপনি বেশ বড়ো ঝামেলায় পড়বেন। এই কথা বলে লোকটা সেখান থেকে চলে যায়। রাশেদ কিছুটা টেনশনে পড়ে যায়। কারণ অফিসের বসের সাথে তার সম্পর্ক এমনিতেও ভালো না।

কিন্তু তারপরেও কখনো এইভাবে সামনাসামনি কোন ঝামেলা হয়নি। রাশেদ মনে মনে তার বসের উপর খুবই বিরক্ত হয়। রাশেদ চিন্তা করতে থাকে তার বস খুব ভালো মতোই জানে রাশেদ কোনো অবৈধ কাজ করে না, ঘুষ খায় না। তারপরেও কেন তাকে অবৈধ কাজ করতে চাপ দেয় সে। শেষ পর্যন্ত চিন্তাভাবনা বাদ দিয়ে রাশেদ ফাইলটা চেক করতে শুরু করে। ফাইলটা চেক করতে গিয়ে সেখানে সে বেশ কিছু অসঙ্গতি দেখতে পায়। রাশেদ বুঝতে পারে যাতে এই প্রতিষ্ঠানের কোনো দুর্নীতি ধরা না পড়ে সেজন্যই তাকে তাড়াহুড়ো করে সিগনেচার করতে বলা হচ্ছে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Sort:  

সততার পুরস্কার সত্যিই অনেক বড়।যে সততার পুরস্কার পেয়েছে সেই হয়েছে জীবনে ধন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.038
BTC 95687.43
ETH 3622.07
SBD 3.85