সময় কখনো পিছনে ফেরে যায় না

indoor-5235953_1920.jpg

Source

কোন এক মহান ব্যক্তি বলেছিল সময় এবং স্রোত কারো জন্যই থেমে থাকে না। ঠিক তেমনি সময় কিন্তু অতীতে ফেরানো সম্ভব নয়। অর্থাৎ যেই সময় একবার চলে গেছে সেটা কোনভাবেই আর ফিরে আনা সম্ভব নয়। ঠিক তেমনি সময়ের সাথে সাথে যেসব বিষয় বস্তুগুলো আমাদের জীবনে ঘটে যায় এবং নানান ধরনের ঘটনার বিবরণীও কিন্তু সেগুলো পরিবর্তন হয় না, বরঞ্চ সময় সময়ের গতিতেই চলছে।

আজকের টাইটেল দেখে হয়তো আপনারা ভাবতে পারেন এটা কেমন টাইটেল! অনেকেই মনে করতে পারেন এটা সময়কে নিয়ে কথা। আসলে এটা সময় নয় বরঞ্চ পারিপার্শ্বিক যেসব ঘটনা ঘটছে তার প্রেক্ষিতেই করা এই পোস্ট। কারণ যে সময়টা চলে যায় সেই সময়ের সাথে সাথে কিন্তু বেশ কিছু ঘটনা জড়িত থাকে। যে সব ঘটনার কারণেই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারিত হয়। সেসব ঘটনাগুলো যদি আমরা ভুলে যাই সে ক্ষেত্রে কিন্তু আমাদের জন্মস্থান কিংবা আমরা কোথা থেকে উঠে এসেছি সেই বিষয়টাও ভুলে যাব। তাই সবসময় এটি মাথায় রাখতে হবে আমরা কোন জায়গা থেকে উঠে এসেছি এবং আমাদের জন্মস্থান কোথায় এই বিষয়গুলো আমরা অনেকেই ভুলে যাই সফল হওয়ার পরে।

এখন সময়ের সাথে সাথে আমাদের জীবনে কিছু ভালো দিক থাকে এবং খারাপ কিছু ঘটনাও থাকে। একটি বিষয় কি জানেন, যে যেসব খারাপ বিষয়গুলো আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে সেসব বিষয়গুলো খুব একটা বেশি ভাবনা না করাটাই উত্তম। তবে সেই বিষয়গুলো যে আপনি একেবারেই ভুলে যাবেন তা কিন্তু নয় বরং সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাতে করে ভবিষ্যতে আপনি এ ধরনের কোন ভুল না করেন।

সময়ের সাথে সাথে হয়তো আপনি নিজেও অনেক কষ্ট পেয়েছেন এবং যেসব মানুষেরা আপনাকে সেসব কষ্ট দিয়েছে সেসব মানুষও যদি পরবর্তীতে আপনার জীবনে আসতে চায় তাহলে তাহলে সেই ভুল আর দ্বিতীয় বার গ্রহন করবে না। কারণ সময় এবং স্রোত কখনোই ফিরে আসে না। যে সময় আমি এই বিষয়গুলো বুঝি সেই সময় গুলো আর কখনো ফিরে আসবে না। এবং যেই সময় আপনি কষ্ট পেয়েছেন সেই সময়গুলো আর ফিরে আসবে না। তাই সেসব বিষয়গুলো স্কিপ করে নিজের ভবিষ্যৎকে ভালো করার জন্য সব সময় চেষ্টা করতে হবে। আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

একটা প্রবাদ বাক্য আছে, সময়ে এক ফোটা অসময়ের দশ ফোটা। সবাই সবচেয়ে জীবনের মূল্যবান জিনিস । জীবন থেকে চলে যাওয়া এক সেকেন্ড সময়‌ও কেউ ফিরিয়ে আনতে পারবে না।
অত্যন্ত মূল্যবান কথা বলেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️

 6 days ago 

আসলে সময় তার নিজ গতিতে সবসময় চলতে রয়েছে। শুধু পিছিয়ে থাকে অলস মানুষের। তাই সময়ের সাথে তাল মিলিয়ে নিজের সৌভাগ্য বয়ে আনতে অবশ্যই মূল্যায়ন করতে হবে সময়কে। জীবনে এমন স্মৃতি থাকে যেগুলো ধরে রেখে কষ্ট পাওয়া বোকামী। খারাপ সময়টা মনে রাখতে হবে আর সামনের দিকে এগিয়ে চলতে হবে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.039
BTC 104952.25
ETH 3440.59
SBD 5.31