অন্ধকার থেকে আলোয় ফেরা (প্রথম পর্ব)।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


সাইফ চায়ের দোকানে বসে কিছুটা দূরে থাকা একটি বাড়ির দিকে এক মনে তাকিয়ে আছে। গত কয়েকদিন ধরেই সে এই এলাকাতে ঘোরাফেরা করছে। তার চেহারা ভদ্র গোছের হওয়ার কারণে তাকে কেউ সন্দেহও করছে না। সাইফ আসলে একটা ডাকাত দলের সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে ডাকাতি করে। তবে তারা ডাকাতি করার জন্য যে কোন বাড়িতে সরাসরি ঢুকে পড়ে না। প্রথমে তারা কয়েকদিন ধরে কোনো একটা বাড়ির উপরে নজর রাখতে শুরু করে। বিশেষ করে সেই সমস্ত বাড়িতে নজর রাখে যে সকল বাড়িতে পুরুষ মানুষের সংখ্যা কম।

1000001527.png

কয়েকদিন ধরে রেকি করা শেষ হলে তারপর তারা সময় সুযোগ বুঝে ডাকাতি করে। আর এই ডাকাত দলের নেতা সাইফ নিজেই। যেই বাড়িটার উপর সাইফ কয়েকদিন ধরে নজর লাগছে। সেই বাড়িটিতে শুধু দুজন বৃদ্ধ পুরুষ মহিলা থাকে। তাদের সাথে থাকে একটা কাজের মেয়ে। এই ধরনের বাড়িতে ডাকাতি করে খুব সুবিধা। কোনো ঝামেলা হওয়ার চান্স নেই। খুব সহজেই ডাকাতি করে সটকে পড়া যাবে। সাইফ মনে মনে পরিকল্পনা করে রেখেছে আজকে রাতেই তারা এই বাড়িতে ডাকাতি করবে।

বাড়িটাতে কোন দিক দিয়ে ঢুকবে সেটাও সে ইতিমধ্যে ঠিক করে ফেলেছে। কয়েকদিন ধরে বাড়িটার চারপাশের রেকি করে ঢোকার জায়গাটা সে নিখুঁতভাবে চিহ্নিত করেছে। রাত গভীর হলে সাইফ তার দলবল নিয়ে এক পাশের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। ভিতরে ঢুকে দেখে বুড়ো বুড়ী ঘুমাচ্ছে। তবে তাদের ভেতরে ঢোকার আওয়াজ শুনে কাজের মেয়েটা জেগে গিয়েছিলো। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.19
JST 0.035
BTC 92183.93
ETH 3313.90
USDT 1.00
SBD 3.75