ঘুরে আসুন উত্তরবঙ্গে
বাংলাদেশের উত্তরের জনপদ একটি চমৎকার জায়গা। যেখানে এখনও বেশির ভাগ মানুষ কৃষি কাজের সাথে জরিত রয়েছে। বর্তমানে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও আগে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো ছিলো না। তাই দেশের এক প্রান্ত তখন উন্নতি করছিলো আর আরেক প্রান্ত তখনও আগের অবস্থায় ছিলো। তবে বর্তমানে অবস্থার পরির্বতন হয়েছে। উত্তরবঙ্গ ও সমান তালে নিজেদের উন্নতি করছে। এখনও উত্তরবঙ্গে প্রাকৃতিক এক ছোয়া রয়েছে যা দেশের অন্যান্য এলাকার চেয়ে বেশি সুন্দরময় করে তুলেছে।
সারা বছরই উত্তরবঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় কিন্তু এই সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায় শীতকালে। কারণ শীতকালে অতিথি পাখিরা আমাদের দেশে ভ্রমণ করতে আসে এবং আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গেই তারা বেছে নিয়েছে তাদের আশ্রয়ের জন্য। যখন অন্যান্য এলাকায় শীতের তীব্রতা অনেক বেশি বৃদ্ধি পায় তখন অতিথি পাখিরা বাংলাদেশের উত্তরের জনপদগুলোর বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। যেটা দেখার জন্য বহু পর্যটক বাংলাদেশের এক প্রান্ত থেকে সেসব দৃশ্যগুলো উপভোগ করে। তার মধ্যে নীলফামারের নীল সাগর দিনাজপুরের রামসাগর অন্যতম।
শুধু তাই না বরঞ্চ এই শীতকালে নীলফামারী কিংবা উত্তরের জনপদগুলোতে এতটা চমৎকার পরিবেশের সৃষ্টি হয় যেটা আপনি বেশি অন্য কোন প্রান্তে গেলে পাবেন না। এইতো গতকাল এক বন্ধুর সাথে কথা বলে জানতে পেরেছি এলাকায় এত পরিমাণে কুয়াশা পড়েছে সামনে কি রয়েছে সেই বিষয়টাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। উত্তরের জনপথে এত এত দেখার জায়গা রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। তবে আপনি যদি উত্তর বঙ্গের না যেয়ে থাকেন তাহলে আসন্ন শীতকাল আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে। যদি আপনি সেই সুযোগকে কাজে লাগান এবং নতুন একটি বাংলাদেশের রূপ দেখার জন্য প্রস্তুত থাকেন।
আমাদের উত্তরবঙ্গে গ্রীষ্মকালে খুব বেশি গরম পড়ে, বর্ষাকালেও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় এবং শীতকালে হাড় কাপানোর ঠান্ডা পরে। সবমিলিয়ে উত্তরের জনপথ এই ঋতু তিনটি এখনো ধরে রাখতে পেরেছে এজন্যই আর নীলফামারী কিংবা উত্তরের জনপদ এখনো এতটা জনপ্রিয়।যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
শুধু উত্তরবঙ্গ বলে নাই দক্ষিণ-পশ্চিম অর্থাৎ আমাদের মেহেরপুরে অনেক সুন্দর কৃষি ব্যবস্থা রয়েছে। দেশের বেশিরভাগ শাকসবজি এখান থেকে সাপ্লাই হয়ে থাকে। যাইহোক আমাদের ভারত বর্ষটাই কিন্তু কৃষি কাজে বেশ এগিয়ে চিরকাল।