টাকার অহংকার

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে টাকার অহংকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে বর্তমান সময়ে মানুষ মানুষকে সম্মান করে টাকার পরিমাণ দেখে। অর্থাৎ আপনার কাছে তত বেশি টাকা থাকবে আপনি সমাজে ততো বেশি সম্মান পেয়ে যাবেন। আর আপনি যতই শিক্ষিত এবং বুদ্ধিমান হন না কেন আপনার কাছে যদি টাকার পরিমাণ কম থাকে অর্থাৎ টাকা যদি নাও থাকে তাহলে আপনি কখনো সমাজ থেকে কোন সম্মান পাবেন না। আসলে বর্তমানে মানুষ তাদের বিবেক-বুদ্ধি সব হারিয়ে ফেলেছে এই টাকার পিছনে ছুটতে ছুটতে। আমাদের জীবনে টাকার অবশ্যই প্রয়োজন কিন্তু অতিরিক্ত টাকার পিছনে ছুটতে ছুটতে যদি আমরা আমাদের জীবনের এই সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলি তাহলে সে টাকার কোন মূল্য থাকবে না। তাইতো আমরা যদি আমাদের জীবনের সুন্দর সময়গুলোকে উপভোগ করতে পারি তাহলে সেটি কোটি টাকার থেকেও বেশি দামি হবে।



আপনারা দেখতে পাচ্ছেন যে আজকালকার সমাজে বিভিন্ন লোক কঠোর পরিশ্রম করে হঠাৎ করে ধনিতে পরিণত হচ্ছে। আসলে মানুষ এই অতিরিক্ত টাকা পাবার জন্য যে কতটা নিচে নামতে পারে তা আমাদের কল্পনারও বাইরে। কারণ একজন মানুষ আরেকজন মানুষকে টাকার বিনিময়ে যেমন খুন করে তেমনি এই টাকার বিনিময়ে একজন আরেকজনের সাথে তার চিরজীবনের সম্পর্ক শেষ করতে মোটেও সময় নেয় না। আসলে এভাবে চলতে থাকলে মানুষ মানুষের প্রতি ভালোবাসা আর কখনো থাকবে না। শুধু থাকবে মানুষের সাথে মানুষের টাকার সম্পর্ক। কিন্তু এই টাকার সম্পর্কে ফলে সে সম্পর্ক কখনো মধুর হতে পারে না। আসলে এজন্য আমাদের সবাইকে এই খারাপ মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

আসলে আমরা এখনো বিভিন্ন পরিবারে দেখি যে যেসব পরিবারের সন্তানেরা কখনো ভালো মানুষ হয়ে উঠতে পারে না। কারণ তারা জন্মের থেকেই তারা ছিল ধনী পরিবারের সন্তান। কিন্তু একদিক থেকে তাদের মা বাবা যেমন সারা জীবন অতিরিক্ত টাকা ইনকামের জন্য তাদের পরিবারের কোন সদস্যকে সামান্য একটু সময় দিতে পারেনি। এছাড়াও তাদের প্রধান ধ্যানগন ছিল অতিরিক্ত টাকা কি করে উপার্জন করা যায়। আসলে তাদের দেখাদেখি তাদের পরিবারের ছোট ছোট সদস্যরা একই রকম শিখছে এবং তারাও ভবিষ্যতে তাদের মা-বাবাকে কখনো সময় দেবে না। কারণ আপনি যদি আপনার সন্তানদের সময় না দেন তাহলে আপনার সন্তানেরাও আপনার শেষ সময় আপনাকে সময় দেবে না।

আসলে ওইসব সন্তানেরাও তাদের শৈশবকালে যেমন কোন ভাল সময় কাটাতে পারেনি তাদের নিজেদের পরিবারের সাথে এবং তারা ভবিষ্যতেও তারা তাদের পরিবারের সঙ্গে কখনো কোনো ভালো সময় কাটাতে পারবে না। আর এভাবে দেখতে গেলে একজন ধনী লোকের থেকে একজন গরিব লোক অনেক বেশি সুখী হয়ে থাকে। কারন সেই গরিব লোকটি অল্প পরিমাণ টাকা উপার্জন করলেও সে তার পরিবারকে যথেষ্ট সময় দেয় এবং তার পরিবারের সঙ্গে বিভিন্ন আনন্দের মুহূর্ত কাটাতে পারে। আসলে আমার কাছে মনে হয় যে টাকা উপার্জনের থেকে এই পরিবারের সাথে সুন্দর সময় কাটানোতে অনেক বেশি আনন্দ। কারণ অল্প পরিশ্রম করে যদি তারা ছোট ছোট চাহিদা গুলো পূরণ করতে পারে তাতেই পরিবারের সদস্যরা অনেক খুশি থাকে।



আর এজন্য আমাদের এইসব অসৎ উপায় অবলম্বন না করে আমরা যদি সৎ উপায় অবলম্বন করে যদি অর্থ উপার্জন করি এবং মানুষকে সম্মান করি তাহলে আমরা সমাজ থেকে সম্মান পেতে পারি। আসলে যারা টাকার বিনিময়ে সমাজ থেকে সম্মান পায় তারা কিন্তু মন থেকে কখনোই সম্মান পায় না। তারা সম্মান পায় উপরের থেকে কিন্তু একজন ভালো মানুষ সবসময় মন থেকে মানুষের কাছ থেকে সম্মান পায় এবং তাকে মানুষ ভালোবাসে অন্তর দিয়ে। তাইতো আমাদের জীবনে যেমন টাকার প্রয়োজন আছে তেমনি অতিরিক্ত টাকার কোন প্রয়োজন নেই। তাইতো আমরা যদি আমাদের জীবনে অল্প কিছু উপার্জন করে যদি পরিবারকে ভালোভাবে চালাতে পারি এবং পরিবারের সাথে সুন্দর মুহূর্তের সময় গুলো কাটাতে পারি তাহলেই আমাদের জীবন ধন্য হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 9 days ago 

বর্তমান সময়ে টাকার কাছেই ব্যক্তিত্ব এবং সম্মান নির্ভর করে। যার টাকা আছে তার সম্মান আছে, আত্মীয়স্বজনের কাছে তার ব্যক্তিত্ব আছে। টাকা নেই তো তার অস্তিত্ব নেই। মানুষ টাকা উপার্জনের জন্য অসৎ পথ বেঁচে নেয় এবং অবৈধ পথে টাকা ইনকাম করে। কিন্তু এদের ভিতর কোন শান্তি নেই। পরিবারকে ওভাবে সময় দিতে পারে না। টাকা মানুষের জীবনে সুখ বয়ে আনে না, মনের সুখই প্রকৃত সুখ। খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 days ago 

প্রতিটি মানুষের অর্থের প্রয়োজন আছে এটা ঠিক, কিন্তু অতিরিক্ত অর্থের কোনো প্রয়োজন নেই। কারণ অতিরিক্ত অর্থ মানুষকে অহংকারী বানিয়ে ফেলে। তাছাড়া বর্তমানে যারা সৎ পথে চলে,তারা কখনোই অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবে না। একমাত্র অসৎ উপায় অবলম্বন করেই বর্তমানে অতিরিক্ত টাকা ইনকাম করা সম্ভব। যেটা আমাদের মোটেই উচিত নয়। কারণ সৎ পথে অল্প ইনকাম করলেও সেটার মধ্যে অন্য রকম শান্তি থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59722.01
ETH 3267.61
USDT 1.00
SBD 2.36