জোর করে ভালোবাসা হয় না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোবাসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


heart-8564951_1280.webp



লিংক


এই পৃথিবীতে ভালোবাসা একটা অমূল্য জিনিস। এই অমূল্য জিনিসকে পেতে হলে আমাদেরকে প্রথমে মানুষকে ভালবাসতে হবে। আমরা যদি মানুষকে ভালো না বাসতে পারি তাহলে আমরা কখনো কারো কাছ থেকে জোর করে ভালোবাসা পাবো না। কেননা ভালোবাসার মানুষ যদি মন থেকে আমাদের ভালো না বাসে তাহলে কারো সাধ্য নেই যে তাকে জোর করে ভালোবাসা নয়। এই ভালোবাসায় যারা মানুষকে আপন করে নিতে পারে তারাই এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান। কেননা প্রকৃত ভালোবাসা পাওয়া বর্তমান সময়ে বড়ই কঠিন। এই যুগে ভালোবাসার অভিনয় আপনারা সব জায়গায় দেখতে পাবেন। আসলে এসব মানুষেরা সব সময় ভালোবাসার অভিনয় করে অন্যের কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই ভালোবাসা কখনো জীবনে প্রকৃত ভালোবাসা হতে পারে না।


কেননা আপনি যদি অভিনয় করে অন্যের কাছ থেকে ভালোবাসা পেয়ে আবার তাকে দূরে সরিয়ে দেন তাহলে সেই মানুষটি যে ব্যথা বেদনা দেবে তা কারো কাছে বর্ণনা করে শেষ করা যাবে না। আসলে সেই মানুষটি যখন ভালোবাসায় আঘাত পেয়ে যায় তখন সে আর কাউকে ভালোবাসার মতো মন মানসিকতা রাখতে পারেনা। কেননা ভালবেসে যদি দুঃখ কষ্ট পেতে হয় এই ভয়ে সে পুনরায় আর কাউকে ভালবাসতে পারে না। আসলে আমরা বর্তমান সময়ে এই ধরনের খারাপ ভালোবাসার সব জায়গাতে দেখতে পায়। বর্তমান যুগে ভালোবাসাকে মানুষ এমন পর্যায়ে নিয়ে গেছে যে এই ভালোবাসার নাম শুনলেই মানুষ কেমন যেন ভয়ে কেঁপে ওঠে। আসলে ভালোবাসা তো কখনো এরকম হওয়ার কথা নয়। এই ভালোবাসা এমন একটা জিনিস চাই পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে।


আসলে আমরা যদি মানুষকে ভালই না বাসতে পারি তাহলে আমরা কখনো আশা করব না যে কেউ আমাদেরকে ভালবাসবে না। আমরা যখন অন্যকে মন প্রাণ দিয়ে ভালবাসবো তাহলে সে আমাদের ভালোবাসা দেখে হয়তোবা সেও আমাদের ভালোবেসে ফেলবেন। কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রে যদি প্রতারণার শিকার হয় তাহলে এই কষ্ট সে আর সহ্য করতে পারে না। আমাদের ভালবাসার গুরুত্বকে সবসময় অনেক উপরে রাখা উচিত। এই পৃথিবীতে মানুষ কিন্তু না খেয়ে কখনো মারা যায় না। আসলে আমার মনে হয় যে মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। আপনি একটা মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করবেন তাহলে সেই মানুষটি কিন্তু ভেতর থেকে আস্তে আস্তে মৃত হয়ে যাবে। আর এই বাঁচা কখনো পৃথিবীতে আনন্দের সহিত বাঁচা বলে না।


আর আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে যাতে করে মানুষ জীবনে এই ভালোবাসাকে অপমান করতে না পারেন। আসলে মানুষের মধ্য থেকে যখন প্রকৃত ভালোবাসা বের হয়ে আসে তখন সেই ভালোবাসা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবনে সুখ শান্তির কোন অভাব হবে না। আর এজন্য আমরা সব সময় কারো কাছ থেকে জোর করে কখনো ভালোবাসা পাওয়ার চেষ্টা করবো না। প্রথমে আমাদের ভালবাসার মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালবাসতে হবে এবং আমাদের ভালবাসার গুরুত্ব তাকে বোঝাতে হবে। আসলে আমাদের ভালোবাসা যদি সঠিক হয় তাহলে সে মানুষটি আমাদের ছেড়ে আর কখনো দূরে থাকতে পারবে না। আর এজন্য জোর করে কাউকে কখনো ভালবাসার কোন প্রয়োজন নাই। আর এর মাধ্যমে আমরা এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি যেখানে ভালোবাসা ছাড়া আর কিছুই থাকবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 11 hours ago 

ভালোবাসা হলো হৃদয়ের এক অনুভূতি। ভালোবাসা কখনো জোর করে হয় না। মনের গভীর থেকে অনুভূতির সৃষ্টি হয়। আর সেই অনুভূতি থেকে ধীরে ধীরে ভালোলাগা এবং ভালোবাসার সৃষ্টি হয়। অসাধারণ লিখেছেন। অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 92730.79
ETH 3342.45
USDT 1.00
SBD 3.76