সবাইকে ভালোবাসুন

hands-7679387_1920.jpg

Source

ভালোবাসা এমন একটা বিষয় যেখানে ঘৃণার কোন জায়গা নেই। যে যেমনই করুক না কেন আপনি একে অপরকে ভালোবাসেন এবং সেই বিশ্বাসটা রাখেন যে আমার কাছের মানুষ দ্বারা আমার কোন ক্ষতি হবে না তাহলেই দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে। লোক-লালসা এসব কিছু জীবনে অশান্তি বয়ে আনে। এসব অশান্তি ছাড়া আর কিছু দিতে পারে না, সুখ দিতে পারে একমাত্র ভালোবাসা।

আপনি যদিও জানেন যে কোন এক ব্যক্তি আপনার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তারপরও সেখানে আপনি ভালোবাসা দিয়ে তাকে উজাড় করে দিন। তাকে ভালবাসুন, তার সাথে ভালোভাবে ব্যবহার করুন। দেখবেন সেও একদিন আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এবং আপনার কোন খারাপ কাজ করার কোন চিন্তাভাবনা মাথায় নিয়ে আসবে না।

জীবন তো একটাই, এই জীবনে হিংসা-বিদ্বেষ এসব দিয়ে আসলে কোন কিছুই এজিভ করা সম্ভব হয় না। সর্বোপরি আমরা সকলেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য কোথাও চলে যাব। অন্য কোন দুনিয়ায় চলে যাব সেটা কিন্তু একটা আলাদা বিষয়। কিন্তু এই জীবনে আপনি যে সব সময় অতিবাহিত করেছেন আপনাকে যেন আর দশটা মানুষ ভালো বলতে পারে এতটুকু ভালো কাজ করে যেতে পারলেই আমি মনে করি আপনি সফল। তাই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করুন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 98243.29
ETH 2757.14
SBD 0.69