ভেজা আর হলো না প্রিয়া তোমার সাথে এই ঝুম বরষায়,
তোমার চূর্ন ভেজা কুন্তলে হলো না তো বাঁধা কদম ফুলের কোনো
বিস্রস্ত খোঁপা আজ।
পুরো কবিতাটাই অসাধারণ কিন্তু তার মাঝে এই লাইনগুলোর শব্দচয়ন আলাদাই সুন্দর,আলাদাই ভিন্নতা।অনেকদিন পর আপনার কবিতা পেলাম দাদা,পড়ে খুব ভালো লাগলো।বিষন্নতা কারোর ই পছন্দ নয় আসলে।