পরিচিতি পর্ব

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই,আসা করি ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা।আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি প্রথম আপনাদের সাথে প্রথম যুক্ত হচ্ছি আমার বাংলা ব্লগের মাধ্যমে।আমার নাম নুসরাত জাহান নূপুর।আমি থাকি ফরিদপুর।আমার বাবার বাসা শিবচর, মাদারীপুর।আমাদের শিবচর জায়গাটা অনেক সুন্দর, আর এখন পদ্মা সেতু হওয়ার পর থেকে আরো বেশী পরিচিতি লাভ করেছে। রেলপথ তৈরি হচ্ছে,ভ্রমণ করার জন্য শিবচর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে।আর আমার শশুর বাড়ি হলো ফরিদপুর।আমি পড়াশোনা করি অনার্স ২য় বর্ষে।আমরা হলাম ২ বোন ১ভাই।আমার বাবা একজন অবসর প্রাপ্ত সরকারি কমকর্তা। আমার মা একজন গৃহীনি। আমার ভাই টেক্সটাইল বি,এস,সি ইঞ্জিনিয়ার। আমার ভাই আর ভাবি ঢাকা থাকেন আর তাদের দুটো ছোট্ট রাজপুত্র আছে।আমার বোন ও ঢাকা থাকেন তার ঘরেও ছোট্ট দুস্টু একটা রাজপুত্র হয়েছে।আমি আর আমার শাশুড়ী ও আমার হাসবেন্ড আমরা একসাথে থাকি ভোলায়।কারন এখানে আমার হাসবেন্ডের পোস্টিং। আমার হাসবেন্ড একজন ব্যাংক কমকর্তা। বাড়িতে আমার ভাসুর আর জা থাকেন তাদের দুটো মিষ্টি পরী আছে।এই হলো আমার পরিবার।সবাই আমার পরিবার আর আমার জন্য দোয়া করবেন।
কেমন আছেন সবাই,আসা করি ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা।আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি প্রথম আপনাদের সাথে প্রথম যুক্ত হচ্ছি আমার বাংলা ব্লগের মাধ্যমে।আমার নাম নুসরাত জাহান নূপুর।আমি থাকি ফরিদপুর।আমার বাবার বাসা শিবচর, মাদারীপুর।আমাদের শিবচর জায়গাটা অনেক সুন্দর, আর এখন পদ্মা সেতু হওয়ার পর থেকে আরো বেশী পরিচিতি লাভ করেছে। রেলপথ তৈরি হচ্ছে,ভ্রমণ করার জন্য শিবচর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে।

IMG_20211210_184823.jpg

IMG_20220413_195112.jpg

IMG_20220822_193432.jpg

IMG_20220826_175048.jpg

IMG_20220919_170927.jpg

IMG_20220920_173020.jpg

IMG_20220920_172953.jpg

IMG_20220921_221820.jpg

IMG_20220930_114619.jpg

IMG_20221021_103700.jpg

আর আমার শশুর বাড়ি হলো ফরিদপুর।আমি পড়াশোনা করি।আমরা হলাম ২ বোন ১ভাই।আমার বাবা একজন অবসর প্রাপ্ত সরকারি কমকর্তা। আমার মা একজন গৃহীনি। আমার ভাই টেক্সটাইল বি,এস,সি ইঞ্জিনিয়ার। আমার ভাই আর ভাবি ঢাকা থাকেন আর তাদের দুটো ছোট্ট রাজপুত্র আছে।আমার বোন ও ঢাকা থাকেন তার ঘরেও ছোট্ট দুস্টু একটা রাজপুত্র হয়েছে।

IMG_20230728_180837.jpg
আমি আর আমার শাশুড়ী ও আমার হাসবেন্ড আমরা একসাথে থাকি ভোলায়।কারন এখানে আমার হাসবেন্ডের পোস্টিং। আমার হাসবেন্ড একজন ব্যাংক কমকর্তা।এই হলো আমার ৯ মাসের ছোট্ট সংসার। বাড়িতে আমার ভাসুর আর জা থাকেন তাদের দুটো মিষ্টি পরী আছে।এই হলো আমার পরিবার।
আমি অবসর সময় গান শুনতে পছন্দ করি,শখের বসে গাছ লাগাই,মাঝে মাঝে রান্না করি।
https://cdn.steemitimages.cjpg

Sort:  
Loading...
 2 years ago 

ভেরিফিকেশন পোস্ট করার কিছু নিয়ম আছে, এই নিয়ম ফলো করুন।

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

আপু আমি উপরের লিংকে জয়েন হয়েছি

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96344.03
ETH 2643.89
SBD 2.80