কবিতার নাম - ১ম কবিতা


aaf3a6e7-6ebb-499b-8006-d11edd0bc18b.webp


হাজার ব্যস্ততায় হাতছানি দেয় স্মৃতির পাতা,
আমাদের এ যাত্রা হোক শুভ,বাকি পথচলা।
জীবনের নানান রঙ এর নানান বাহানা,
আমি হারিয়ে যাই দূর এ,
সে এক অসীম সীমানা।

কাঠগোলাপ আর পদ্মের লোভে,
কাঠগড়ায় আজ আমি।
আনোনি তো তুমি!
একশত এক পদ্মের বেলায় দিলে শত ফাঁকি।

তবুও মন হারায়,
তবুও আমার প্রাণ কেনো যায়?
অশ্রুসিক্ত ও আঁখি, খোঁজে তোমাকেই চিরতরে।
আসবে বলে দিচ্ছো ফাঁকি,
তবুও আশার আলো বেঁধে বুকে।

আশারা আজ নিরাশার ঝাঁক,
তবে কি করলুম ভুল!
বিশ্বাস অবিশ্বাসের খেলায় বুঝি,
হারলুম আমি যেনো নিয়তির সে দোষ!

আমার আর্জি কাঠগড়ায় দাঁড়ায়,
আমার ইচ্ছেরাও নাকি বেমানান প্রায়!
তবে?তবে কি আমি ফিরে যাবো?
সে তেপান্তরের মাঠে।
যেথায় ছিলাম তোমার আমি,
যেথায় তুমি আমার কাছে।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 95660.24
ETH 3316.76
USDT 1.00
SBD 6.80