আমার বাংলা ব্লগে, পদ্মবিলের অনুভূতি***9 জুলাই 2023***
আসসালামুয়ালাইকুম/ আদাব,
আমার বাংলা ব্লগে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার দেখা একটি মেঘলা দিনে পদ্মবিলের গল্প শেয়ার করতে চাচ্ছি। এ দিনটি নীলফামারী জেলার একটি পদ্মবিলের আকাশ। আকাশে তখন হালকা ☁️☁️☁️, মেঘের আবার রং সে তো নীল । নীল রং আমার খুব পছন্দের প্রিয়। তাইতো আমার নাম নিশি, আমার জেলার নীলসাগর, নীল্যান্ড, নীলকন্ঠ ফুল, নীল কুঠিবাড়ি, আর জেলা নীলফামারী। প্রথমে , রেডি হলাম , কোন রংয়ের জামা পড়ব তা নিয়ে ভীষণ মাতোয়ারা। শেষে হলুদের সমারোহ হলুদ রং তুলির আঁচড়ে নিলাম হলুদ জামা । নীলফামারী থেকে রিকশা করে চলে আসলাম 6 কি মি। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথে মন জুড়িয়ে যায়। দেখতে দেখতে চলে এলাম সেই জায়গায়। এত ভালো লেগেছে কি বলব, আমার খুব ইচ্ছা হলো নৌকা ⛵ উঠতে। যেই ভাবা সেই কাজ, উঠে গেলাম । মাঝি নৌকা চালায় , গান গায়।
আমি নৌকা তে বসে নদীর পানি তে খেলা করছি। শুধু পদ্ম ফুল বাগানে নিমন্ত্রণ, আহা কত শান্ত পরিবেশ । মন জুড়িয়ে যায়।
নীল আকাশের প্রতিবিম্ব পদ্ম পাতার জলের সাথে মিশিয়ে এককার, । এখানে দেখলাম ছোট বড় অনেক মাছ 🐟🎏। মাছ ফুলের ওপর আরাম করছে। আহা, কি হাসি যে আসছিল।
নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল সবুজের পদ্ম ফুলে বৃষ্টি পড়ছে খাঁ খাঁ,,,,
পদ্ম কে বলা হয় জলের ফুল কন্যা,, ও যে মনে পড়ে গেল একটা গান ,,, একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ , ভাটি অঞ্চলে এয় ছিল সেই কন্যার দেশ। ঠিক সেই কন্যাটি এ পদ্মফুল। কেমন লাগছে আমার জেলার পদ্মবিল , । আশা করি আপনারা সবাই জানাবেন । সকলের সুস্বাস্থ্য কামনা করছি।আমার জেলার পদ্মবিল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি । ভালো থাকুন,। শুভ কামনা নিরন্তর।
ধন্যবাদ*****
পদ্মবিল ভ্রমণ করে সুন্দর ফটোগ্রাফি সেই সাথে আপনার সুন্দর অনুভূতি শেয়ার করেছেন জানতে পেরে খুবই ভালো লাগলো।
পদ্ম বিলের নাম শুনেছি অনেকবার কিন্তু কখনো স্বচক্ষে দেখা হয়নি।
আপনার জন্য একটা পরামর্শ থাকবে যারা ভালো ব্লগ লেখে তাদের ব্লক গুলো ভালোভাবে পড়বেন। লেখার ধরন এবং লেখার কোয়ালিটি ফলো করবেন। আপনার লেখাগুলো কেমন যেন চড়ানো ছিটানো অগোছালো।
নতুন ব্লগার হিসেবে আমার বাংলা ব্লগের জয়েন হয়েছেন আশা করছি পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ
আপু, আমাদের এদিকেও ছোটখাটো একটি বিল রয়েছে আর সেই বিলে প্রচুর পরিমাণ পদ্ম ফুল ফোটে। আর আমিও মাঝে মাঝে এই পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে চলে যাই। আজ আপনার পোস্টে পদ্ম ফুলের বিল দেখে, আমাদের এদিকের পদ্মবিলের কথা মনে পড়ে গেল। আর এই বিলে যখন অগণিত পদ্ম ফুল ফোটে তখন তার সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। যাইহোক আপু, পদ্মবিল নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সকলের উচিত প্রকৃতিকে ভালবাসা, প্রকৃতির সঙ্গে থাকা। শুভ কামনা রইল।
নীল রং আপনার অনেক বেশি পছন্দের এটা জেনে খুবই ভালো লাগলো, ব্যক্তিগতভাবে নীল আকাশ আমার অনেক বেশি পছন্দের। নীল আকাশ যখন সাদা মেঘের ভেলা দেখতে পাই তখন সেই দৃশ্যটা একদম চোখ ধাঁধিয়ে দেওয়ার মত। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে পদ্মবিলের অনুভূতি শেয়ার করেছেন আসলেই গ্রামের মেঠো পথ দিয়ে হেটে যেতে খুবই ভালো লাগে আপনার কাটানো মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো। পদ্মফুলে ঘুরে বেড়ানোর সময় আপনার যে গানের কথা মনে উঠেছিল সেই গানটা আমার অনেক বেশি পছন্দের। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি ও খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন।