আসলেই দুদিন ধরে আমাদের এদিকেও প্রচুর ঠান্ডা পড়েছে ৷ যাই হোক , সকাল সকাল ঘুম থেকে উঠে ভালোই ভালো গুরুদেবের আশ্রমে পৌঁছে গেছেন জেনে ভালো লাগলো ৷ তবে আশ্রমে গিয়ে গুরুদেরর সাথে দেখা করতে পারলেন নাহ , জেনে একটু খারাপ লাগলো ৷ যাই হোক আশ্রমে গিয়ে বেশ ভালো অনুভুতি অনুভব করেছেন ৷ ভালো লাগলো পোস্টটি পড়ে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
ভাই কয়েকদিন পরেই আবার গুরুদেবের আশ্রমে যাব ।সেদিন গিয়ে আশা করি দেখা হবে কারণ আগে থেকেই গুরুদেবের শিষ্যদের সাথে কথা বলে যাব এবং জেনে যাব গুরুদেব সেদিন আশ্রমে আছে কিনা সেই বিষয়টা।