You are viewing a single comment's thread from:
RE: লাইফ স্টাইল পোস্ট -- 💖 " কথা দিলে কথা রাখতে হয় "
আসলেই আপু , কথা দিলে কথা রাখতে হয় ৷ আপনি আপনার ছেলেকে কথা দিয়েছে দুটো পছন্দের খাবার খাওয়াবেন যদি সে এক্সামে বসে মুখে না গুনে হাতে গুনে ম্যাথ করে ৷ সেটাই সে করেছে এবং আপনি আপনার কথা রেখেছে এটা দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে বাচ্চারা একটু বেশিই দুষ্টুমি করে , তাদের মাঝে মাঝে এভাবেই লোভ দেখিয়ে ভালো কিছু করে নিতে হয় ৷ যাই হোক , বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে ৷ ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য ৷ খাবার ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে ৷
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আমার ব্লগটি পড়ে সুন্দর মতামত তুলে ধরার জন্য।