পেপার কাটিং

in আমার বাংলা ব্লগ5 months ago

IMG20240921202259_00.jpg

পেপার কেটে নকশা তৈরি


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি পেপার কাটিং শেয়ার করবো ৷ আশা করি আমার এই পেপার কাটিং আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে কাগজের তৈরি এমন নকশা কাটিং করতে আমার বেশ ভালোই লাগে ৷ তাই মাঝে মাঝেই আমি এধরনের নকশা কাটিং গুলো করে থাকি ৷ আজকেও ভাবলাম নতুন একটি নকশা কাটিং করি ৷ এজন্য একটি রঙিন পেপার এবং আরো কিছু উপকরণ নিয়ে বসে পড়লাম ৷ পেপার কেটে এমন নকশা তৈরির কাজ গুলো খুবই সহজ ৷ তবে একটু যত্নের সঙ্গে এর কাজ গুলো করতে হয় ৷ যাই হোক , সন্ধ্যার পর আজকের আবহাওয়া মোটামুটি একটু ভালো ছিলো ৷ শীতল বাতাস বইছে বাইরে একটু একটু করে ৷ এমন প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ বাইরে আড্ডা দেওয়ার পর , বাসায় এসে ভালো লাগার এই কাজে লেগে পড়ি ৷ খুব একটা সময় লাগেনি শেষ করতে , তবে একই কাজ আজ দু-বার করতে হয়েছে সামান্য ভুলের জন্য ৷ যাই হোক , শেষমেশ সিম্পল একটি ডিজাইন তৈরি করি পেপার কাটিং করে ৷ আশা করি এই পেপার কাটিং আপনাদের সবার কাছে ভালো লাগবে ৷ তো চলুন এবার সিম্পল এই নকশা কাটিং করার প্রক্রিয়া গুলো আপনাদের মাঝে সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করি ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • পেন্সিল , কালো পেন
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


IMG20240921200802_00.jpg

IMG20240921200822_00.jpg


শুরুতে একটি রঙিন পেপার নিতে হবে ৷ এরপর সেটা ভালো ভাবে ভাঁজ করে নিতে হবে ৷


IMG20240921201051_00.jpg

IMG20240921201128_00.jpg


আমি একটি রঙিন পেপার নিয়ে সেটা কিছু ধাপে সমান ভাবে ভাঁজ করে নিয়েছি ৷


IMG20240921201151_00.jpg

IMG20240921201214_00.jpg


রঙিন পেপারটি ভাঁজ করে নেওয়ার পর পেপারের উপরের বাড়তি অংশ কিছুটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি ৷


IMG_20240921_204238.jpg

IMG20240921202027_00.jpg


এরপর কালো পেন দিয়ে ডিজাইন এঁকে নিয়ে কাঁচি দিয়ে কাটিং করে নিয়েছি ৷


IMG20240921202047_00.jpg

IMG20240921202104_00.jpg


কাটিং করার পর পেপারের ভাঁজ গুলো আস্তে আস্তে খুলে নিতে হবে ৷


IMG20240921202121_00.jpg

IMG20240921202241_00.jpg


পেপারের ভাঁজ গুলো খুললেই এমন সুন্দর একটি নকশা ডিজাইন পাওয়া যাবে ৷


IMG20240921202250_00.jpg

IMG20240921202259_00.jpg

IMG20240921202234_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 21 Sep 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



Sort:  
 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া পেপার কেটে যেকোনো ধরনের ফুল তৈরি করতে গেলে অনেক যত্ন সহকারে করতে হয়। কারণ এই পেপার ফুলের ডিজাইনটি নিখুঁতভাবে না কাটলে ভালো লাগে না দেখতে। আপনার আজকের ফুলের নকশাটি খুব চমৎকার হয়েছে। কালারের কারণে আরো ভালো লাগছে দেখতে।

 5 months ago 

এই ধরনের কাজগুলো নিজের দক্ষতা বাড়ায় ।যেমনটা আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। সুন্দর করে ডিজাইনের মাধ্যমে নকশা তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

নিজের কাজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ভাই। কাগজ কেটে কিভাবে পেপার কাটিং ডিজাইন তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। পেপার কাটিং ডিজাইনটি খুব সুন্দর লাগছে ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্যের জন্য ৷

 5 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে রঙিন কাগজের পেপার কেটে পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে যে কোন ধরনের রঙিন কাগজ কেটে পোস্ট তৈরি করতে হলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

পেপার কাটিং নকশাগুলো যতটা সহজ মনে হয় বাহির থেকে দেখে করা ততটা সহজ নয়। কিন্তু বাহির থেকে দেখে বোঝা যায় খুবই সহজ ও ছোট কাজ এটি।এই কাজগুলো করা খুবই কঠিন। একটি কাজ গুলো খুবই সাবধানতা অবলম্বন করে করতে হয়। যদি একটু ঊনিশ বিশ হয়ে যায় তাহলে পুরো ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। আপনার করা পেপার কাটিং ডিজাইনটি অসাধারণ লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু ,আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

আসলে আপনি আজকে খুব সুন্দর একটা পেপার কাটিং আমাদের মাঝে নিয়ে এসেছেন। যদিও এই পেপার কাটিং এর ভাঁজগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পড়তে পারি তাহলে আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারব এই পেপার কাটিং এর মাধ্যমে। আপনি পেপার কাটিং এর ছবিগুলো কিন্তু অসাধারণ তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

কাগজের নকশা চমৎকার হয়েছে ভাই। এই ধরনের নকশাগুলো তৈরি করা অনেক সময়ের ব্যাপার। আমিও কিছুদিন আগে কাগজের নকশা তৈরি করেছিলাম। তবে আপনার তৈরি করা নকশার মত এতটা সুন্দর হয়নি। আপনি খুবই দক্ষতার সাথে চমৎকার নকশা তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷

 5 months ago 

খুব সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন। কাগজের নকশাটা বেশ নিখুঁত হয়েছে। এ ধরনের নকশাগুলো পারফেক্টভাবে কাটতে পারলে খুবই সুন্দর লাগে এগুলো দেখতে। আপনি একদম পারফেক্টলি নকশাটা তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের নকশা তৈরি করে শেয়ার করার জন্য।

 5 months ago 

অনেক সুন্দর একটি ডিজাইনের নকশা করেছেন ভাইয়া। প্রথমে ডিজাইন এঁকে তারপরে কাঁইচি দিয়ে কেটে সুন্দর নকশা তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

আপনি অনেক দক্ষ হাতে রঙিন কাগজ কেটে অনেক সুন্দর একটি নকশা আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখলে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। যাইহোক নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66