পতাকার অবমাননা কাম্য নয়..

in আমার বাংলা ব্লগ16 hours ago

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzu3kqkQsfxzJ3iYMNiXPJvrv3SmHbvNYPwkWwpw6xVLUVd8NVQ675CUvx3x9unvujbzrfNtGtCxhtNN8e.png

credit : @hafizullah


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ কিছু দিন ধরে একটা বিষয় খুব নজরে আসছে ৷ ভারত-বাংলাদের মধ্যকার সম্পর্কে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷ পতাকার অবমাননা নিয়ে দু-দেশের মধ্যে চলছে বেশ রেশারেশি , ঝায়-ঝামেলা ৷ আচ্ছা এটা কি আজও আমাদের কাম্য ? একজন সু-নাগরিক আর্দশবান ব্যক্তি কখনোই পতাকার অবমাননা করতে পারে না ৷ সেটা নিজ দেশের পতাকা হোক কিংবা অন্য কেনো দেশের ৷ জাতীয় পতাকা জাতির কাছে তার আবেগ , অনুভূতি এবং ভালোবাসার প্রতীক ৷ নিজের দেশের পতাকার প্রতি অগাত সম্মান এবং ভালোবাসা রাখা উচিত ৷ অন্য দেশের জাতীয় পতাকার প্রতিও সেই সম্মান টুকু রাখা উচিত বলে আমি মনে করি ৷ জাতীয় পতাকা একটি জাতিরাষ্ট্রের অভ্যুদয়, স্বাধীনতা-সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি। জাতীয় পতাকা মাথা উঁচু করে বিশ্বের কাছে দেশকে পরিচিত করে। আমার দেশের পতাকা আমার সম্মান ৷ আমার দেশের পরিচয় আমার পরিচয় ৷ তেমনই ভাবে অন্য রাষ্ট্রের জাতীয় পতাকা তাদের সম্মান তাদের জাতিসত্তার পরিচয় ৷ আমি যেভাবে আমার দেশকে ভালোবাসি , দেশের পতাকাকে সম্মান করি ৷ অন্য রাষ্ট্রের মানুষও তার দেশেকে সেভাবে ভালোবাসে দেশের পতাকাকে সম্মান করে ৷ এটাই নিয়ম এমনটাই হওয়া উচিত ৷ এখন আমি যদি অন্য রাষ্ট্রের পতাকাকে অসম্মান অবমাননা করি , তারও আমার দেশের পতাকাকে অসম্মান অবমাননা করতে পারে , বর্তমান সময় অনুযায়ী এমনটাই হওয়া স্বাভাবিক ৷ তবে এতে কার কি লাভ ? আমার পতাকার সম্মান ও পবিত্রতা আমার কাছে যতটা , অন্য রাষ্ট্রের মানুষের কাছেও তদের পতাকার সম্মান ততটাই ৷ অতএব , সব দেশের পতাকার প্রতি আমাদের সম্মান রাখা উচিত ৷ পতাকা একটা দেশের পরিচয় , একটা জাতির পরিচয় ৷ পতাকার অবমাননা মানে সম্পূর্ণ একটা জাতিকে অসম্মান করা ৷ যেটা মানুষ হিসেবে আমাদের কখনোই কাম্য নয় ৷

এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ভিন্নতা থাকতেই পারে ৷ সেটা আপনার পছন্দ নাও হতে পারে ৷ তাই বলে সেই রাষ্ট্রের জাতীয় পতাকা অবমাননা করে প্রতিবাদ জানাবেন এটা কখনোই কাম্য নয় ৷ আমাদের সবার মনে রাখা উচিত কেনো দেশ বা গোষ্ঠীকে অসম্মান করার অধিকার আমাদের কারো নেই ৷ জাতীয় পতাকা অবমাননা করা সেটা আরো বেশি জঘন্য কাজ ৷ এসব থেকে আমাদের দূরে সরে আসতে হবে ৷ মনে রাখতে হবে জঘন্য কাজ গুলো জঘন্য মানুষ গুলোর দারায় হয় ৷ কাউকে অসম্মান করে সম্মানিত ব্যক্তি হওয়া বা সম্মান পাওয়া যায় না ৷ ভারত-বাংলাদেশ দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ৷ খুবই কাছের এবং পাশেই এই রাষ্ট্র দুটি একটা কাটা তারে ভাগ হয়ে দু'টো রাষ্ট্র পরিণত হয়েছে ৷ বিভিন্ন বাণিজ্যিক লেনদেন ছাড়াও, ভাষা সাহিত্যে, রীতি নীতির বিভিন্ন মিল রয়েছে ভারত-বাংলাদেশের ৷ এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সু-সম্পর্ক বজায় থাকুক সব সময় ৷ ভারত-বাংলাদেশ প্রতিবেশী এই রাষ্ট্র দু'টো সব সময় একে অপরের পাশে এসে দায়ার ৷ আমার কখনো মনে হয়নি ভারত বাংলাদেশের ক্ষতি চায় কিংবা বাংলাদেশ ভারতের ৷ দু'টো প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকার স্বার্থে সব সময় চেষ্টা করে ভাতৃত্ববোধের সম্পর্ক গড়ে তোলার ৷ কিন্তু এক শ্রেণি জঘন্য মানুষ থাকবেই , বিবাদ সৃষ্টি করার জন্য ৷ এ কদিনে সেটাই দেখলাম , এ দেশের একশ্রেণির জঘন্য মানুষ প্রতিবেশী এ দু রাষ্ট্রের মাঝে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে ৷ পরিশেষে এটাই বলতে চাই , এসব থেকে দূরে থাকতে হবে ৷ মানুষের হয়ে মনুষ্যত্বের পরিচয় দিতে হবে ৷ হিংসা বিবাদ নয় ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে ৷ ভারত-বাংলাদেশের বন্ধুত্বের সু-সম্পর্কটা অটুট থাকুক সব সময় ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ ধন্যবাদ সবাইকে



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 16 hours ago 
 15 hours ago 

IMG_20241203_233300.jpg

 12 hours ago 

একদম ঠিক বলেছেন ভাই প্রতিটা দেশের মানুষের কাছে দেশের পতাকা সম্মানের জায়গা। সেজন্য দায়িত্ব জ্ঞানহীন কর্মকান্ডের সাথে লিপ্ত না হয়ে প্রতিটা দেশের মানুষের অনুভূতির জায়গা এবং পতাকাকে সম্মান করা উচিত। তাহলেই মনুষ্যত্বের বড় পরিচয় ফুটে উঠবে।

 3 hours ago 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.062
BTC 96632.04
ETH 3716.71
SBD 4.12