"পরস্পর'' - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগlast month

রফিকুল রাজিয়া

Screenshot_2024-06-02-22-02-06-51.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ যদিও কিছুদিনের ব্যস্ততায় তেমন একটা সময় পাচ্ছি নাহ ৷ তবে তারও কিছু দিন আগে আমি একটি নাটক দেখেছি ৷ নাটকটির নাম পরস্পর ৷ আমার কাছে এই নাটকের গল্পটা বেশ ভালো লেগেছে ৷ তাই আজ ভাবলাম এই নাটকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি ৷ আপনাদেরও সবার ভালো লাগবে , এজন্য চলে আসলাম আজ আমি আপনাদের মাঝে ''পরস্পর" নাটকের রিভিউ শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক..


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য..

নাটকপরস্পর
পরিচালকসাজ্জাদ হোসেন বাপ্পি
শিল্পীতাসনিয়া ফারিন, খায়রুল বাসার, শিরিন আলম, অশোক বোশাক, শম্পা নিজাম, তনুশ্রী টনি, সাইমুন আহমেদ সোমির, মুন্না আহসান ও হাসনাত শৈকেত এবং আরো অনেকেই
চিত্রনাট্যআব্দুল্লাহ আল মামুন, রিফাত আদনান পাপন ও সাজ্জাদ হোসেন বাপ্পী
কথা, কন্ঠ, সুর ও সংগীতনুর নবি
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪২ মিনিট
প্রকাশইউটিউব , ১৪ মে ২০২৪ ইং


কাহিনী সংক্ষেপে



Screenshot_2024-06-02-22-03-21-44.jpg

Screenshot_2024-06-02-22-03-45-58.jpg


নাটকের শুরুতে এই গল্পের নায়ক রফিকুল ( খায়রুল বাসার ) কে দেখা যায় ৷ সে তার ডিমের দোকান সামলাতে ব্যস্ত ৷ কিছুক্ষণ পর সেখানে তার বোন এবং মা আসেন ৷ এবং তাকে সাথে নিয়ে মেয়ে দেখতে বের হন ৷ যদিও রফিকুল দোকান ছেড়ে যেতে রাজি নয় , তবে মায়ের কথার উপর কথা বলতে পারে না ৷ দোকানের ভার সহকারীকে দিয়ে মা এবং বোনের সাথে মেয়ে দেখতে চলে যায় রফিকুল ৷


Screenshot_2024-06-02-22-05-10-78.jpg

Screenshot_2024-06-02-22-04-34-18.jpg


রফিকুলের পরিবার মেয়ে দেখতে আসেন অনেকটা হঠাৎ করেই ৷ তাই আগেভাগে তেমন প্রস্তুত ছিলো না মেয়ে পক্ষের কেউ ৷ তবে তাদের দেখে অনেকটাই খুশি হয়েছে মেয়ের বাবা-মা ৷ তাদের পূর্ব পরিচিতি ছিলো এজন্যই ৷ তারা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলছে , তখন রাজিয়া বাড়িতে ছিলো না ৷ বাড়িতে প্রবেশ করতেই দেখতে পায় এমন অবস্থা ৷ সে কিছু বুঝে উঠতে পারে না ৷ তার মা তাকে তাদের সামনে বসতে বলে ৷ রাজিয়াও চুপটি করে বসে পড়ে ৷ রাজিয়াকে দেখে রফিকুল এবং তার মায়ের পছন্দ হয় ৷ এবং বিয়ের ব্যাপারে কথা পাকাপাকি হয় ৷ তবে রফিকুল চায় না আরো একটা দিন নষ্ট করতে , ব্যবসার ক্ষতি হবে এই ভেবে সে সেদিনই বিয়ের প্রস্তাব দেয় তার মাকে ৷ ছেলের কথা শুনে রফিকুলের মাও রাজি হয় ৷ এবং রাজিয়ার পরিবারকে জানিয়ে সেদিনই রফিকুল এবং রাজিয়া বিয়ে করে ৷


Screenshot_2024-06-02-22-05-45-34.jpg

Screenshot_2024-06-02-22-06-00-93.jpg


বিয়ের পর রাজিয়া পড়ালেখা করতে পারবে জেনে রাজিয়াও বিয়েতে আর কোনো আপত্তি করেনি ৷ তাদের বিয়েটা হয়ে যায় হঠাৎ করে ৷ আজ তাদের বিয়ের প্রথম রাত , বাসার রাত ৷ তবে দুজন দুজনের ব্যাপারে এখনোও তেমন একটা জানে না ৷ তাই রফিকুল তার নাম জিগ্গাসা করে ৷ নাম জানার পর আর কি করবে বুঝতে পারে-না ৷ এমনই টুকটাক গল্প করে রফিকুল ঘুমিয়ে যায় ৷ রাজিয়াও বসে থেকে রফিকুলের দিকে তাকিয়ে ঘুমিয়ে যায় ৷


Screenshot_2024-06-02-22-06-25-99.jpg

Screenshot_2024-06-02-22-06-50-03.jpg


পরের দিন সকালে রফিকুল ঘুম থেকে উঠে ডিম দিয়ে ভাত খেয়ে দোকান চলে যায় ৷ অন্যদিকে রাজিয়াও ঘুম থেকে উঠে মায়ের কাজে টুকটাক সাহায্য করার চেষ্টা করে ৷ এভাবেই যাচ্ছে তাদের দিন গুলো ৷ তবে তাদের খাবার মেনুতে ডিম থাকবেই থাকবে ৷


Screenshot_2024-06-02-22-07-36-07.jpg

Screenshot_2024-06-02-22-08-00-09.jpg

Screenshot_2024-06-02-22-08-23-37.jpg


একদিন সকালে রাজিয়া ঘুম থেকে উঠে মুরগির মাংস রান্না করে ৷ এবং রফিকুলকে খেতে দেয় মুরগির মাংস দিয়ে ৷ রফিকুল সেদিন খাবার টেবিলে ডিম না পেয়ে , মুরগির মাংস দেখে অনেক রেগে যায় এবং রাজিয়াকে থাপ্পড় মারে ৷ এরপর চলতেই আছে , রফিকুল রাজিয়ার উপর রাগ হলেই রাজিয়ার গালে থাপ্পড় মেরে দেয় ৷ তবে থাপ্পড় মারার পর রাজিয়ার মান ভাঙ্গাতে তাকে নিয়ে ঘুরতেও বের হয় রফিকুল ৷ এভাবেই চলছে তাদের ...


Screenshot_2024-06-02-22-08-37-24.jpg

Screenshot_2024-06-02-22-09-05-05.jpg


বিয়ের পর প্র়থম যেদিন রফিকুল শ্বশুর বাড়িতে ঘুরতে যায় , সেদিনও মিষ্টির বদল ডিম নিয়ে তাদের বাড়িতে যায় ৷ তাতে অবশ্য রাজিয়া মন খারাপ করে , তবে মন খারাপ করেও যে কেনো লাভ হবে না সেটা রাজিয়া বোঝে ৷ রফিকুল রাজিয়াকে তার বাবার বাড়িতে রেখে দোকান চলে যায় ৷ সন্ধ্যা বেলায় এসে আবার বাসায় নিয়ে চলে যায় ৷ রাজিয়া বাবার বাড়ি থেকে আসার সময় অবশ্য তার অ্যান্ড্রয়েড ফোনটা সাথে নিয়ে আসে ৷


Screenshot_2024-06-02-22-09-53-33.jpg

Screenshot_2024-06-02-22-10-11-32.jpg


রাতে রফিকুল আড্ডা দেওয়ার সময় হঠাৎ জানতে পারে তার ডিমের গাড়ি উল্টে গেছে ৷ এতে সে টেনশনে পড়ে যায় , অনেক টাকা ক্ষতি হবে তার ৷ সে তাড়াহুড়ো করে উল্টে যাওয়া গাড়ির কাছে যায় খোজখবর নিতে ৷ পরের দিন সকালে রফিকুল খিটখিটে মেজাজ নিয়ে বাড়িতে গেলে তার বৌউ রাজিয়া প্রশ্ন করতেই থাকে ৷ এতে রফিকুল রেগে গিয়ে প্রতিবারের মতো থাপ্পড় দিতে গিয়ে উল্টো রাজিয়ার হাতে থাপ্পড় খায় ৷ লেগে যায় তাদের মারামারি , রফিকুল একটার পর একটা কিল ঘুষি খেতে থাকে ৷ রাজিয়া ফোন দেখে দেখে ফাইট করা শিখেছে ৷ সব মিলিয়ে রফিকুলের বারোটা বাজিয়ে দেয় রাজিয়া ৷ এসব দেখে ফেলে তার মা এবং বোন ৷


Screenshot_2024-06-02-22-10-30-96.jpg

Screenshot_2024-06-02-22-10-36-38.jpg


পরে এসব বিষয় নিয়ে তাদের দুপরিবারের কথাবার্তা হয় ৷ রফিকুলের মা এমন বৌমা রাখবে না , তাই রফিকুলকে বলে রাজিয়াকে ডিভোর্স দিতে ৷ কিন্তু রফিকুল ডিভোর্স দেয় না , সে তার নিজের ভুল বুঝতে পারে না ৷ এবং শেষমেশ তাদের আবার মিল হয় এবং গল্পটা এখানেই শেষ হয় ৷


Screenshot_2024-06-02-22-12-33-28.jpg

Screenshot_2024-06-02-22-13-07-06.jpg


রেটিং:-০৮


আমার মতামত:-

পরস্পর এই নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ নাটকের গল্প এবং সবার অভিনয় সব মিলিয়ে অসাধারণ হয়েছে ৷ নাটকের গল্পটা বেশ মজার ছিলো , কিছু কিছু দৃশ্যে দেখে আমার বেশ হাসি পেয়েছে ৷ আসলে যেকোনো সম্পর্কে ভালোবাসাটা গুরুত্বপূর্ণ ৷ কাউকে অযথাই কষ্ট দেওয়ার আগে ভাবা উচিত কষ্টটা কতটা কষ্টদায়ক ৷ যাই হোক , এই নাটকটি বেশ মজার এবং ভালোলাগা মতো ৷ সময় থাকলে নাটকটি দেখে আসতে পারেন , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ নাটকের লিংক নিচে দেওয়া আছে ৷ ধন্যবাদ



নাটকের লিংক



ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last month 

অনেক সুন্দর একটি নাটকের ভিতরে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। খুবই ভালো লাগলো আপনার এই নাটক তৈরি করা দেখে। এ নাটকটা বেশ কিছুদিন আগে আমি দেখেছি। অনেক সুন্দর একটি নাটক এটা। বেশ দারুন ভাবে আপনি নাটকটা রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56609.34
ETH 2990.64
USDT 1.00
SBD 2.16