আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 days ago

Picsart_24-11-21_20-24-53-553.jpg

লজ্জাবতী ফুল


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে ৷ আমি সময়ে অসময়ে মুঠোফোনে ফটোগ্রাফ করে থাকি ৷ চারপাশের সৌন্দর্য এবং নিজের কাটানো সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করতে আমার অনেক বেশি ভালো লাগে ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেযার করবো ৷ এই ফটোগ্রাফি আমি বিভিন্ন সময় ক্যাপচার করেছি ৷ বিভিন্ন ফুলের ফটোগ্রাফি নিয়েই আজকে এই ছোট্ট ব্লগ ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



কচুরিপানা ফুল

IMG20241117140230_00.jpg

IMG20241117140337_00.jpg


শুরুতে যে ফুলের ফটোগ্রাফি দুটো দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম কচুরিপানা ফুল ৷ আমাদের গ্রামের খাল-বিলে এ সময় এই ফুলগুলো প্রচুর দেখা যায় ৷ খুবই সুন্দর মনোমুগ্ধকর এই ফুলের সৌন্দর্য ৷ আমি একটি ফুল হাতে নিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছি সেদিন ৷ তার থেকেই দুটো ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ৷ আশা করি সবার ভালো লেগেছে ৷



ল্যান্টানা ক্যামারা

IMG20241117114027_00.jpg

IMG20241117114018_00.jpg


এই ফুলের নাম ল্যান্টানা ক্যামারা ৷ ফুলটির নাম একটু অন্যরকম ৷ তবে ফুল গুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর ৷ এই ফুল গুলো আমাদের গ্রামের ছোট জঙ্গলে প্রচুর দেখা যায় ৷ আমি রাস্তার পাশে ছোট এক জঙ্গল থেকে এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছি ৷ ছোট একটা প্রজাপতি ফুলের উপর বসে আছে , এই দৃশ্যটা বেশ চমৎকার ৷ যাই হোক , এই ফুলের নামটা আমি গুগল সার্চ করে জেনেছি ৷



শ্বেতদ্রোণ

IMG20241026162547_00.jpg

IMG20241026162706_00.jpg


এবার ফটোগ্রাফি দুটোতে যে ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম শ্বেতদ্রোণ ৷ যেটা আমি গুগল সার্চ করে জানতে পেরেছি ৷ আমাদের গ্রামের মাঠে কিংবা বিভিন্ন জায়গায় এই ফুল গুলো প্রচুর দেখা যায় ৷ এই ফুলটিকে আমরা ভাউটি ফুল নামেও চিনি ৷ যাই হোক , বেশ কিছু দিন আগে নদীর পাড়ে বসে আড্ডা দেওয়ার সময় আমি এই ফটোগ্রাফি গুলো করেছি ৷ আশা করি ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আপনাদের সবার ৷



লাল জবা

IMG20241018170408_00.jpg

IMG20241018170348_00.jpg


এই ফুল গুলোর নাম জবা ফুল ৷ সবারই হয়তো পরিচিত ৷ আমার কিন্তু ভীষণ পচ্ছেন এই রক্ত জবা বা লাল জবা ফুল ৷ এই ফুলের সৌন্দর্য আমায় ভীষণ ভাবে মুগ্ধ করে ৷ আমার বাড়ির সামনে বড় দুটো জবা ফুলের গাছ ছিলো , যেগুলো এখন নেই , মরে গেছে ৷ খুব মিচ করি ফুলের গাছ দুটোকে ৷ এই ফটোগ্রাফি গুলো আমি শেষ বিকেল একটা দাদার বাড়ি থেকে করেছি ৷ জবা ফুল গুলো চমৎকার ভাবে ফুটে আছে ৷



লজ্জবতী ফুল

IMG20241117113952_00.jpg

IMG20241117114002_00.jpg


এই ফুল গুলোর নামলজ্জাবতী ফুল ৷ আমাদের গ্রামের ছোট জঙ্গলে এই লজ্জাবতী ফুল গুলো দেখা যায় ৷ অযত্নে অবহেলায় বেড়ে ওঠা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এই ফুলের সৌন্দর্য ৷সেদিন হঠাৎ চোখে পড়লো রাস্তার পাশে কিছু লজ্জাবতী ফুলের ৷ দেখা পাওয়া মাত্রই কিছু ফটোগ্রাফি করে নিলাম ৷ আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লেগেছে ৷



তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 21 Nov 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 3 days ago 
 3 days ago 

Daily tasks Complete__

IMG_20241121_201923.jpg

 3 days ago 

বেশ কিছু বনফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার চমৎকার এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবে আপনি ফুলের ফটোগুলো ধারণ করেছেন।

 3 days ago 

আমিতো আপনার ছবি তোলার দক্ষতার বরাবরই প্রশংসা করি। আপনি আজকেও অসাধারণ কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন।
বিশেষ করে কচুরিপানার ছবিটাতে আমার চোখ আটকে গেছে।
এভাবেই এগিয়ে যেতে থাকুন, দোয়া রইল।

 2 days ago 

বাহ খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করছেন। এইরকম একসাথে অনেক গুলো ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 yesterday 

প্রশংসনীয় কিছু ফটোগ্রাফি নিয়ে অ্যালবামটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কচুরিপানার ফুলটি দেখতে দারুন লাগছে। এই ফুলগুলো যখন পুকুর জুড়ে একসাথে অনেক ফুটে থাকে দেখতে ভীষণ সুন্দর লাগে। সুন্দর ফটোগ্রাফি সহ সাবলীল ভাষায় বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 yesterday 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি আজকের এই অসাধারণ ফটোগ্রাফি এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এর মাধ্যমে আপনার কাছ থেকে একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ এখানে আপনি প্রথমে যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷

 yesterday 

আজকে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। তবে কচুরিপানা ফুল গুলো আমাদের এদিকে অনেক দেখা যায় গ্রাম অঞ্চলে।নামলজ্জাবতী ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। চমৎকার ফটোগ্রাফি চমৎকার উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

 16 hours ago 

অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। আমিও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। তাছাড়া ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 96394.48
ETH 3329.30
USDT 1.00
SBD 3.17