নদীর পাড়ে কাটানো কিছু মুহূর্ত
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে বিকেল বেলার সময়টা একটু উপভোগ করার জন্য গিয়েছিলাম নদীর পাড়ে ৷ এখানে আসলে আমার বেশ ভালোই লাগে ৷ টুকটাক মন খারাপের সময় টুকু আমি নদীর পাড়ে এসে কাটিয়ে যাই ৷ সাদামাটা এই নদীর পাড়ে আসলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় ৷ আর বেশ ভালোলাগা অনুভূতিত হয় ৷ ছোট এই নদীটার নাম করতোয়া নদী ৷ পানি প্রায় শুকিয়ে গেছে , অল্প কিছু পানি নদীর মাঝে এঁকে-বেকে চলে গেছে বহুদূর ৷ দেখার মতো তেমন সৌন্দর্য কিছুই নেই ৷ তবুও এই শুকনো নদীটা আমার কাছে বেশ ভালোই লাগে ৷ সময় করে প্রায় বিকেল বেলা আসি আমি এখানে সময়টা একটু নিরিবিলি কাটানোর জন্য ৷ বিশেষ করে খারাপ লাগার সময়টুকু এই নদীর পাড়ে এসে বেশি কাটানো হয় ৷ আজও বিকেল বেলা গেছিলাম এই নদীর পাড়ে ৷ আজকাল অযথাই হুটহাট মন খারাপ হয়ে যাচ্ছে ৷ মন খারাপের কারণ গুলো অজানা ৷ শুধু মনে হয় একা থাকি , একা থাকাই সুখ ৷ চারপাশে এতো ভালো মানুষ তারপরও তাদের বিরক্ত লাগছে ৷ একা থাকার স্বাদ জাগছে খুব ৷ তাই বিকেলে বেলা এই নদীর পাড়ে আসা ৷ সময়টা একটু একান্তই কাটার জন্য ৷
এই নদীর পাড়ের মতো জায়গায় আর তেমন কোথাও নেই ৷ চারপাশে মানুষের কোলাহল ৷ কেবল এই নদীই শান্ত , নেই মানুষের তেমন আনাগোনা ৷ হঠাৎই দু-একজন নদী পাড় হয়ে চলে যাচ্ছে যার যার গন্তব্যে ৷ জীবন আর ব্যস্ততার মাঝে কারো থেমে থাকার সুযোগ নেই এই নদীর বুকে ৷ শুধু ছুটে চলা , কেবল প্রকৃতি আর তার সৌন্দর্য সাদামাটা এই নদীর মাঝে বিলীন হয়ে দারিয়ে আছে ৷ আর আমি বেকার ছেলে নিরব হয়ে এই সৌন্দর্যটাই উপভোগ করে যাচ্ছে নিজের মতো ৷
প্রকৃতি সুন্দর ৷ প্রকৃতির সব কিছুই সুন্দর ৷ এই সৌন্দর্য উপভোগ করতে জানলে জীবনে সুখ পেতে আর কিছুই লাগে না ৷ আমি যত বারই এই সাদামাটা নদীর পাড়ে এসে সময় কাটাই ততবারই অফুরন্ত ভালোলাগা নিয়ে ফিরি ৷ এই সাদামাটা প্রকৃতি আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করে ৷ সেই ছোট থেকে এখানে আসা যাওয়া আমার ৷ এই সাদামাটা নদীর সাদাকালো দৃশ্যে গুলো আমার তবুও বারবার মন কাড়ে ৷
সময় যত ফুরিয়ে যায় , তত চারদিকে ঘন কুয়াশা নামতে শুরু করে ৷ মানুষের আনাগোনাও কমে যায় শূন্যে ৷ আর তখনই প্রকৃতির ছবি বদলে যায় আরো নতুন রূপে ৷ সেই প্রকৃতির রূপ যেনো আরো বেশি সুন্দর ৷ চারদিকে সন্ধ্যার ঘন কুয়াশা , জনমানব হীন নদীর পাড়টা যেনো প্রকৃতির সেরা সৌন্দর্য ৷ এই সৌন্দর্য উপভোগ করার মাঝেই সুখ খুঁজে পায় নিরব ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 16 Jan 2025
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
https://x.com/Nirob7000/status/1879967110534951103?s=19
মনের কি দোষ বলুন?
মনের যা প্রয়োজন সেটা সে যদি খুঁজে না পায় ঠিক তখন হুট করেই খারাপ হয়ে যায়। আর আপনি যে সময়টা পার করছেন, সেটা বর্ষার আকাশের মতো, হুট করেই বৃষ্টি নেমে যায় 😄
যাইহোক মন ভালো করতে নদীর পাড়ে ভ্রমণ করে চমৎকার পোস্ট নিয়ে হাজির হয়েছেন। ধন্যবাদ নিজের মনের অনুভূতিগুলো গুছিয়ে লিখার জন্য।
নদীর পাড়ে ঘুরাঘুরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আপনি তো দেখছি নদীর পাড়ে গিয়ে অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন। নদীর পাড়ের সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। এরকম জায়গায় সময় কাটালে মন মাইন্ড অনেক ভালো হয়ে যায়। ভালো লাগলো আপনার কাটানো পুরো মুহূর্তটা দেখে।
নদীর পাড়ে কাটানো মুহূর্তটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। খুব ভালো সময় কাটিয়েছিলেন নদীর পাড়ে। নিশ্চয়ই আপনার কাছে অনেক ভালো লেগেছিল, এত সুন্দর ভাবে নদীর পাড়ে ঘুরাঘুরি করতে। ঘুরাঘুরি করার সময় সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন দেখে আরো ভালো লাগলো।
প্রকৃতি মানেই সুন্দর কিছু। আর নদীর এমন সৌন্দর্য বরাবরই আমাকে আকৃষ্ট করে বরাবরই। আহ কী সুন্দর। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। নদীর পাড়ে সময় টা বেশ দারুণ কাটিয়েছেন আপনি ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ভাইয়া মন খারাপ থাকলে নদীর ধারে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আমি নিজেও মাঝেমধ্যে চেষ্টা করি নদীর ধারে ঘুরতে। আপনি দেখছি করতোয়া নদীর ধারে ঘুরতে গিয়ে ভালোই সময় কাটিয়েছেন। আর নদীর ধারে গেলে এমনিতে বিকেল বেলা মোটা মটি মানুষ থাকে। আর শীতকাল আসলে নদীর ধারে গেলে পানি না থাকলে ঘুরতে বেশ ভালো লাগে। আপনার পোস্টটি দেখে সত্যি অনেক ভালো লাগলো।