শান্ত প্রকৃতির ছোঁয়া

in আমার বাংলা ব্লগ28 days ago

IMG20240527175643_00.jpg

প্রকৃতির ছবি


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ আজকের দিনটা অন্যান্য দিন তুলনায় একটু বেশিই ভালো ছিলো আমার কাছে ৷ সারা দিন মেঘলা আকাশ ঠান্ডা বাতাস ৷ নেই রোদ , নেই বৃষ্টি ৷ ভীষণ ভালো লাগার মতো একটা দিন ছিলো আজ ৷ তবে আজকের এই দিনটা আমার কাছে ভালো লাগার আরো একটা কারণ আছে ৷ সেটা নাহয় পরে বলছি ৷ গত কয়েক দিন আগে যা অবস্থা ছিলো , তা বলার মতো নয় ৷ প্রচন্ড রোদ আর গরমে প্রায় নাজেহাল অবস্থা ৷ একটু স্বস্তির জন্য মানুষ বৃষ্টির প্রার্থনা করেছে ৷ তবুও বৃষ্টির দেখা নেই ৷ তারপর মাঝখানে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেলো ৷ তবে আমাদের এদিকে এ পর্যন্ত হাতেগোনা তিন/চার বার বৃষ্টি হয়েছে তাও খুব বেশি না ৷ রোদ আর গরমের মাঝেই চলছে ৷ তবে মাঝে মাঝে এমন ঘনকালো মেঘলা আকাশ দেখা যায় ৷ চারিদিকে অন্ধকার নামে , এই বুঝি বৃষ্টি হবে হবে ! তবে না হয়ে সেখানেই থেমে যায় ৷


IMG20240527182038_00.jpg

IMG20240527175643_00.jpg


আজকের আকাশটাও বেশ মেঘলা ছিলো সকাল থেকে ৷ নেই রোদ , নেই বৃষ্টি ৷ আকাশে কালো মেঘ গুলো ঘুরছে ঠিক-ই ৷ বৃষ্টি হবে , হবেনা এর মাঝামাঝি ওয়েদার ৷ এমন পরিবেশ আমার কাছে একটু বেশিই ভালো লাগে ৷ প্রকৃতির এক অন্য ছবি দেখা যায় ৷ যে ছবি ভীষণ ভালোলাগা , মুগ্ধতার ৷ আজকের এমন মেঘলা ওয়েদার দেখে এমনই একটা দিনের কথা মনে পড়ে গেলো ৷


IMG20240527175627_00.jpg

IMG20240527180215_00.jpg


এই তো সপ্তাহ দুইএক আগে হবে ৷ সেদিনও সকাল থেকে আকাশটা বেশ মেঘলা ৷ ভাবলাম একটু ঘুরে আসি ৷ দিন যত যাচ্ছে ব্যস্ততা বেড়েই চলছে ৷ সেদিন শান্ত মেঘলা আকাশ দেখে ঘুরতে বের হলাম বন্ধু সহ ৷ এমনিতেও এখন আগের মতো ঘোরাঘুরি হয় না ৷ তাই সেদিন এমন মিষ্টি ওয়েদার দেখে ঘুরতে বের হলাম ৷ বিকাল বেলা , চলে গেলাম করতোয়া নদীর পাড়ে ৷ এই নদীটা আমার এখান থেকে কাছাকাছিই আছে ৷ তবে আমরা একটু দূরেই গেলাম ৷ সেখানে নতুন দুটো ব্রীজ হচ্ছে পাশপাশি ৷ মূলত নদীর সৌন্দর্য আর নতুন ব্রীজের কাজ দেখবো বলেই সেখানে যাওয়া আমাদের ৷ চলেও গেলাম সেখানে , সব কিছুই ঠিকঠাক ৷ তবে সন্ধ্যার আগ মুহূর্তে বাতাসের তীব্রতা বেড়ে গেলো ৷ পাশাপাশি আকাশটা আরো বেশি মেঘলা হলো ৷ তবে আমরা সেদিকে পাত্তা না দিয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করেই যাচ্ছি ৷ নদীর পাড়ে বসে দেখছি প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য ৷ বেশ ভালোই লাগছে সবটা ৷ মনে হচ্ছে এখানেই সুখ ৷ তারপর আরো কিছু সময় থেকে দু-চারটা ফটোগ্রাফি করে সন্ধ্যার পর আমরা বাড়ির পথে আসতে শুরু করি ৷ আর এখানেই শুরু হয় আমাদের দারুণ এক অভিজ্ঞতার ৷


IMG20240527180237_00.jpg

IMG20240527175702_00.jpg


খানিকটা দূরের ই পথ ছিলো ৷ মাঝপথে এসে বাতাসের তীব্রতা আরো বেড়ে যায় ৷ সেই সাথে আকাশের গর্জন , মনে হচ্ছে এই বুঝি কালবৈশাখীর ঝড় নামবে ৷ গ্রামের ছোট রাস্তা , দুপাশে বেশ বড় বড় গাছ ৷ বড় মাঠের মাঝ দিয়ে চলে গেছে সেই রাস্তা , হঠাৎই কয়েকটা বসতবাড়ি ৷ আসার সময় রাস্তার দুপাশের গাছ গুলো প্রচন্ড বাতাসে দোল খাচ্ছে , মনে হচ্ছে এই বুঝি ভেঙ্গে পড়বে বোধহয় ৷ আকাশটাও বেশ ভালো চমকাচ্ছে ৷ সব মিলিয়ে দারুণ একটা অবস্থা , ভয় পাইয়ে দিয়েছে ৷ আমরা সেভাবেই আস্তে আস্তে বাড়ি চলে আসি ৷ বাড়িতে আসার খানিকটা পর বৃষ্টি শুরু হয় ৷ প্রচন্ড বাতাসে কিছুটা সময় বেশ ভালোই বৃষ্টি হয় ৷ এরপর আবার সব স্বাভাবিক হয়ে যায় ৷ যাই হোক , আজকের এই মেঘলা দিনটা দেখে সেদিনের এই গল্পটা মনে পড়ে গেলে , তাই শেয়ার করে নিলাম ৷ আশা করি সবার ভালো লেগেছে ৷



তবে আজকের এই দিনটাও ভালো লাগার কারণ সেই ঘোরাঘুরি ই ৷ শান্ত মেঘলা আকাশ , নেই রোদ , নেই বৃষ্টি ৷ এমন সময়ে আমার ঘোরাঘুরি করতে অসম্ভব ভালো লাগে ৷ তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো এবং আমার অনুভূতি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ প্রকৃতির ছবি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 08 Jun 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 28 days ago 

ঠান্ডা আবহাওয়ার মধ্যে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।তবে, বিশেষ করে মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনি আজকে মেঘাচ্ছন্ন আকাশের খুবই সুন্দর একটি ভিডিও ফুটেজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা ভিডিও টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 28 days ago 

আসলে এরকম ওয়েদার অনেক ভালো লাগে। থাকবে না রোদ,থাকবে না বৃষ্টি সেই সাথে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে পেলে তো কোনো কথাই নেই। আসলে এরকম ওয়েদার মাঝে মাঝে দেখতে পেলে মন্দ হয় না। যাইহোক আপনার আজকের পোস্টের মাধ্যমে প্রকৃতির বেশ কিছু সুন্দর দৃশ্যের ছবি এবং ভিডিওগ্রাফি দেখতে পেরে বেশ ভালো লাগলো। সেদিন প্রকৃতির বেশ সুন্দর একটি রূপ দেখতে পেয়েছিলেন। আর ফটোগ্রাফির মাধ্যমে সে দৃশ্যগুলো দেখতে পেরে অনেক ভালো লাগলো। যাইহোক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

রোদ বৃষ্টি না থেকে এরকম মেঘলা আকাশ থাকলে ঘোরাঘুরি করতে সত্যিই খুব ভালো লাগে। এরকম সুন্দর ওয়েদারের সাথে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।‌ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

আমার কাছেও অনেক ভালো লাগে এ ধরনের মেঘলা সুন্দর দিনগুলো। এরকম সুন্দর শান্ত প্রকৃতির মাঝে সময় কাটাতে সত্যি অনেক বেশি ভালো লাগে। করতোয়া নদীর নাম অনেকবার শুনলেও কখনো দেখা হয়েছিল না তবে আজকে আপনার পোস্টে দেখতে পেলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56609.34
ETH 2990.64
USDT 1.00
SBD 2.16