কাগজের তৈরি নকশা কাটিং

in আমার বাংলা ব্লগ9 months ago

IMG20240219165120_00.jpg

কাগজের তৈরি নকশা ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি একটি নতুন নকশা কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে কাগজ কাটিং করতে আমার বেশ ভালোই লাগে ৷ আমি মাঝে মাঝেই এ ধরনের নকশা গুলো কাটিং করি ৷ এই নকশা গুলো দেখতেও আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ বেশ কিছু দিন ধরে আমি কাগজের এই নকশা গুলো কাটিং করে আসছি ৷ এখন অনেকটাই ভালো লাগা তৈরি হয়েছে এই কাজ গুলোর প্রতি ৷ না করলে কেমন জানি ফাকা ফাকা লাগে ৷ আজকেও কাগজের তৈরি একটি নকশা কাটিং ডিজাইন করতে বসলাম ৷ এবং নতুন একটা ডিজাইন সিলেক্ট করে কাগজের সুন্দর একটি নকশা তৈরি করলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে কাগজের এই নকশাটি৷ আসলে রঙিন কাগজের তৈরি এই নকশা ডিজাইন গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ৷ আর এই নকশা ডিজাইন গুলোও তৈরি করা খুব একটা কঠিন নয় ৷ তবে পাতলা কাগজ হলে এই নকশা গুলো সুন্দর ভাবে তৈরি করতে সহজ হয় ৷ যাই হোক , আজ আমি আপনাদের মাঝে একটি কাগজের তৈরি নকশা শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন শুরু করি .



প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন কাগজ ,
  • পেন্সিল ,
  • রাবার এবং
  • কাঁচি ৷

কাটিং প্রক্রিয়াঃ

IMG20240204094913_00.jpgIMG20240204094938_00.jpg

শুরুতে একটি পেপার নিয়ে হবে এবং সেটি সঠিক ভাবে ভাঁজ করে নিতে হবে ৷

IMG20240204095030_00.jpgIMG20240204095041_00.jpg

আমি কাগজের ভাঁজ গুলো সমান ভাবে করে নেওয়ার চেষ্টা করেছি ৷

IMG20240204095113_00.jpgIMG20240204095140_00.jpg

কাগজের ভাঁজ শেষ হলে উপরের বাড়তি অংশ কেটে নিয়েছি ৷

IMG20240219164440_00.jpgIMG20240219164819_00.jpg

এরপর পেন্সিল দিয়ে ডিজাইন এঁকে নিয়েছি ৷ এবং কাঁচি দিয়ে কাটিং করে নিয়েছি ৷

IMG20240219164845_00.jpgIMG20240219164906_00.jpg

কাটিং করার পর কাগজের ভাঁজ গুলো খুলে নিতে হবে ৷

IMG20240219164940_00.jpgIMG20240219165041_00.jpg

কাগজের ভাঁজ গুলো অবশ্যই ধীরে ধীরে খুলতে হবে , নয়তো ডিজাইন টি নষ্ট হয়ে যেতে পারে ৷

IMG20240219165048_00.jpgIMG20240219165053_00.jpg

আমি কাগজের ভাঁজ গুলো আস্তে আস্তে খুলে নিয়েছি ৷

IMG20240219165111_00.jpg

এবং আমার তৈরি কাগজের নকশাটি দেখতে এমন হয়েছে ৷

IMG20240219165103_00.jpg

IMG20240219165120_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকঋা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || ১৮-০২-২০২৪


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

কাগজ দিয়ে তৈরি নকশাটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। কাগজ দিয়ে নকশা তৈরি করার ক্ষেত্রে কাগজকে ভাঁজ করে নিয়ে তার উপর সুন্দর করে চিত্র অঙ্কন করে দিয়ে সেটা কাঁচি দিয়ে কেটে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 9 months ago 

সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন আপনি । কাগজের নকশাগুলো তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই কাগজের নকশাগুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। নকশা তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন ।এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

আমার তৈরি কাগজের নকশাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

 9 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন থেকেই দেখে আসছি কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর নকশা তৈরি করে শেয়ার করেছে। আপনার তৈরি করা নকশাটি ও আমার কাছে খুবই ভালো লাগলো।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ,আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 9 months ago 

এ ধরনের কাগজের নকশাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তবে এই নকশা তৈরির সময় ভাঁজ ও কাগজ কাটিং ক্ষেত্রে বেশ খেয়াল রাখতে হয় । তা না হলে ডিজাইনটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে।বেশ সুন্দর হয়েছে আপনার কাগজের ডিজাইনটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 9 months ago 

এই কমিউনিটিতে অনেকেই কাটিং করে নকশা তৈরি করার পোস্ট শেয়ার করে থাকেন। আমিও দু-একবার চেষ্টা করেছি তবে সফল হইনি। আপনি আজকে যে পেপার কাটিংটি শেয়ার করেছেন এটি আমার কাছে বেশ ইউনিক এবং অসম্ভব সুন্দর লাগলো। আপনার কাটিংটাও বেশ দক্ষতার সাথে করেছেন বলে আউটপুট এক কথায় চমৎকার এসেছে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ দিদি , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 9 months ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি নকশা টি বেশ চমৎকার হয়েছে। সাদা কাগজ হওয়ার কারণে কাটতে বেশ সুবিধা হয়েছে মনে হয় ।কেননা রঙিন কাগজগুলো বেশ মোটা হয়ে থাকে। কাটার ক্ষেত্রে বেশ ঝামেলা পোহাতে হয় ।আপনার নকশাটি দেখতে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 9 months ago 

কাগজের তৈরি নকশা কাটিং বেশ সুন্দর হয়েছে। পেপার কাটিং ডিজাইন বেশ অসাধারণ লাগছে দেখতে। আসলে কাগজ কেটে যে কোন জিনিস তৈরি করলে দেখতে বেশ সুন্দর লাগে। পেপার কাটিং ডিজাইন করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 9 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98129.50
ETH 3322.67
USDT 1.00
SBD 3.05