আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি 🥀
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে ৷ তাই ফুল দেখলেই মুঠোফোনে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ আজকে আমি আপনাদের মাঝে অন্যরকম কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ এই ফুল গুলো মাঠের এবং গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করে ৷ আমার খুবই পরিচিত এবং ভালোলাগার মতো ফুল ৷ গ্রামের মাঠে এবং চারপাশে সচরাচর এই ফুল গুলো দেখা যায় ৷ নিজ গ্রামে ঘোরাঘুরি'র ফাকে যখনই এই ফুল গুলো চোখে পড়েছে তখনি ফটোগ্রাফি করেছি ৷ আশা করি আমার তোলা এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার দেখে আসা যাক , আমার তোলা কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি ৷
শুরুতেই ঝিঙে ফুলের দুটো ফটোগ্রাফি ৷ এই ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য সত্যিই চমৎকার ৷ যতবারই দেখি ততবারই ভীষণ ভালো লাগে ৷ গ্রামের চারপাশে সব জায়গায় মোটামুটি এই ঝিঙে ফুল গুলো দেখা যায় ৷ গ্রামে যে যার মতো নিজেদের চাহিদা মেটাতে ঝিঙে চাষ করে বাড়ির পাশে ৷ আর চাষ করা ঝিঙের ছোট বাগানে এই ফুল গুলো ফুটলে দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ আশা করি আমার তোলা ঝিঙে ফুলের এই ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লাগবে ৷
সরিষা ফুল ৷ এই ফুলের সৌন্দর্যও দেখার মতোই ৷ গ্রামের মাঠে যখন সরিষা চাষ করে , তখন এই ফুলের সৌন্দর্যে সেখানকার পরিবেশ বদলে যায় ৷ প্রকৃতির এক মনোমুগ্ধকর সৌন্দর্য দেখা যায় ৷ ছোট হলুদ রঙের সরিষা ফুল গুলো দেখতে সত্যিই ভীষণ চমৎকার হয় ৷ খুবই ভালো লাগে এই ফুলের সৌন্দর্য ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে সরিষা ফুলের এই ফটোগ্রাফি দুটো ৷
সাদা সরিষা ফুল ৷ হলুদ রঙের সরিষার মাঝে হঠাৎই সাদা রঙের এই সরিষা ফুল গুলো দেখা যায় ৷ আর এই রঙের সরিষা ফুল গুলোও দেখতে অসম্ভব ভালো লাগে ৷ হলুদের মাঝে একটুকরো সাদা রঙের সরিষা ফুল দেখতে সত্যিই আমার ভীষণ ভালো লাগে ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে সাদা রঙের এই সরিষা ফুল দুটো ৷
লাউ ফুল ৷ শীতের চমৎকার একটি সবজি লাউ ৷ লাউ ফুলের সৌন্দর্য যেনো আরো বেশি চমৎকার ৷ সাদা রঙের এই লাউ ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর হয় ৷ গ্রামের সব জায়গায় কমবেশী এই লাউ ফুল গুলো দেখা যায় ৷ খুবই ভালো লাগে সাদা রঙের এই ফুল গুলো দেখতে আমার ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি দুটোও আপনাদের সবার ভালো লাগবে ৷
শিম ফুল ৷ শীতের আরো একটি চমৎকার সবজি শিম ৷ শিম সবজির চমৎকার ফুল গুলো দেখতে আরো বেশি সুন্দর ৷ শিম ফুলের সৌন্দর্য দেখলে বেশ ভালোই লাগে ৷ বাড়ির পাশে লাগনো শিম বাগান থেকে এই শিম ফুলের ফটোগ্রাফি গুলো করে ছিলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই ফটোগ্রাফি পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ redmi not10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 30 Jan 2025
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আসলে প্রত্যেকটি ফটোর ডিটেইলস অনেক বেশি ভালো ছিল এবং ফ্রেমিং অনেক বেশি ভালো ছিল। প্রত্যেকটা ছবিও আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ দাদা
https://x.com/Nirob7000/status/1884995525021487302?s=19
আপনি আজকে চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে
একদম ফসলের মাঠ থেকে ধারণ করা ছিল আপনার ফটোগ্রাফি গুলো। অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেকটা আমার কাছে ভালো। যেখানে মুলার ফুল সরিষার ফুল লাল সবজির ফুল স্থান করে নিয়েছে। প্রাকৃতিক পরিবেশ থেকে এমন সবজি বা ফসলের ফুল ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। সরিষা ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফোটোগ্রাফির সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বৈচিত্র্যময় মুলা ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা ফুল গুলো দেখে।আপনি চমৎকার ক্যাপচার করেছেন প্রতিটি ফুলের। সাধারন ফুলগুলো অসাধারণ হয়ে উঠেছে সুন্দর ক্যাপচারের কারনে।অসংখ্য ধন্যবাদ জানাই শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ৷
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ঝিঙে ফুল, সরিষা ফুল চমৎকার লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা করেছেন। সুন্দর গুছিয়ে বর্ণনা করে দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আপনার গ্রামীন পরিবেশে ঘোরাঘুরি করার সময় আপনার চোখে পড়া বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করে আজকের ফটোগ্রাফি পোস্টে উপস্থাপন করেছেন। আসলেই গ্রামীণ সৌন্দর্য অপরূপ মায়াময় সেটা আপনার আজকের পোস্টে আবারো নতুন করে দেখতে পেলাম। ঝিঙ্গে ফুল, সরিষা ফুল, লাউ ফুল সবমিলিয়ে দারুন ছিল আপনার ফটোগ্রাফি পোস্ট টি। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আপনি দেখছি অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন
যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে ।সবথেকে সিমের ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো। ধন্যবাদ শুভকামনা রইল।
ছবি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷