আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ ভালোলাগার মুহূর্ত গুলো কিংবা সুন্দর কেনো দৃশ্য দেখলে তা মুঠোফোনে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি ৷ সুন্দর মুহূর্ত গুলো তো আর ধরে রাখা সম্ভব না , তবে তার স্মৃতি গুলো ধরে রাখা যায় মুঠোফোনে ক্যাপচার করে ৷ তাই কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি ভালোবাসা আর ভালোলাগা থেকে ৷ কিছু কিছু মুহূর্ত আবার ক্যাপচার করা হয় কাজের জন্য ৷ সব মিলিয়ে এখন কারণে অকারণে ফটোগ্রাফি করা হয় ৷ তবে সব সময় আর সেই সুযোগ থাকে না ৷ যখন সুযোগ পাই তখন ইচ্ছে মতো ফটোগ্রাফি করি ৷ এই যেমন আজকের এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমি পুজোর সময় করেছিলাম ৷ তখন ঘোরাঘুরি আর ফটোগ্রাফিতে বেশ জমে ছিলো সময়টা ৷ সে সময় আমি এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম ৷ তার থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে আগেই শেয়ার করেছি ৷ আজ আবারও নতুন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমি পুজোর সময় করেছিলাম ৷ পুজোর মেলায় বেশ কিছু আর্টিফিশিয়াল ফুলের দোকান এসেছিলো ৷ সেখান থেকেই এই ফুলের ফটোগ্রাফি গুলো করা আমার ৷ সেই দোকানে অসংখ্য আর্টিফিশিয়াল ফুল ছিলো ৷ যার প্রত্যেকটাই দেখতে অসম্ভব সুন্দর ৷ দূর থেকে এই ফুলের সৌন্দর্য দেখে কাছে যাই , আর কিছু ফটোগ্রাফি করি এই আর্টিফিশিয়াল ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ৷
এই আর্টিফিশিয়াল ফুলের গুলো দেখতে ভীষণ সুন্দর ৷ আমার কাছে প্রত্যেকটা ফুল দেখতে অসম্ভব ভালো লেগেছে ৷ আলাদা আলাদা রং আর সৌন্দর্যে ভরে আছে প্রত্যেকটা ফুল ৷ আর্টিফিশিয়াল ফুল গুলোর এই চমৎকার সৌন্দর্য দেখে আর চুপ থাকতে পারনা , হাতের মুঠোফোনে বেশ কিছু ফটোগ্রাফি করে নিই ৷ ফুলের মতোই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করেছি , কিছুটা সময় নিয়ে ৷ ফটোগ্রাফি গুলো কেমন হয়ে আশা করি মন্তব্য করে জানাবেন ৷
ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ৷ এই আর্টিফিশিয়াল ফুল গুলোর মাঝেও সেই সৌন্দর্য ফুটে উঠেছে ৷ দেখতে ভীসণ ভালো লাগছে প্রত্যেকটা ফুল ৷ এখানে বেশ কিছু ফুল আছে আলাদা আলাদা ডিজাইন এবং রঙ্গের ৷ নাম জানা অজানা ফুলের মতোই দেখতে এই সব আর্টিফিশিয়াল ফুল গুলো ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 02 Dec 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
পূজোর সময়ে তোলা আর্টিফিশিয়াল ফুলের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আর্টিফিশিয়াল ফুল আমার কাছেও অনেক ভালো লাগে। তারজন্য বেশ কিছু ফুল কিনে আমি আমার ঘর সাজানোর চেষ্টা করেছি। বাস্তবের ফুল থেকে আর্টিফিশিয়াল ফুল কোন অংশে কম নয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
https://x.com/Nirob7000/status/1863806481956839847?s=19
আপনি দেখতেছি পুজোর সময় ঘুরতে গিয়ে চমৎকার আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে বাস্তবে ফুল থেকেও সুন্দর। আবার এই ফুলগুলো দিয়ে ঘর সাজানো দেখতে চমৎকার লাগে। সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।