আমার নিজের ফটোগ্রাফি || আমার স্বপ্নের ফটোগ্রাফি || নং:০১

হ্যালো.......
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ, আমি @nirob1613 বাংলাদেশ থেকে বলছি।

1000012268.jpg

আসসালামু আলাইকুম,

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহ্ তায়ালার রহমতে ভালো আছি। আজ আমার কিছু স্বপ্নের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন।


ছবি তুলতে বা ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে? পৃথিবীর প্রায় সকল মানুষই ছবি তুলতে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নই। সেই প্রাচীনকাল থেকেই মানুষ তার স্মৃতিগুলোকে স্মৃতিবন্দী করে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে আসছে। কালের বিবর্তনে মানুষ তৈরি করেছে ক্যামেরা। ফটোগ্রাফিকে আরও সহজলভ্য করতে আমরা এখন ব্যবহার করছি মোবাইল ফোন।
আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই মাঠে গেলাম কিছু ফটোগ্রাফি করতে। কিছুদূর হাঁটার পরেই সামনে দেখতে পেলায় পাট ক্ষেত। আকাশে উজ্জ্বল সূর্য দেখতে বেশ ভালো লাগছিল তাই আমিও এই সুযোগকে কাজে লাগিয়ে একটি ছবি তুলে নিলাম। পাট গাছ
তারপর চোখে পরল একটি ঝাল ক্ষেত এবং দেখতে পেলাম একটি গাছে একটি ঝাল পেকে লাল হয়ে আছে। ঝাল দিয়ে একটা সুন্দর ফটোগ্রাফি করে ফেললাম।
ঝাল ও প্রকৃতি
হঠাৎ নিচে তাকালাম এবং তাকাতেই চোখে পড়লো উলু বন (স্থানীয় ভাষায় আমরা বন গাছ বলি)। কিছুটা জায়গা জুড়ে আছে এই বন। গাছে ফুটে আছে অনেক ফুল যা দেখতে অনেকটা কাশফুলের মত। ফুলগুলো সাধারন মনে হলেও প্রকৃতির মাঝে এগুলোকে দেখে মুগ্ধ হলাম। তাই লোভ সামলাতে পারলাম না, তুলেই ফেললাম ছবি। উলু ফুল

প্রকৃতির মাঝে আলাদা করে সৌন্দর্য খুঁজতে নেই প্রকৃতিটাই সৌন্দর্যের লীলাভূমি। নিচে আরো কিছু উলু ফুলের ছবি দেওয়া হলো।

উলু ফুল ও সূর্য
অনেকক্ষণ মাঠে থাকায় বাসার পথে রওনা হলাম কিন্তু হঠাৎই সামনে পড়লো একটি বন পেটারি গাছ (স্থানীয় ভাষায় ফটকা গাছ বলি)। ফটকা গাছ ও ফল
বাসায় যাওয়ার পথে হঠাৎ দেখতে পেলাম একটি লাউ গাছ। গাছের মাথায় কিছু কুঁড়ি ফুটেছে। লাউ গাছ

প্রকৃতির মায়াকে অস্বীকার করা কঠিন।


এই কাজে ব্যবহার করেছি:-

মোবাইলRedmi 13c
ফটোগ্রাফার@nirob1613
লোকেশনঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলামাঠে
আশা করি আমার লেখা ও ফটোগ্রাফি গুলো ভালো লাগবে সবার। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।শেষ পর্যন্ত পাশে থাকার জন্য

ধন্যবাদ

@nirob1613

Sort:  
 24 days ago 

ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর লাগছে প্রতিটা ফটোগ্রাফি একদম পুরোপুরি স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন যার কারণে বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 24 days ago 

আমারও সেটাই মনে হয় প্রাচীনকাল থেকেই মানুষ নিজেদের স্মৃতিগুলো অনেক রকম ভাবেই ধরে রাখার চেষ্টা করেছে কেউ কেউ অঙ্কনের মাধ্যমেও অনেক স্মৃতি ধরে রাখে। যাই হোক স্মৃতি ধরে রাখাটা আমার কাছে বরাবরই মধুর মত মনে হয় কারণ সেটা সবসময়ই সুন্দর। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আমি চেষ্টা করেছি স্বচ্ছতার সাথে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 24 days ago 

ইদানিং ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাছাড়া ও এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন ফটোগ্রাফি গুলো দেখে অনেক আনন্দ উপভোগ করি। আপনি খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করলেন। অসাধারণ হয়েছে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66703.61
ETH 3518.80
USDT 1.00
SBD 2.68