কিছু কিছু বন্ধু জীবনে না থাকাই ভালো।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
'কিছু কিছু বন্ধু আমাদের জীবনে না থাকাই ভালো' এই কথাটা বলতে বা ভাবতে আমাদের অনেক কষ্ট হয়ে থাকে কারণ বন্ধু মানেই আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি মানুষ যাকে আমরা জেনে বুঝে বা অজান্তেই অনেক বেশি ভালোবেসে ফেলি এবং আমাদের মনের মধ্যে অনেক সুন্দর জায়গায় স্থান দিয়ে থাকি। তবে এই কথাটা কিন্তু অনেক গুণ সত্যি কথা কারণ কিছু কিছু বন্ধু আমাদের বন্ধু হয়েও শত্রুর মত কাজ করে থাকে। আমাদের ভালো করার থেকে উল্টো আমাদের জন্য খারাপ হয় সেই কাজটাই করে। আর সব সময় এটাই চায় আমাদের যেন খারাপ হয় এবং তাদের থেকে কখনোই যেন বেশি উন্নতি আমাদের না হতে পারে। আসলে তারা বন্ধু হলেও আমাদের প্রতিনিয়ত হিংসা করেই চলে। আর এই কিছু কিছু বন্ধু সর্বদা আমাদের বিপদে দেখে বেশি খুশি হয়। এবং অনেক সময় তারা ইচ্ছা করেও আমাদের বিপদে ফেলার চেষ্টা করে থাকে। তাই আমার মনে হয় এরকম বন্ধুর থেকে শত্রু থাকা অনেক ভালো। কারণ অন্তত সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সে আমাদের শত্রু এবং তার দ্বারা আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু যারা বন্ধুর রূপ ধারণ করে মনে মনে শত্রুতা লালন-পালন করে তাদের থেকেই আমাদের ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তবে শুধুমাত্র ভালো বন্ধু আশা করলেই হবে না আমাদেরও ভালো বন্ধু হতে হবে। কারণ কথায় আছে "এক হাতে কখনো তালি বাজে না"।
তাই যদি আমরাও ভালো বন্ধু হই তাহলে ভালো বন্ধু পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরও কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো বন্ধু হয়ে থাকলেও আমাদের বন্ধু ভালো জোটেনা কপালে। আসলে এইসব বন্ধু আমাদের উপরে মিষ্টি ভাষা দিলেও তলে তলে চেষ্টা করে আমাদের প্রতিনিয়ত ক্ষতি করার। আর আমরা যদি আমাদের কাজে মন দেওয়ার চেষ্টা করি অথবা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হই তাহলে এইসব বন্ধু সব সময় চেষ্টা করে আমাদের উৎসাহ যেন নষ্ট হয়ে যায় আর আমরা যেন সে কাজগুলো ভালোমতো করতে না পারি। এছাড়াও আমাদের মধ্যে যে স্পেশাল গুনগলো আছে অথবা স্পেশাল কোন কাজে যে দক্ষতা আছে সেগুলোকে সবসময় চাপা দেওয়ার চেষ্টা করতে থাকে, এবং আমাদের প্রতিনিয়ত এটাই মনে করানোর চেষ্টা করবে যে আমাদের দ্বারা কিছুই হবে না। এছাড়াও এইসব বন্ধু আমাদের প্রতিনিয়ত নিচু দেখানোর চেষ্টা করে, আমাদের মধ্যে কোন কোয়ালিটি নেই কোন কাজ করার এবং কোন কাজই যেন আমরা ঠিকঠাক করে করতে পারিনা সেটাই প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করে। আর এরা নিজেরাই এমন ভাব করবে যে তারাই যেন সর্বগুণ সম্পন্ন। এরাই সব কাজ ভালোভাবে করতে জানে। এদের মধ্যেই সব গুণ রয়েছে। যার ফলে আমাদের কখনোই উন্নতি হতে পারে না। প্রতিনিয়ত এইসব বন্ধুদের কথায় আমাদের মনের মধ্যে প্রভাব পড়ে, যে সত্যি হয়তো আমরা কিছু করতে পারবো না বা আমাদের কিছু করার ক্ষমতাই নেই।
তাই আমার মনে হয় এমন বন্ধু থাকার থেকে না থাকাই ভালো যে সব বন্ধুরা আমাদের উন্নতি কখনোই সহ্য করতে পারে না। এবং আমাদের কোন কাজে উৎসাহ দেওয়ার থেকে নীর উৎসাহিত বেশি করে থাকে। আসলে আমরা যত এইসব বন্ধুদের সংস্পর্শে থাকবো ততই আমাদের অধঃপতন হতে থাকবে। কারণ আমরা নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারব না এবং নতুন কিছু ক্রিয়েটিভ কাজ করতে পারবো না। কারণ এইসব বন্ধুরা আমাদের ক্রিয়েটিভ কাজ বা ভবিষ্যতের উন্নতি মূলক কাজ করতে সব সময় বাধা দিতেই থাকবে, এছাড়াও এসব কাজ করার মানসিকতা নষ্ট করে দেবে। কিন্তু এইসব বন্ধুদের চেনা খুবই কষ্টকর হয়ে ওঠে কারণ এইসব বন্ধুরা মুখে একটি মুখোশ পরে থাকে যা দেখলে মনে হবে এরাই আমাদের আসল বন্ধু আর বাকিরা সব আমাদের ক্ষতি চায়। আর এইসব বন্ধু এতটাই মিষ্টভাষী হয় যে তার প্রত্যেকটা কথা শুনতে খুবই ভালো লাগবে। তবে আমাদের বন্ধুদের অবশ্যই ভালো করে চিনতে হবে যে কে আমাদের ভালো চায় এবং কে আমাদের খারাপ চায়। অনেক সময় আমাদের চারপাশে এমনও বন্ধু থাকে যে আমাদের সাথে হয়তো মিষ্টি ভাষায় কথা বলে না কিন্তু আমাদের সর্বদা ভালই কামনা করে।
এছাড়াও প্রতিনিয়ত চেষ্টা করে যেন আমাদের ভালো হয় এবং আমরা জীবনে ভালো কিছু করতে পারি। আর এইসব ভালো বন্ধুরা প্রতিনিয়ত আমাদের বোঝাতে থাকবে যে আমরা কিভাবে ভালো কিছু করতে পারি, আর কিভাবে আমরা নিজের ভবিষ্যৎকে ভালো করতে পারি। যেসব বন্ধু আমাদের ভালো চায় তারা প্রতিনিয়ত আমাদের ভালো কাজে উৎসাহিত করবে এবং খারাপ কাজ থেকে সব সময় বিরত থাকতে বলবে এবং তারাও চেষ্টা করবে যেন আমরা কোন খারাপ কাজের সঙ্গে যুক্ত না হয়ে পড়ি। অথবা কোন খারাপ নেশা বা খারাপ সঙ্গ দোষে পড়ে না যায়। তাই আমার মনে হয় দশটা খারাপ বন্ধু থাকার থেকে একটা ভালো বন্ধু থাকা অনেক ভালো। কারণ জীবনে ওই একটা ভালো বন্ধুই সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকবে সারা জীবন। কিন্তু যেসব বন্ধু ভালো হওয়ার নাটক করে অথচ আমাদের খারাপ চায় সেসব বন্ধু আমাদের বিপদের সময়ে কখনোই পাশে পাব না। কারণ তারা শুধুমাত্র তাদের স্বার্থ অনুযায়ী আমাদের সাথে মেলামেশা করবে। আমরা যতই এইসব বন্ধুদের ভালোবাসি না কেন তারা আমাদের ক্ষতি চাইবেই। তাই আমাদের প্রতিনিয়ত এমন বন্ধু নির্বাচন করতে হবে যারা আমাদের বন্ধুত্বের মর্যাদা রাখবে, নিঃস্বার্থভাবে ভালবাসবে এবং সর্বদা আমাদের মঙ্গল কামনা করবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
বন্ধু তাদের বলা হয় যারা সুখে দুঃখে পাশে থাকে।কিন্তু যারা বন্ধুরূপে পিছন থেকে ছুরি মারে তাদেরকে প্রতারক ছাড়া কোন উপাধি দেয়া যায় না।এরকম বন্ধু গুলো জীবনে থাকার চেয়ে না থাকা ভালো। দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোয়াল যেমন ভালো ঠিক তেমনি প্রতারক বা ক্ষতিকর বন্ধুর চেয়ে বন্ধু না থাকাই ভালো।
আসলে যে বন্ধুর জন্য নিজে খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় এবং যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না এমন বন্ধু না থাকাটাই ভালো। আসলে বন্ধু মানে অন্তরের বাঁধন একই সাথে পথ চলা। তবে জীবনে ভালো বন্ধু খুবই প্রয়োজন। আর খারাপ বন্ধু জীবনে না থাকাটাই উত্তম। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বন্ধু মানে জীবনের একটি গুরুত্বপূর্ণ মানুষ। যে মানুষটি আমাদের পাশে সুখে-দুঃখে থাকবে।কিন্তু তা না করে যে বন্ধুরা নিজের স্বার্থে আমাদেরকে শুধু ব্যবহার করে যায়।তেমন বন্ধু আসলে না থাকাই ভালো। তাইতো বন্ধু নির্বাচনে আমাদের কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
আসলে আপু বর্তমানে ভালো একজন বিশ্বস্ত বন্ধু পাওয়া অনেক বেশি কষ্টকর। আর যারা বিশ্বস্ত এবং ভালো বন্ধু পেয়ে থাকেন তারা অনেক ভাগ্যবান। যে বন্ধু বিপক্ষে আপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। কিন্তু এখন বেশিরভাগ বন্ধু হচ্ছে স্বার্থপর আপনি ভালো আছেন আপনার ভালো কিছু দেখলেই সে আপনাকে হিংসা করা শুরু করবে এবং আপনার পিছনেই আপনাকে নিয়ে খারাপ কথা বলবে আপনার ক্ষতি করা শুরু করবে। যাই হোক আপনার আজকের এই পোস্টটি পড়ে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে এটা ঠিক বলছেন যে,এগুলো বন্ধু থাকার চেয়ে না থাকায় ভালো। কারণ যে বন্ধু বন্ধুর সফলতা বা বন্ধুর কাজে কোন উৎসাহিত নেই এগুলো বন্ধু না থাকায় ভালো। যাইহোক আপনার পুরো পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
মাঝে মাঝে মজা করে বলি যে তোর মতো বন্ধু থাকলে শএু না থাকলেও চলে। কিন্তু কথাটা যখন যুক্তি সহকারে প্রতিফলিত হয় তখন ব্যাপার টা খুবই বাজে হয়। জীবনে এমন বন্ধু রাখা উচিত না যারা আমাদের সফলতা দেখে হিংসা করে।এরা একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।