মন পাওয়া বড় কঠিন।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এখনকার সময়ে তুমি কারোর জন্য কিছু করবে আর সে সেই কাজের জন্য তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে এটা খুবই কষ্টকর একটি বিষয়। কারণ এখনকার মানুষের কৃতজ্ঞতা বোধ অনেকটাই কমে গেছে। একটা মানুষ কখনোই সবার মন পেতে পারে না অর্থাৎ সবাই যে তাকে পছন্দ করবে বা তাকে ভালোবাসবে এটা অসম্ভব একটি বিষয়। সে তুমি তার জন্য যতই কষ্ট করো না কেন বা তাকে সুখী রাখার যতই চেষ্টা করো না কেন। একটা মানুষকে সবদিক থেকে খুশি রাখা অথবা তার প্রয়োজন মেটানো কখনোই সম্ভব নয়। কারণ মানুষ প্রতিনিয়ত যত পায় তত বেশি আরও তাদের আশা এবং চাহিদা বাড়তে থাকে। এবং সেই চাহিদা যখন সেই ব্যক্তি পূরণ করতে কোন ভাবে অক্ষম হয়ে পড়ে তখন তার আসল রূপ দেখা যায়। এবং তখন সে বুঝিয়ে দেয় যে এতদিনের তোমার পরিশ্রমের ফল পুরোই বৃথা।
অর্থাৎ এতদিন যে সেই ব্যক্তিটি অন্য ব্যক্তিকে সুখে রাখার চেষ্টা করেছে এবং সব চাহিদা পূরণ করার চেষ্টা করেছে সেগুলো মনে না রেখে সে যে চাহিদাটা পূরণ করতে পারেনি সেটাই তাকে প্রতিনিয়ত শোনাতে থাকবে। তাই যার জন্য যতই করা হোক না কেন কোনভাবেই তার মন পাওয়া যাবে না এবং তার প্রিয় মানুষ হয়ে ওঠা হবে না। আমাদের মানুষের ধর্মই যে আমরা সব সময় নেগেটিভ জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়। কে আমাদের জন্য কি করছে বা আমাদের কতটা ভালো রাখার চেষ্টা করছে সেটা না দেখে আমরা প্রতিনিয়ত দেখি যে কে আমাদের জন্য কি করলো না এবং আমাদের চাহিদা বা আমাদের প্রয়োজন মেটালো না। যেমন একজন স্বামী প্রতিনিয়ত তার স্ত্রীর চাহিদা পূরণ করে চলেছে বা বলা যায় স্ত্রীর চাহিদা পূরণ করার চেষ্টা করে চলেছে। তার জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন। যেন তার পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারে। কিন্তু তারপরও কোন এক সময় যদি সে তার স্ত্রীর অথবা তার পরিবারের কোন একটি চাহিদা পূরণ করতে না পারে তখনই সে সবার কাছে হয়ে পড়ে অবজ্ঞার পাত্র।
আর সেই সময়ে তার প্রতি পরিবারের যে ভালোবাসা সেটা মন থেকে হঠাৎ করেই কমে যেতে থাকে। আবার অন্যদিকে দেখা যায় একজন গৃহিণী অথবা একজন ঘরের বউ সে যতই পরিবারের জন্য কষ্ট করুক না কেন বা পরিবারকে ভালো রাখার চেষ্টা করুক না কেন যখনই একটু ভুল হবে তখনই তার কথা শুনতে একটুও কমতি হবে না। যেমন প্রতিদিন সে রান্না ভালো করলেও একদিন যদি তার রান্না একটু খারাপ হয়ে যায় তাহলে তাকে সেটা শুনতেই হবে যে সে রান্না খারাপ করেছে। এছাড়াও প্রত্যেকটা ব্যক্তির প্রতিদিন সুন্দর করে সেবা-যত্ন করা সত্ত্বেও একদিন যদি একটু সেবা যত্নের ত্রুটি পড়ে যায় তাহলে তার অবশ্যই শুনতে হবে যে সে ঠিক করে তাদের সেবা-যত্ন করে না। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে যতই করা হোক না কেন মানুষের মন পাওয়া অর্থাৎ মন জয় করা মোটেও সহজ কাজ নয়। এমনকি পরিবারের ছোট সদস্যদের প্রত্যেক প্রয়োজনীয় জিনিস দেওয়ার পরেও কিছু কিছু আবদার পূরণ না করা হলে তাদেরও বলতে শোনা যায় যে, 'মা-বাবা ভালো নয় আমাকে জিনিসটা কিনে দিল না'।
আমরা যত যাই কাজ করি না কেন বা যত কষ্ট করেই অন্যকে খুশি রাখার চেষ্টা করি অথবা সবার মন জয় করতে চেষ্টা করি না কেন এত সহজে মানুষের মন জয় করা যায় না। আসলে মানুষের প্রত্যাশা অন্যের থেকে আমাদের নিজের পরিবারের প্রতি বেশি থাকায় আমাদের মন ভাঙ্গার অনুভূতিও পরিবারের সদস্যদের জন্য বেশি হয়ে থাকে। তাই আমার মনে হয় মানুষ মানুষের প্রতি যদি প্রত্যাশা না রেখে একে অপরের সঙ্গে ভালোভাবে বোঝাবুঝির মাধ্যমে থাকা যায় তাহলেই বেশি ভালোভাবে থাকা যাবে। আর যেহেতু আমরা কখনোই সবার মন পাবোনা সে জন্য আমাদের এই অন্যের মনে স্থান পাওয়ার আশা ছেড়ে দিয়ে নিজেকেই বেশি ভালোবাসা এবং ভালো রাখার চেষ্টা করা উচিত। তাহলে আমরা ভালো থাকতে পারবো এবং ভালোভাবে বাঁচতে পারব। তবে অবশ্যই প্রতিনিয়ত আমাদের নিজেদের কর্তব্য করে যেতে হবে এবং নিজের পাশাপাশি অন্যকে ভালো রাখার চেষ্টা করতে থাকতে হবে।
সোর্স
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
মানুষের মন পাওয়া সত্যিই বড় কঠিন একটি বিষয়। আসলে মানুষের চাহিদার শেষ নেই। কিছু পেলে মানুষ আরো চাহিদার জন্য এগিয়ে যায়। আর সেই কারণে কোন কিছুতেই সে তৃপ্তি লাভ করে না। তাই পৃথিবীর সব থেকে জটিল জিনিসটি হল মানুষের মন।