আপনি ঠিক কথা বলেছেন। বাবা মা আমাদের ছোটবেলা থেকে অতি কষ্টে বড় করে তোলে এবং তাদের অনেক সময় সামর্থের ঊর্ধ্বে গিয়েও আমাদের সখ সৌখিনতা ইচ্ছা পূরণ করে থাকে। নিজে না খেয়ে আমাদের মুখে অন্ন তুলে দেয়। আমাদের কথা ভেবেই এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের বাবা-মা প্রতিনিয়ত নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু ত্যাগ করে দেয়। আর এমন বাবা মাকে যদি কোন সন্তান না দেখে তাহলে সেটা অবশ্যই কুসন্তান। আর যেসব সন্তান বাবা-মার চোখের জলের কারণ হয় সেসব সন্তানের জীবনে কখনোই সুখ শান্তি আসতে পারে না। কারণ বাবা মার চোখের জল ফেলার শাস্তি ভগবান সেইসব সন্তানকে দিয়ে দেয়।