এর আগে আমি যেহেতু গাজরের হালুয়া খেয়েছি। কিন্তু এই মটর ডালের হালুয়ার রেসিপিটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। আসলে এই ডাল দিয়ে যে হালুয়া তৈরি হয় তা আমার আগে কখনো জানা ছিল না। তাই আমি খুব সুন্দর করে আপনার পোস্টটি পড়ে এই ডালের হালুয়া তৈরির পদ্ধতি জেনে নিলাম।
গাজরের হালুয়ার চেয়েও বুটের ডাল এর হালুয়া আমার বেশি পছন্দের 😋