আসলে আমার কখনো সজিনা ফুল খাওয়ার ভাগ্য হয়ে ওঠেনি। কেননা বাজারে সজিনা ফুল বিক্রি করতে দেখি কিন্তু কখনও কিনে বাড়িতে নিয়ে আসেনি। যাইহোক এই রেসিপিটা আমার কাছে একটা নতুন ধরনের রেসিপি। আর এই পকোড়া দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। এছাড়া আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপি তৈরি প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমাদের দেশেও এই সজিনা ফুল বাজারে ওঠে না ও কিনতে পাওয়া যায় না শুধু যাদের বাড়িতে বা আশেপাশে সজিনা গাছ আছে তারাই খেতে পারে এই সজিনা ফুলের পাকোড়া।