আসলে টক বড়ই দেখে আমার যতটা লোভ হচ্ছিল তার থেকে ওই চাটনি দেখে আমার আরো বেশি লোক হচ্ছিল। মনে হচ্ছে যে টক বড়ই এর স্বাদ এই চাটনির ফলে আরো অনেক বেশি বেড়ে গেছে। যাই হোক পোস্টটি পড়ার সময় বারবার জিভে জল চলে আসছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা ঠিক বলেছেন ভাইয়া টক বরই খেতে যতটা মজার তার থেকে বেশি মজার এই চাটনি খেতে। এই চাটনি দিয়ে টক বরই খেতে খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।