ভাই ফনি,
আমরা এলাম গিরিডিতে পুজোর দিনে ভাই,
নতুন দেশে এসে মোরা বড়ই মজা পাই।
আকাশ হেথায় আলোয় ভরা, বাতাস পরিষ্কার,
চারিধারে দৃশ্য দেখে লাগছে চমৎকার।
উশ্রী নদী বইছে কেমন ছাপিয়ে দুটি তীর,
স্নিগ্ধ শোভা দেখছি কেবল শ্যামল বনানীর।
আশেপাশে পাহাড় কত, আঁকা বাঁকা পথ,
সাঁওতালরা বাজায় দূরে, মাদল নিয়ে গৎ।
নদীর ধারে আমলকি বন, পলাশ গাছের সার,
খাটিয়াতে বসে মোরা দেখছি অনিবার।
মোদের বাড়ি নদীর পাশে, তাই তো মজা পাই,
নাচি হাসি, হল্লা করি, উল্লাসে গান গাই।
এখান থেকে মন যে আমার ফিরতে নাহি চায়,
এতটা সুখ কলিকাতায় পাওয়া কি আর যায়?
কেমন আছিস সবাই তোরা, চিঠির জবাব দিস।
আজকের মত বিদায় নিলাম ভালোবাসা নিস।
ইতি
রবি পাল।