অনু-কবিতা :- ১২০
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আজকে শিশু হলে আগামী দিনের ভবিষ্যৎ। অর্থাৎ আমরা যদি শিশুদের একটা ভালো পরিবেশ দিতে না পারি তাহলে কিন্তু এই শিশুরা বড় হয়ে কখনো ভালো কাজ করতে শিখবে না। অর্থাৎ শিশুরা তাদের ছোট বয়স থেকে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাগুলো তারা ভবিষ্যৎ জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন। আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে যেসব শিশুগুলো খারাপ পরিবেশের মধ্যে বড় হয় তারা কিন্তু কখনো ভালো শিক্ষা অর্জন করতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সবসময় পিছিয়ে থাকে। যদিও তাদেরকে যদি ছোটবেলা থেকে ভালো শিক্ষা দেয়া হতো তাহলে কিন্তু তারা জীবনে বড় হতে পারতো।
আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের নিজেদের শিশুদের একটা ভালো পরিবেশের মধ্যে বড় করে তুলার জন্য সবসময় চেষ্টা করা। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি শুধুমাত্র স্বার্থপর এর মতো নিজেদের শিশুদের জন্য চেষ্টা করি এবং আমাদের আশেপাশে যেসব শিশুরা রয়েছে তাদেরকে যদি ভালো জিনিস সম্পর্কে জ্ঞান না দিতে পারি তাহলে তাদের প্রভাবটা কিন্তু একদিন না একদিন আপনার শিশুর উপর এসে পড়বে। আসলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের সব সময় সচেতন থাকতে হবে। এজন্য আমরা সবাই মিলে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের বাচ্চারা সব সময় ভালো হয়ে জীবন বড় হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করবে।
যে শিশুগুলো রাস্তার পাশে বড় হয় এবং খারাপ পরিবেশ পায় তারা কিন্তু জীবনে কখনো ভালো কাজ করে না বরং তারা বড় হয় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে। আর এই অপরাধমূলক কাজ করার জন্য তারা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের সাজা পেয়ে থাকে। তাদের কাছে খারাপ কাজের কোন অনুশোচনা হয় না। এজন্য আমরা একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবো যে এইসব পথ শিশুদের জন্য যদি আমরা একটা ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিতে পারি এবং তারা যদি সেখান থেকে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে কিন্তু তারা জীবনে অবশ্যই বড় হবে এবং দেশের উন্নতির জন্য কিন্তু তারাও সব সময় কাজ করবে। এজন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য চেষ্টা করব।
✠ ০১ ✠
শিশুরা হলো জাতির ভবিষ্যৎ,
তাদের ভালো পরিবেশ দিন।
তারা যদি জীবনে ভালো হয়,
তাহলেই আসবে দেশে সুদিন।
সবাই ভাবে পরিবেশের প্রভাব,
বাচ্চাদের উপর কখনো পরেনা।
ভালো পরিবেশে যারা বড় হয়,
তাদের দ্বারা খারাপ কাজ কখনো হয় না।
শিশুদেরকে আমরা যা শিখাব,
ভবিষ্যতে তারা সেগুলো প্রয়োগ করবে।
তাইতো সবাইকে সতর্ক হয়ে,
শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে।
✠ ০২ ✠
খারাপ পরিবেশ শিশুর ক্ষেত্রে,
সবচেয়ে খারাপ প্রভাব ফেলে।
এর ফলে তারা বড় হয়ে,
তারা বিভিন্ন খারাপ কর্ম করে।
অনাদরে যে শিশু বড় হয়,
তারা ভালোবাসার মর্ম বোঝেনা।
তাদের দাড়াই দেশের ক্ষতি হয়,
তারা দেশের কখনো ভালো চায় না।
সবাই মিলে তাই ভাবতে হবে,
শিশুদেরকে সঠিক শিক্ষা দিতে হবে।
এর ফলে জাতির উন্নত হবে,
দেশ আরো অনেক সামনে এগিয়ে যাবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
বাচ্চারা অনুকরণ প্রিয়। বড়দের দেখাদেখি তারা অনেক কিছু শেখার চেষ্টা করে থাকে। তাই আমাদের উচিত তাদের জন্য সঠিক পথ দেখানো। যত ভালো কিছু শেখানো যাবে তত ভবিষ্যতের জন্য মঙ্গল হবে। অনেক সুন্দর লিখেছেন কবিতায়। ভালো লেগেছে আমার কাছে এত সুন্দর উপদেশমূলক কবিতা।
আমি যখনই আপনার লেখা ছোট কবিতা অথবা জেনারেল রাইটিং পড়ে থাকি তখনই আমি মুগ্ধ। আমি মনে করি এমন সজাগ দৃষ্টিভঙ্গি সচেতন চিন্তাধারা আমাদের সবার মাঝে জেগে উঠুক। এতে আমরা নিজের পরিবেশটা সমাজটাকে খুব সুন্দর রূপ প্রদান করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ দাদা। অতি চমৎকার লিখেছেন আপনার কবিতা।
আজকে আপনি সুন্দর দুটি অনু কবিতা লিখেছেন। বাস্তবিক কথা নিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে যে শিশুগুলো রাস্তার পাশে বড় হয় তারা বড় হয়ে বিভিন্ন ধরনের অকারেন্সে জড়িত হয়। আসলে সুস্থ পরিবেশ এবং ভালো শিক্ষা পেলে সবাই ভালো হয়। হয়তোবা পরিস্থিতির কারণে অনেক কিছু হয়ে যায়। তবে আপনার অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো।
শিশুরা হলো কাঁদা মাটির মতো। আমরা যে আকৃতি দিব সেই আকৃতি পাবে তারা। শিশুদের সবসময় ভালো কিছু শিক্ষা দেওয়া উচিত। দারুণ লিখেছেন আপনি ভাই। বেশ ভালো লাগল আপনার কবিতা টা।