মৃত্যুকে যারা ভয় পায় না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মৃত্যু সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
মানুষের যেমন জন্ম হয় তেমনি মানুষের মৃত্যু নিশ্চিত। অর্থাৎ এই পৃথিবীতে জন্মিলে একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই চিরন্তন সত্যকে কেউ কখনো উপেক্ষা করতে পারে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি মৃত্যুকে ভয় পেয়ে বর্তমান সময়ে কোন ধরনের কাজকর্ম না করি তাহলে আমরা কখনো জীবনে অমরত্ব লাভ করতে পারবোনা। আমরা সবাই জানি যে এই পৃথিবীতে মানুষের শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। শুধুমাত্র আত্মা এক শরীর থেকে অন্য শরীরের প্রবেশ করে। আসলে এই পৃথিবীতে একমাত্র আমরা কাজের মাধ্যমে অমরত্ব লাভ করতে পারি। এই প্রসঙ্গে আমরা বিভিন্ন মনীষীদের নাম উল্লেখ করতে পারি যারা কিনা ভালো কাজের জন্য আজও আমাদের মাঝে বেঁচে আছেন।
অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র উপায় হলো ভালো কাজ করা। আসলে আপনি যদি এই পৃথিবীর মানুষের জন্য কাজ করতে পারেন এবং সবসময় মানুষের উপকারের জন্য চেষ্টা করতে পারেন তাহলে মানুষজন আপনাকে সব সময় মন থেকে ভালবাসবে এবং আপনার কথা সবসময় মনে করার চেষ্টা করবে। আর একদিন আপনি এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিলেও আপনার কাজটা কিন্তু এই পৃথিবীতে সারা জীবন থেকে যাবে এবং মানুষ আপনার কাজ দেখে শিক্ষা নিয়ে তারাও ভালো কাজ করার চেষ্টা করবে। আরেকটা ভাবি কিন্তু আপনি পৃথিবীতে সারা জীবন বেঁচে যেতে পারেন সেটি হল খারাপ কাজের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করে যান তাহলে এই খারাপ কাজের জন্য সারা জীবন লোক আপনাকে ঘৃণা করবে।
এছাড়াও আপনার মৃত্যুর পর লোকজন আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করবে এবং সেই মন্তব্যের জন্য আপনার পরবর্তী প্রজন্ম অনেক বেশি দুঃখ কষ্ট সহ্য করতে হবে। আসলে এই পৃথিবীতে যারা কখনো মৃত্যুকে ভয় করে না তারা কিন্তু সর্বোচ্চ স্থানে পৌঁছে যেতে পারে। কেননা তারা জানে যে এই পৃথিবীতে সবার একদিন না একদিন মৃত্যু হবে। তাই তারা কখনো মৃত্যুকে ভয় পায় না এবং তারা সবসময় চেষ্টা করে যে কি করে নিজেদেরকে এই পৃথিবীতে অমরত্ব লাভ করানো যায়। এজন্য তারা প্রথম অবস্থাতে নিজের জন্য কঠোর পরিশ্রম করে যখন উন্নতির সর্ব শিখরে পৌঁছে দিতে পারে তখন কিন্তু তারা নিজেদের লোকগুলোকে সবসময় উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং তাদেরকে সুখে শান্তিতে রাখার ফলে তাদের জীবনটা সার্থক হয়।
এজন্য আমাদের সবাইকে এই মৃত্যুকে ভয় না পেয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি এবং জীবনে উন্নতি লাভ করতে পারি তাহলে সবাই আমাদেরকে সারাজীবন মনে রাখবে। আর যারা মৃত্যুকে ভয় পায় তারা অনেকটা দুর্বল প্রকৃতির লোক। আর এইসব লোকেরা কখনো জীবনে উন্নত লাভ করতে পারে না। এজন্য আমাদের কখনো থেমে থাকলে চলবে না। একবারে মৃত্যুর আগে পর্যন্ত আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাব। এভাবে আমরা পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারব এবং লোকজন আমাদের নাম সব সময় মনে রাখবে সারা জীবন। তাইতো মৃত্যুকে ভয় না পেয়ে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশ ও দশের সেবায় কাজ করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
মৃত্যু মানুষের জীবনে অবশ্যম্ভাবী। সেদিক থেকে দেখতে হলে সকলের উচিত মৃত্যু বিষয়টিকে জীবনে মেনে নেওয়া। যা হবেই তা নিয়ে ভেবে কি হবে। তাই আমরা যত মৃত্যু নিয়ে ভাববো তত মৃত্যুভয় আমাদের কাঁধে চেপে বসবে। তাই মৃত্যুর কথা না ভেবে জীবনের সামনের দিকে তাকানো উচিত। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ বিষয়টি উপস্থাপনা করলেন।