স্বপ্নের দেশে। কবিতা নং :- ১৩১
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে এই পৃথিবীতে সবাই তাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে স্বপ্ন দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যখন একটা মানুষ তার সারারাত জুড়ে প্রিয় মানুষটার স্বপ্ন দেখে তাহলে তার খুশির কোন শেষ থাকে না। একটা জিনিস আমাকে সব সময় জানি যে মানুষটির কথা আমরা সব থেকে বেশি মনে করব তাকে কিন্তু আমরা সব সময় আমাদের চোখের সামনে দেখতে পারব। অর্থাৎ আমরা জেগে থাকলেও সে যেমন আমাদের কাছে থাকবে ঠিক আমরা তখন ঘুমিয়ে পরবো সে আবার পুনরায় আমাদের স্বপ্নের মাঝে চলে আসবে। আর এভাবে বোঝা যায় যে আমরা সেই মানুষটাকে কতটা বেশি ভালোবাসি। আসলে প্রিয় মানুষটাকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় তাহলে তাকে নিয়ে ভাবনা চিন্তার কখনো কোনো শেষ থাকে না।
একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন কোন একজন প্রিয় ব্যক্তিকে নিয়ে দিনরাত চিন্তা করবো এবং তাকে কি করে ভালো রাখা যায় তার ভাবনা চিন্তা করব তখন সেই মানুষটিকে আমরা এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারবো না। আসলে সেই মানুষগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা সেই মানুষগুলোর জন্য আমরা এক দিক থেকে যেমন পরিশ্রমী হয়ে উঠি তেমনি অন্য দিক থেকে চেষ্টা করে কি করে জীবনে উন্নতি লাভ করা যায়। আর এই সব কিছু পিছনে দায়ী কিন্তু আমাদের এই প্রিয় মানুষগুলো। কেননা আমরা যদি তোমাদের প্রিয় মানুষগুলোকে সুখে না রেখে দুঃখ কষ্টের মধ্যে রাখি তাহলে আমরা জীবনে এর মতো কোনো কষ্ট আর কখনোই পাবো না।
আর এজন্য আমরা আমাদের প্রিয় মানুষগুলোর ভালো রাখার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে বেড়াই। আসলে স্বপ্ন হলে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার প্রিয় মানুষকে যা খুশি তাই করতে পারবেন এবং তার প্রয়োজনীয় সব ধরনের চাহিদা মেটাতে পারবেন। আর আমাদের স্বপ্নের মধ্যে আমরাই কিন্তু রাজা থাকি। এজন্য মানুষ জীবনে যাকে কাছে পায় তাকে নিয়েও স্বপ্ন দেখে আবার যাকে কাছে পায় না তাকে নিয়েও কিন্তু সে সারা জীবন স্বপ্ন দেখে যায়। হয়তোবা সে বাস্তব জীবনে তাকে পায় না কিন্তু তার স্বপ্নের মাঝে তাকে সারা জীবনের জন্য ধরে রাখে। আর এভাবে একসময় এই প্রিয় মানুষের স্বপ্ন দেখতে দেখতে সে সেই বয়সে চলে আসে এবং এই পৃথিবীতে বিদায় নিয়ে নেয়। এজন্য আমরা যখন একটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালবাসব তখন তার স্মৃতিগুলো আমাদের স্বপ্নের মধ্যে ভেসে উঠবে।
✠ স্বপ্নের দেশে ✠
স্বপ্নের দেশে হারিয়ে যেতে চাই,
সেখানে থাকবো শুধু তুমি আর আমি।
কেউ আমাদের আলাদা করতে পারবে না,
থাকবে শুধু আমাদের ভালোবাসা খানি।
ভালোবাসার ছোট্ট একটা ঘর বানাবো,
সেই ঘরেতে তুমি আমি বসবাস করবো।
আনন্দে যাবে আমাদের সেই সময়টুকু,
সব সময় থাকবো তোমার পিছু পিছু।
ভয় হয় কখন এই স্বপ্ন যাবে ভেঙে,
বাস্তবে তো তোমায় কাছে পাবো না।
তাইতো জোর করে স্বপ্ন দেখতে চাই,
তোমায় ছাড়া আমি থাকতে পারবো না।
এই দুনিয়াতে তোমার মত কেউ আপন নাই,
তাইতো তোমার সব সময় আমি দেখতে চাই।
জেগে থাকলেও তুমি থাকবে আমার সামনে,
ঘুমালে আবার তুমি স্বপ্নে উঁকি মারবে।
তোমার জন্য আমি যে পাগল হয়েছি,
সবাই মনে করে এসব পাগলের পাগলামি।
তুমি কি আমায় এতো টুকু ভালোবাসো,
তাহলে তুমি এখনি আমার কাছে আসো।
চোখের পাতা যখন ঘুমে আচ্ছন্ন,
তখন তোমাদের মুখটি ভেসে ওঠে।
সারারাত ঘুমিয়ে ঘুমিয়ে তোমার স্মৃতি,
জেগে ওঠে আমার স্বপ্নের মাঝে।
কি এমন দেখেছি তোমার রূপের মাঝে,
কোন কাজে আর মন নাহি বসে।
তোমার কাছে আমার এই মিনতি,
সারা জীবনের জন্য তুমি হবে আমার সাথী।
জীবনের অপূরণ করা জিনিসগুলো আমি,
স্বপ্নের মাঝে তোমায় দিতে চাই।
অনেক চাহিদাগুলো হয়তোবা জীবনে,
দেবার মত আমার সামর্থ্য নাই।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
কবিতা দেখে মনে হয় যেন জীবনটা আবেগেই ভরপুর। যদিও কবিতা তো আবেগের কথাই বলে। নিজের প্রেমিকাকে নিয়ে এমন একটি কবিতা লিখেছেন। প্রেমিকা নিশ্চয়ই খুশিতে ডগমগ হয়ে যাবে পড়ে৷
কিশোর প্রেমের কবিতা।
দাদা আপনার স্বরচিত কবিতা স্বপ্নের দেশে পড়ে অনেক ভালো লাগলো।আপনি বরাবরই অসাধারণ কবিতা লেখেন।ভালোবাসার মানুষকে নিয়ে বেশ দারুন অনুভূতি কবিতার ভিতরে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ দাদা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
স্বপ্নের দেশ নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কবিতার মাধ্যমে সুন্দরভাবে নিজের মনের ভাবকে প্রকাশ করা যায়। আপনি অনেক ভালো কবিতা লেখেন এর আগেও আপনার কবিতা পড়া হয়েছে। আজকে আপনার লেখা স্বপ্নের দেশ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য।
আপনার লেখা কবিতা আমি সবসময় পছন্দ করে থাকি। ঠিক তেমন আজকেও লিখেছেন দারুন আজকে কবিতা। আপনার অধিকার কবিতার প্রত্যেকটা লাইন ছিল ভালোলাগার। আমি মুগ্ধ হয়ে আবৃত্তি করলাম।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
সবাই একটা মনের মানুষ থাকে, আর সবাই চাই সেই মনের মানুষকে নিয়ে একটি সপ্নের জগতে যেতে। সেখানে সুখ শান্তি আর ভালোবাসা ছাড়া কিছুই থাকবে না। আপনার স্বরচিত কবিতা পড়ে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে।