বেঁচে থাকার লড়াই।

in আমার বাংলা ব্লগ2 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বেঁচে থাকার লড়াই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17323362259678752711355645568751.jpg



সোর্স


এই পৃথিবীটা বড় একটা প্রতিযোগিতার জায়গা। যেখানে সবাই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখানে প্রতিযোগিতা বলতে আমি বিভিন্ন ধরনের কাজকে বুঝিয়েছি। আসলে মানুষ যদি কাজ না করে তাহলে মানুষ সবসময় অন্যান্য মানুষদের থেকে পিছিয়ে থাকবে। আর বর্তমান সময়ে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোন একটা কাজ পেতে গেলে আমাদের অনেক বেশি মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। কেননা দিনদিন মানুষের সংখ্যা এতই বৃদ্ধি পাচ্ছে যে এতে করে মানুষের সাপেক্ষে কাজের সংখ্যা মোটেও বৃদ্ধি পাচ্ছে না। আর এর জন্য একটা কাজে বহু লোক প্রতিযোগিতা করে সেই কাজটি পাওয়ার জন্য। আর সেই কাজটি বহু লোক চেষ্টা করে যে কোন একজন করতে পারে।


এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবাই কঠোর পরিশ্রম করে। কেননা কঠোর পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে একটু ভালো থাকা মোটেও সম্ভব হয়ে ওঠে না। আপনাকে সবার মাঝে সব সময় ভালো হয়ে থাকতে হবে এবং আপনি যদি সকল কাজ অন্যান্য মানুষদের থেকে ভালোভাবে করতে পারেন তাহলে লোকজন আপনার সম্মান অনেক বেশি করবে। আর আপনি যদি ভালোভাবে কোন কাজ না করেন তাহলে লোকজন আপনাকে কখনো ভালবাসবে না এবং অন্যান্য মানুষেরা আপনাকে নিচে দিকে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কেননা এই পৃথিবীতে কারো সময় নেই যে অন্য কাউকে হাত ধরে টেনে তুলে একসঙ্গে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও এই প্রতিযোগিতার বাজারে সবাইকেই একটু স্বার্থপর অবশ্যই হতে হয়।


তবুও আমরা চেষ্টা করি যাতে করে বেঁচে থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের সংগ্রামে জয়ী হতে পারি। আসলে নিজেদের মন মন মানসিকতাকে অনেকটা প্রতিযোগিতা করার মতো সব সময় গড়ে তুলি। আসলে আমরা যদি সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে তারাও কিন্তু বেঁচে থাকার জন্য লড়াই করতে শিখে যাবে। কেননা এই পৃথিবীতে যদি আপনি লড়াই করতে না পারেন তাহলে আপনার অস্তিত্ব কখনো এই পৃথিবীতে থাকবে না এবং সবাই আপনাকে সবসময় অবহেলা করবে। আসলে নিজের ভালো এই পৃথিবীতে সবাই নিজেরাই বোঝে। আর এজন্য আমাদের সব সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং তাদের মধ্য থেকে সেই প্রতিযোগিতায় জয়ী হতে হবে।


একসময় না একসময় আমরা এই প্রতিযোগিতায় চেষ্টার মাধ্যমে জয়ী হতে পারব এবং নিজেদের অস্তিত্বকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারব। আর এজন্য আমরা নিজেদের জীবনটাকে কখনো আরাম-আয়েশের করে তুলবো না। আমরা সব সময় সংগ্রামী হওয়ার চেষ্টা করব। আর আমরা যদি জীবনের সংগ্রামী হতে পারি তাহলে কোন কিছু আমাদেরকে আর কখনো আটকে রাখতে পারবে না এবং জীবনের সকল ক্ষেত্রে আমরা লড়াই করে অবশ্যই বেঁচে থাকার মত মন মানসিকতা গঠন করতে পারবো। আসলে এই পৃথিবীতে সংগ্রামী লোককে সবাই অনেক বেশি পছন্দ করে এবং তার চলা পথে সবাই এগিয়ে চলতে অনেক বেশি পছন্দ করে। আর এজন্য আমরা বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্ত লড়াই করে যাব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 days ago 

1000017856.png

1000017855.png

 yesterday 

আপনি এখনো আপনার ট্রন এড্রেস লিংকআপ করেন নাই। এজন্য আপনার আজকের কিউরেশন ক্যানসেল হলো। দ্রুত ট্রন এড্রেস লিংকআপ করে নিন। নিচে টিউটোরিয়াল এর লিংক দেয়া হলো-
https://steemit.com/hive-129948/@moh.arif/tron-address-link-up

 yesterday 

সময় টা এখন এমনই হয়ে দাঁড়িয়েছে। সবাই যেন একটা প্রতিযোগিতায় ব‍্যস্ত। সবাই সবার প্রতিদ্বন্দ্বি। ভবিষ্যৎ পৃথিবীতে এই সমস্যা টা আরও বাড়বে। দারুণ লাগল আপনার লেখাটা দাদা। খুব ভালো লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.21
JST 0.037
BTC 98575.94
ETH 3476.18
USDT 1.00
SBD 3.42